পাইথন টার্টল কোড দিয়ে তৈরি করুন অসাধারণ একটি ডিজাইন 😍

Ads Inside Post

পাইথন টার্টল কোড দিয়ে তৈরি করুন অসাধারণ একটি ডিজাইন 😍

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন । আশাকরি সবাই ভালো আছেন । যারা নিয়মিত TrickBd এর আর্টিকেল পড়ে তারা সব সময় ভালোই থাকে ।

আজকে আমাদের আর্টিকেলের টপিক হলো – মোবাইল দিয়ে পাইথন টার্টল কোড ব্যাবহার করে একটা Amazing ডিজাইন তৈরি করা।

ঠিক এইরকম 😎-

এটা আপনারা নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবেন। কোন রকম প্রোগ্রামিং নলেজ ছাড়া । মোবাইল দিয়ে পাইথন কোড রান করাতে হলে এর জন্য আপনাকে প্রথম প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ বক্সে লিখতে হবে pydroid 3 তারপর খুঁজে বাহির করে ইন্সটল করতে হবে। অথবা ইন্সটল করুন- এখানে ক্লিক করে।

ডাউনলোড হয়ে যাওয়ার পর প্রথমে অ্যাপটির ভিতর প্রবেশ করুন । (স্ক্রিনসটে যেরকম দেখানো হবে সেইরকম করবেন)

এখান থেকে LET’S START  এ ক্লিক করবেন ।

এবার এখান থেকে উপরেরটি সিলেক্ট করে নিচের CONTINUE বাটনে ক্লিক করুন।

আবারো প্রথমটা সিলেক্ট করে নিচের CONTINUE বাটনে ক্লিক করুন ।

এবার দ্বিতীয় টি সিলেক্ট করে CONTINUE বাটনে ক্লিক করুন।

এখানে কিছু করতে হবে না । এবার CONTINUE বাটনে ক্লিক করলেই আমাদের Pydroid 3 ওপেন হয়ে যাবে ।

 

 

আমি কোড গুলো লিখে দিতে চেয়েছিলাম তাহলে আপনারা সহজে কপি করে পেস্ট করতে পারতেন । কিন্তু কপি করে pydroid 3 তে দেওয়ার পর উল্টা পাল্টা হয়ে যায়। এখানে ভালো করে লিখে দেওয়া যাচ্ছে না তাই আপনারা এই পিকটা দেখে কোড গুলো লিখে নেন –

ঠিক এইরকম –

কোড গুলো লিখা হয়ে গেলে নিচে রান অপশনে ক্লিক করুন।

রান বাটনে ক্লিক করার পর ই দেখবেন ম্যাজিক । আমাদের কোডটি কাজ শুরু করে দিয়েছে ।

ঠিক এইরকম 😎

আশাকরি বুঝেছেন কিভাবে করতে হবে যদি না বুঝে থাকেন তাহলে আরেকবার শুরু থেকে পড়তে পারেন । স্ক্রিনসটে যেভাবে দেখানো হয়েছে সেভাবে করলেই হয়ে যাবে। যদি এরকম আরো পাইথন টার্টল ডিজাইন কোড চান তাহলে কমেন্ট করে জানান । ইনশাআল্লাহ পরবরর্তীতে আরো সুন্দর সুন্দর Amazing কোড নিয়ে আসব ।

আজকের আর্টিকেল এতটুকুই । আপনার যদি এইধরনের টিপস এন্ড ট্রিকস শেখার ইচ্ছা থাকে তাহলে TrickBd এর সাথে থাকুন এবং নিয়মিত TrickBd তে ভিজিট করুন।

আল্লাহ হাফেজ 🥀

The post পাইথন টার্টল কোড দিয়ে তৈরি করুন অসাধারণ একটি ডিজাইন 😍 appeared first on Trickbd.com.



source https://trickbd.com/python-programming/899871


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ