যে কারো লাইভ লোকেশন দেখে নিন খুব সহজেই!

Ads Inside Post

যে কারো লাইভ লোকেশন দেখে নিন খুব সহজেই!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই….আশা করি আল্লাহর তায়ালার রহমতে ভালোই আছেন। আজকের পোস্ট এ বলবো কিভাবে কারো লাইভ লোকেশন দেখতে পারবেন খুব সহজেই। বর্তমানে সে কোথায় আছে সেটা বের করতে পারবেন। তো চলুক শুরু করা যাক।

প্রথমেই এই ওয়েবসাইটটি ওপেন করুন।

এখান থেকে “Select your token” এ ক্লিক করে “Web bug / URL token” সিলেক্ট করুন।

উপরের বক্সে আপনার নিজের একটা জিমেইল আইডি দিন এবং নিচের বক্সে যেকোনো কিছু লিখে “Create my Canarytoken” বাটনে ক্লিক করুন।

লিংকটি কপি করে যার লোকেশন জানতে চাচ্ছেন তাকে সেন্ট করেন এবং তাকে লিংকটি ওপেন করতে বলুন।

লিংকটি ওপেন করলে সে শুধু অ্যানিমেশন ছাড়া তেমন কিছুই দেখতে পারবে না।

লিংকটি ওপেন করার সাথে সাথে আপনার জিমেইল এ একটি মেইল আসবে।

মেইলটি ওপেন করে “Here” অপশন এ ক্লিক করে ব্রাউজার এ ওপেন করুন।

দেখতে পাচ্ছেন তার লোকেশন দেখা যাচ্ছে।

তবে এখান থেকে তার লোকেশন ভালোভাবে বুঝতে পারবেন না। এজন্য “Export” এ ক্লিক করে JSON ফাইলটি ডাউনলোড করে ওপেন করুন।

পোস্টাল কোডটি কপি করে এই ওয়েবসাইটটির সার্চ অপশনে পেস্ট করে সার্চ করুন।

এখানে দেখুন আমার বর্তমান ঠিকানাটি দেখা যাচ্ছে।

এভাবে যেকারো লাইভ লোকেশন বের করে নিতে পারবেন।কারো বুঝতে অসুবিধা হলে ভিডিও দেখতে পারেন।পুরো পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এখানে প্রায় সকল পেইড অ্যাকাউন্টস এবং বিভিন্ন ট্রিকস শেয়ার করা হয়।

The post যে কারো লাইভ লোকেশন দেখে নিন খুব সহজেই! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tricks/1611170


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ