বর্তমানে অনেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করছেন বা মোবাইল ফোনে VPN ব্যবহার করছেন । বিভিন্ন কারণে আপনাকে VPN Connect থাকা অবস্থায় কমপিউটারে ইন্টারনেট নেয়ার প্রয়োজন হতে পারে । কিন্তু স্বাভাবিক ভাবে হটস্পট দিলে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন না ।
আজকে এই সমস্যা সমাধান দিবো । আপনি আমার দেখানো উপায় কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেনঃ
১। HTTP Custom দিয়ে ফ্রী ইন্টারনেট কমপিউটারে ব্যাবহার করতে পারবেন ।
২। মোবাইলে কোনো VPN ব্যবহার করলে সেটা কমপিউটারেও ব্যবহার করতে পারবেন।
চলুন তাহলে শুরু করি।
এই কাজের জন্য আপনার একটি APPS এর প্রয়োজন হবে । এর জন্য অনেক APPS আছে কিন্তু সবথেকে ভালো কাজ করে Every Proxy
Every Proxy ডাউনলোড করাতে ক্লিক করুনঃ CLICK HERE
ব্যবহার করা একদম সহজ ।
১। প্রথমে স্বাভাবিক ভাবে আপনি যে VPN ব্যবহার করেন সেটা CONNECT করুন। এবং আপনার ফোনের হটস্পট চালু করুন।
২। Every Proxy APPS এ প্রবেশ করুন ।
৩। আপনার সামনে তিনটি অপশন আসবে । এর মধ্যে HTTP অর্থাৎ প্রথম অপশনটি ON করুন।
৪। আপনার সামনে নিচে SCREENSHOT এর মতো IP Address এবং PORT নাম্বার আসবে।
৫। তারপর আপনি আপনার কমপিউটারে Search option এ লিখবেন Proxy Setting লিখবেন।
৬। নিচে Manual Proxy Setup অপশনটি ON করে দিন।
৭। আপনার সামনে ২ টি বক্স পাবেন , একটি Proxy Host দেবার জন্য , অন্যটা Port দেবার জন্য।
৮। Every Proxy থেকে data গুলা নিয়ে বসিয়ে save এ ক্লিক করুন ।
আপনার নিজের বানানো একটা proxy server পুরোপুরি প্রস্তুত ।
কোনো সমস্যা হলে অবশ্যই Comment Box এ জানিয়ে যাবেন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো টিক করার।
ধন্যবাদ সবাইকে।
The post ফ্রী ইন্টারনেট চালান এখন কম্পিউটারে ঝড়ের গতিতে appeared first on Trickbd.com.
source https://trickbd.com/tricks/1145259
0 মন্তব্যসমূহ