আসসালামুয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।___________________________________________________
আমরা প্রায় সবাই জানি এখন ফেইসবুকে টেম্প মেইল দিয়ে খোলা ফেইক ফেসবুক একাউন্ট গুলো খোলার পর ডিজেবল হয়ে যায়। মাঝে মাঝে জিমেইল দ্বারা খোলা আইডি ও ডিজেবল হয়ে যায় । কিন্তু নাম্বার দিয়ে খুলা আইডি এত বেশি ডিজেবল হয়না ।___________________________________________________
আজকের এই আর্টিকেল টি পড়ার পর, যদি এই ট্রিকস গুলো ফলো করে আইডি খুলেন । তাহলে আপনার টেম্প মেইল দিয়ে খোলা ফেসবুক আইডি আর এত সহজে ডিজেবল হবে না । আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব –
টেম্প মেইল দিয়ে খোলা ফেসবুক একাউন্ট ডিজেবল না হওয়ার কিছু সিক্রেট ট্রিকস ।
তাহলে চলুন শুরু করা যাক –
একাউন্ট খোলা শুরু করার আগে আপনার যে আইডি বা আইডি গুলো বেশি ইউজ করেন সেগুলো ফেইসবুক মেইন এপসে লগইন করে রাখবেন । আর টেম্প মেইল দিয়ে আইডি খোলার সময় ফেসবুক লাইট ব্যাবহার করবেন । একাউন্ট খোলা শুরু করার আগে একবার ফেসবুক লাইটের ডাটা ক্লিয়ার করে নিবেন ।
ফেসবুক একাউন্ট ডিজেবল না হওয়ার কিছু সিক্রেট ট্রিকস
ট্রিকস নাম্বার 1 :
আইডি খোলার সময় মানুষের নাম ব্যাতিত অন্য কিছু দিবেন না। যাতে ফেইসবুক রোবট ভাবে এটা একজন মানুষের নাম ।
ট্রিকস নাম্বার 2 :
আইডি খোলার সময় জন্ম তারিখ ১৮ বছরের নিচে দিবেন। যেমন: ১৫ বছর ।
যদি আপনি আপনার বয়স ১৫ দেন তাহলে ফেইক আইডি এত সহজে ডিজেবল হবে না । কারণ আমাদের আইডি যখন ডিজেবল বা সাসপেন্ড হয় তখন আমাদের কাছে NID কার্ড ইত্যাদি চায় । আর NID কার্ড তখনই চায় যখন বয়স ১৮+ হয় । আপনার বয়স যদি ১৮ এর নিচে দেন তাহলে আপনার আইডি না করবে সাসপেন্ড না করবে ডিজেবল আর না চাইবে NID কার্ড এর ইনফরমেশন।
এর আরেকটি লাভ হলো কেউ আপনার আইডি রিপোর্ট মেরে সহজে নষ্ট করতে পারবেনা ।
ট্রিকস নাম্বার 3 :
প্রোফাইল পিকচার এবং কভার পিক মানুষের ছবি বা অন্য কিছুর ছবি না দিয়ে Facebook Avatar দিয়ে দিবেন ।
ট্রিকস নাম্বার 4 :
প্রোফাইল টি যাতে বিশ্বস্ত লাগে এর জন্য আপনার ইচ্ছা মত কিছু ইনফরমেশন যোগ করবেন।
ট্রিকস নাম্বার 5 : ফ্রেন্ড বেশি না বানিয়ে বড় কোন সেলিব্রিটি বা এই ধরনের মানুষকে ফলো করে রাখবেন।
আশাকরি আপনারা সবাই ফেসবুক একাউন্ট খুলতে পারেন ও নাম ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠান Avatar এগুলো নিজে নিজেই এড করতে পারবেন তাই আর করে দেখালাম না।
আমি এই সেইম টু সেইম নিয়ম ফলো করে একটা আইডি খুলেছি, দেখে আসতে পারেন :- Demo Fb Account
বিশেষ দ্রষ্টব্য:- এই ট্রিকস গুলো যদি সব ফলো নাও করেন তাতে কোন সমস্যা নেই । শুধু 2 নাম্বার ট্রিকসটি ফলো করলেই হবে । আর বাকি গুলো করলে ডিজেবল হওয়ার রিক্স কম থাকবে ।
যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন । ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ।
আল্লাহ হাফেজ……
The post টেম্প মেইল দিয়ে খোলা ফেসবুক একাউন্ট ডিজেবল না হওয়ার কিছু সিক্রেট ট্রিকস। appeared first on Trickbd.com.
source https://trickbd.com/facebook-tricks/900372
0 মন্তব্যসমূহ