Video blur-ভিডিওতে মুভমেন্ট করা মানুষের চেহারা যেভাবে সেন্সর বা ঝাপসা করবেন

Ads Inside Post

Video blur-ভিডিওতে মুভমেন্ট করা মানুষের চেহারা যেভাবে সেন্সর বা ঝাপসা করবেন

আজকে আলোচনা করতে চলেছি চেহারা সেন্সর করা নিয়ে। ভিডিওতে নড়াচড়া করা মানুষের মুখ কিভাবে ব্লার করে নিবেন সেটাই আজকে দেখাবো।ডিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের আশা করি কাজে‌ লাগবে।
চলুন শুরু করা যাক।

প্রথমে আপনাদের প্রয়োজন হবে Capcut অ্যাপটি।এটির প্রিমিয়াম মোডেড করা লিংক দেয়া হলো।

capcut premium mod apk

নিচের স্টেপগুলো ফলো করুন


অ্যাপটি ওপেন করে নিবেন।এবং ভিডিও ইমপোর্ট করে নিয়ে ভিডিওটির length অনুসারে crop করবেন।

সবার নিচের দিকে দেখেন sticker অপশন। সেখানে ক্লিক করে hot অপশন‌ সিলেক্ট করবেন।নিচের দিকে স্ক্রল করলে blur এর স্টিকারটি পাবেন।সেটি ক্লিক করূন।

ভিডিওর যে অংশ থেকে চেহারা সেন্সর‌ করবেন সেটি sticker এর বার থেকে ক্রপ করবেন। দেখেন আমি ভিডিওর অর্ধেক থেকে চেহারা সেন্সর করবো।এজন্য আমি স্টিকারের overlay bar টি অর্ধেকে নিয়ে ক্রপ করেছি।

এরপর sticker bar এ ক্লিক করলেই দেখবেন নিচে কিছু অপশন আসছে। সেখান থেকে সিলেক্ট করুন tracking অপশন


যার চেহারা ব্লার করবেন radius টি তার চেহারায় সেট করে নিবেন। এরপর start tracking এ ক্লিক করে ভিডিও ইমপোর্ট করে নিবেন।নিচে দেখুন‌ ভিডিওর before এবং after view

আজ এ পর্যন্তই এবং আশা করি আপনাদের উপকারে আসবে।যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তারা নিচের মার্কেটিং টিপসটি পড়ে নিতে পারেন। ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকার জন্য।

ফেসবুক পেজের লাইক কমেন্ট বাড়ানোর ১০ টি মার্কেটিং ট্রিক ও হ্যাকস যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে

The post Video blur-ভিডিওতে মুভমেন্ট করা মানুষের চেহারা যেভাবে সেন্সর বা ঝাপসা করবেন appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ