যেকোনো ফাইলকে লিংকে কনভার্ট করুন মাত্র এক ক্লিকেই , শেয়ার করুন যে কারো কাছে ..! 🫰
আসসালামুয়ালাইকুম ট্রিকবিডিবাসী,, ! কেমন আছেন
আমি রিফাত । আপনার কি কখনো দরকার পড়েছে , আপনার যেকোনো ফাইলকে লিংকে কনভার্ট করে সবার সাথে শেয়ার করার ? ভবিষ্যৎ এ যদি এর প্রয়োজন পড়ে তাহলে কি করবেন ! এটা নিয়েই আজকের এই পোস্টটি ।
Index
- ট্রিক & টেকনিক
- সুবিধা অসুবিধা
Trick & Technique
প্রয়োজনঃ আপনাকে টেলিগ্রাম ব্যবহারকারী হতে হবে । অর্থাৎ শুরু টেলিগ্রাম হলেই চলবে ।
উপায়ঃ টেলিগ্রাম এ সার্চ বক্সে গিয়ে এটি – @TGinstantLinkBot কপি করে পেস্ট করে দিন
তারপর আর কিছু করা লাগবে না, শুধু আপনার ফাইল এতে সেন্ড করবেন , এটি লিঙ্ক আপনাকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিবে ।
Example –
এইবার উক্ত তৈরিকৃত লিঙ্কে চেপে ধরে রাখুন । আর শেয়ার করুন যতজনের সাথে খুশি ।
As simple as it!
Pros and Cons –
সুবিধাঃ
- কোনো ওয়েবসাইটের ঝামেলা নেই ।
- কোনো অ্যাপ লাগবে না । ( যদি টেলিগ্রাম ব্যবহারকারী হন )
- ইনস্ট্যান্ট শেয়ার করতে পারবেন ।
- যাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ নাই , বা ফাইল শেয়ারিং এর ব্যবস্থা নাই , কিংবা তারা যথেষ্ট দূরে থাকতে পারে । এমন সমস্যার স্মার্ট সলুশন ।
- সুবিধা লিখতে গেলে শেষ হবে না , পড়ার জন্য সময় পাবেন না ।
অসুবিধাঃ
- আপনি টেলিগ্রাম ব্যবহারকারী না হলে তো আর হলো না
- ২৪ ঘন্টা থাকে লিংকের মেয়াদ । যদিও এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না । তবুও যদি মেয়াদ ধরে বেঁধে না দিত তাহলে তো ভাই কথায় ছিল না
আপনার সময়ের মূল্য দিয়ে এখানেই শেষ করছি ।
যেতে যেতে একটা সাবস্ক্রাইব এর অনুরোধ করছি আপনার একটা সাবস্ক্রাইব লেখালেখি করতে অনুপ্রাণিত করে।
MY CHANNEL – RIFAT’S GK
সাবস্ক্রাইব করতে টাকা লাগে না হার্ট লাগে
পরিশেষে – ট্রিকবিডির সাথেই থাকুন
The post যেকোনো ফাইলকে লিংকে কনভার্ট করুন মাত্র এক ক্লিকেই 🫰🔥 [ Telegram bot ] appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ