Hello Everyone কেমন আছেন সবাই; আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছেন, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি ।
বিশেষ দ্রষ্টব্য: পোষ্টটি শেষ পর্যন্ত পড়বেন । ইনশাআল্লাহ আজকে থেকেই ইনকাম শুরু করে দিতে পারবেন। আবার ও বলছি শেষ পর্যন্ত না পড়ে যাবেন না।
আজকে আমি আপনাদেরক মাঝে অনলাইন থেকে টাকা ইনকাম করার সেরা একটি সাইট শেয়ার করব। এই সাইটে আপনাকে কোন ইনভেস্ট করতে হবে না, সম্পূর্ণ ফ্রি ।
আপনারা নিশ্চয়ই Adsterra Ad Network এর নাম শুনেছেন । এটা খুব জনপ্রিয় একটি Ad Network সাইট ।
যারা নিজেদের ওয়েবসাইট Google Adsense দ্বারা মনিটাইজেশন করতে পারছেন না । নতুন সাইট কিংবা ভিজিটর খুব কম এই জন্য। তারা এই Ad Network দ্বারা নিজেদের সাধের ওয়েবসাইটটি মনিটাইজ করতে পারবেন।
কিন্তু আজকে আমরা এ নিয়ে আলোচনা করব না।আমাদের আজকের টপিক হলো Adsterra এর Direct link থেকে টাকা ইনকাম।
যার জন্য আপনাকে কোন ওয়েব সাইট খুলতে হবে না, ওয়েব সাইট ছাড়াই এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ।
আমি এক দিনে প্রায় 11$ ইনকাম করেছি –
আজকের আর্টিকেলে যা যা থাকছে –
1. Adsterra কী
2. কিভাবে Adsterra তে একাউন্ট খুলবেন
3. Direct link কোথায় পাবেন
4. কিভাবে Direct link প্রমোট করবেন
5. কিভাবে টাকা তুলবেন
তাহলে চলুন শুরু করা যাক –
Adsterra কী? What Is Adsterra?
Adsterra হলো একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন নেটওয়ার্ক, যা ২০১৩ সালে শুরু হয়েছিল। Adsterra এর মাধ্যমে Publisher রা নিজেদের ওয়েবসাইটে Ads বসিয়ে রেভিনিউ জেনারেট করতে পারে । (শুধু Publisher দের কথা বললাম Advertiser দের কথা বলার এখানে কোন প্রয়োজন নেই) বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন।
Adsterra তে কিভাবে একাউন্ট খুলবেন
একাউন্ট খোলার জন্য এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর যা যা চাচ্ছে সব দিয়ে একাউন্ট খুলেনিন , আশাকরি সবাই একাউন্ট খুলতে পারবেন, পেমেন্ট মেথড Web Money সিলেক্ট করবেন, তাহলে মাত্র ৫ ডলার হলেই উইথড্র দিতে পারবেন-
Direct link কোথায় পাবেন
আপনার Adsterra একাউন্টেল পাশে দেখবেন লম্বা একটা Menu Bar আছে , তিন নাম্বারে দেখবেন লিখা আছে Direct link , এখানে ক্লিক করবেন-
এখানে ক্লিক করার পর আরেকটা পেইজে নিয়ে যাবে। পেইজের ডান পাশে দেখবেন একটা অপশন আছে “Create Direct link” এর মধ্যে ক্লিক করবেন –
এবার আপনার সামনে এরকম Show হবে, এখান থেকে Non Adult করে Add বাটনে ক্লিক করবেন, তাহলে Direct link তৈরি হয়ে যাবে –
Direct link টি কিছু সময় পেন্ডিং এ থাকবে, সামান্য সময়ের মধ্যেই এক্টিভ হয়ে যাবে –
এক্টিভ হয়ে যাওয়ার পর সাইটের কপি বাটনে ক্লিক করে লিংক কপি করে নিবেন।
এই Direct Link টিতে যদি আপনি বাংলাদেশি ভিজিটর আনতে পারেন, আর তারা এই লিংকের সাইটে প্রবেশ করে Singup কিংবা Apss Install করে । তাহলে আপনি প্রায় 1.30$ করে পাবেন । আর USA , UK থেকে ট্রাফিক আনতে পারলেতো কোন কথাই নেই। বাংলাদেশি টাকায় দেড় ডলার সমান বর্তমানে ১৪২৳ টাকা ।
কিভাবে Direct link প্রমোট করবেন
Direct link গুলো আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করতে পারবেন। আমি বিশেষ করে ফেসবুকে করি, ফেসবুকে কোটি কোটি ভিজিটর রয়েছে। আপনি আপনার আইডি থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডদের মেসেঞ্জারে গিয়ে বিভিন্ন ট্রিকস কাটিয়ে তাদেরকে দিয়ে Direct link এ ভিজিট + একাউন্ট কিংবা এপস ইন্সটল করিয়ে নিতে পারবেন ।
ফেসবুক ফ্রেন্ডদের ট্রাফিকে কনভার্ট করার অনেক অনেক পদ্ধতি রয়েছে , আপনাকে জাস্ট মাথা খাটাতে হবে । সব কিছু এখানে বলা উচিত হবে না।
Adsterra নিয়ে আলাপ আলোচনা ও সিক্রেট ট্রিকস শেয়ার করার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে জয়েন হতে পারেন – Telegram Group
কিভাবে টাকা তুলবেন
আপনি যদি পেমেন্ট মেথডে Web Money সিলেক্ট করে থাকেন তাহলে 5$ ডলার হলেই উইথড্র দিতে পারবেন। তারা 1-2 তারিখ এবং 16-17 তারিখ পেমেন্ট করে । আর নতুন অবস্থায় আপনার যদি তোলার মত পর্যাপ্ত টাকা হয়ে যায় তাহলে দুই সাপ্তাহ টাকা হোল্ড করা থাকবে । দুই সাপ্তাহ পর আপনি টাকা তুলতে পারবেন।
এই সাইট 100% রিয়েল । যদি মনে সন্দেহ থাকে তাহলে গুগলে কিংবা ইউটিউবে এটা নিয়ে সন্দেহ কাটিয়ে তারপর কাজ করা শুরু করুন । এবং উপরে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন তাহলে কিভাবে বেশি ট্রাফিক আনবেন কিভাবে কি করবেন আরো ডিটেইলসে শিখতে পারবেন । আমি লাইভে এসে সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ।
আজকের আর্টিকেল এতটুকুই , যদি কিছু বুঝে না থাকেন তাহলে গ্রুপে জানাতে পারেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ।
আল্লাহ হাফেজ…….
The post Adsterra এর ডাইরেক্ট লিংক থেকে ইনকাম করুন প্রতিদিন 10-20 ডলার 🤑 appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ