জাভা মোবাইল দিয়ে ভিডিওতে অডিও সেট করুন।

Ads Inside Post

জাভা মোবাইল দিয়ে ভিডিওতে অডিও সেট করুন।

হেল্লো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাব কিভাবে জাভা মোবাইল দিয়ে যে কোনো ভিডিওতে যেকোন অডিও সেট করতে হয় কিভাবে। তাহলে চল শুরু করা যাক।

প্রথমে তোমাদের কাছে একটা যে কোনো ভিডিও এবং একটা যে কোনো অডিও থাকতে হবে। তবে অডিওটা mp3 ফরমেটে থাকলে ভালো হয়।

তারপর তোমরা অপেরা মিনিতে প্রবেশ করে (যদি অন্য ব্রাউজার ব্যবহার করে থাকো তাহলে অপেরা ব্যবহার করাই ভালো কারণ আমি অপেরাতে দেখাচ্ছি।) Video set Audio এ-ই লিংকে যাও তারপর দেখ নিচের মতো একটি ওয়েবসাইট তোমার কাছে চলে আসবে।

তারপর video File এর নিচে ক্লিক করে যেকোনো একটা ভিডিও সিলেক্ট কর।
তারপর Audio File এ-র নিচে ক্লিক করে Audio সিলেক্ট কর।




আপনার অডিও ফাইলের চেয়ে ভিডিও ফাইলের সময় যদি বেশি হয় তাহলে loop করুন। আর নাহলে no loop করুন।

আপনি চাইলে ভলিউম কমাতে পারবেন। ভলিউম কমাতে চাইলে Volume এ-র নিচে ক্লিক করুন।
তারপর ভলিউম পরিবর্তন করুন।
সব কাজ শেষে Convert লেখাতে ক্লিক করুন।

এবার নিচের মতো একটা পেজ আসবে।
কয়েকবার reload করুন।


তারপর convert হয়েগেলে নিচেরমতো আসবে।
Download Now তে ক্লিক করুন।

এবার save করুন।

হয়েগেল আপনার video তে audio সেট।
এরকম আর জাভা টিউটোরিয়াল পেতে অবশ্যয় জানাবেন। ধন্যবাদ। My Blog site:
Technlgy Information

The post জাভা মোবাইল দিয়ে ভিডিওতে অডিও সেট করুন। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/java-mobile/899476


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ