মুভি/সিরিজ দেখার জন্য বেস্ট কয়েকটি টরেন্ট সাইট।

Ads Inside Post

মুভি/সিরিজ দেখার জন্য বেস্ট কয়েকটি টরেন্ট সাইট।

টরেন্ট এই নিয়ে সকলের এই কম বেশি ধারনা আছে।আর কারোর যদি এই নিয়ে ডিটেলে জানার থাকে তাহলে ট্রিকবিডিতে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন।সো বেশি কিছু না বলে শুরু করা যাক।

https://1337x.to/

এই সাইটটার নাম শুনে নাই এমনে কেউ পাওয়া যাবে না।এটি মুভি সিরিজ টরেন্টিং এর জন্য সেরা।নিচে এর কিছু আপলোডার এর ইউজারনেম দেওয়া হলো যারা বেস্ট কোয়ালিটির ফাইল আপলোড করে এবং সিডিং ও অনেক বেশি থাকে।

Username:-
1)QxR
2)mazemaze16
3)The Og Tigole
4)TGxGoodies
5)BedBug
6)PSA
7)UTR
8)EDGE2020
9)Vyndros
10)Vertag
10)sartre
11)HeVK
12)raptaguz
13)DAV1nci (AV1 ENCODE FILE)

https://torrentgalaxy.to
এই সাইট আশা করি সবার এই জানা তাই বেশি কিছু বলার নেই বাট একটা লাইন বলতেই হচ্ছে_____
1337x এর পর এটাই মেইবি একমাত্র সাইট যেটা সিম্পল, বেশ ভালো সিডিং এবং বেস্ট কোয়ালিটির মুভি প্রোভাইট করে।

https://yts.mx/

এটাও সেইম নাম শুনে নাই এমন কেউ নাই।
বাট আমি পারসোনালি এই সাইটটাকে আমার লাস্ট অফশন হিসেবে রাখি। এর কারন এর মুভি কোয়ালিটি।এখানে মুভির কোয়ালিটিটা কিছুটা ডাউনগ্রেড হয় বাট ফাইল সাইজ অনেক কম সো কম্প্রোমাইজ করাই যায়।

https://www.torrentleech.org/

এটা প্রাইভেট টরেন্ট সাইট।
এটাও অনেক ভালো কোয়ালিটির মুভি প্রোভাইড করে।
এখানে থেকে ডাউনলোড করার জন্য টরেন্ট ক্লাইন্ট এর মাধ্যমে করতে হবে (bittorrent/qtorrent/flud etc)
1DM দ্বারা হবে না।

https://ext.to

এই সাইটটি টরেন্টিং সাথে স্ট্রিমিং এর জন্য পারপেক্ট একটি সাইট। এই সাইটির সবচেয়ে ভালো দিক হলো এখানে একটি মুভির সার্চ দিলে অন্য টরেন্ট সাইটের মতো রেজুলেশন কোয়ালিটি লেখা লাগে না। ফাইলগুলোর উপরের এর জন্য আলাদা একটা সারি থাকে। যেখানে নিজের পছন্দ মত কোয়ালিটি সিলেক্ট করলে সেই কোয়ালিটির এই আসবে। এবং সিড অনেক ভালো থাকে।আর আরবকটা দিক হলো এখানে ফাইলগুলো সরাসরি স্ট্রিমিং ও করা যায়। বাফারিং এ প্রভলেম আমি দেখি নাই।সো সাইট টা চেক করতে পারেন।ভালো লাগবে।

https://bt4gprx.com

এটি সিম্পল একটি টরেন্ট ডাওনলোড সাইট। জাস্ট এখানে যেকোনো মুভি সার্চ দিলে এর মুভিটির বিভিন্ন টরেন্ট লিংক পেয়ে যাবেন। তারপর লিংকটি কপি করে টরেন্ট ক্লাইন্ট এ পেস্ট করে দিবেন ব্যাস। এখানে সবচেয়ে ভালো দিক হলো যে ”By Seeders’ এই অপশন এর মাধ্যমে বেশি সিডিং ফাইল গুলো ফাস্ট এ চলে আসবে।(এটা নতুন কিছুনা, সব টরেন্ট সাইটেই থাকে তাও বললাম)

https://bitsearch.to/

Kolkata মুভি ডাউনলোড এর জন্য বেস্ট বাট সিডিং অনেক কম।

https://englishtorrent.co/

এখাবে হলিউড/বলিউড/তামিল/তেলুগু/পাঞ্জাবী/পাকিস্তানি আরো কয়েক ধরনের ভাষার মুভি পাওয়া যায়।
বাট আমি মনে করি এর থেকে সাধারণ মুভির সাইট এই বেস্ট।বাট তাও চেক করতে পারেন।

Warning : এডাল্ট পপ-আপ আসে সো অ্যাড ব্লক মাস্ট ইউজ করবেন।

কিছু সাইট যেগুলো ইউজ করা হয় না তেমন:-

https://m.thepiratebay0.org/

https://www.magnetdl.com/

https://solidtorrents.to/

https://www.limetorrents.lol/

https://torrentz2.nz/

http://rutracker.org/

https://watchsomuch.to/

https://extratorrent.proxyninja.org

https://kickasstorrents.to/

  • এবার কিছু টরেন্ট সাইট যেখানে বিভিন্ন সোর্স এর ফাইল একসাথে পাওয়া যায় সার্চ দিলেমানে একটা সার্চ ইঞ্জিন যেখানে একটা ফাইল সার্চ দিলে অনেকগুলো
  • (https://1337x.to
    https://yts.mx
    https://ift.tt/1wdGRCE
    https://ext.to
    https://bitsearch.to/
    https://ift.tt/oAPMb05
    https://ift.tt/EsI3acO
    Limetorrents.info
    torrentz2.nz
    rutracker.org
    Watchsomuch.to
    https://ift.tt/Z8e3hra
    Kickasstorrent.to
    TorrentDownload
    Torlock
    TorrentDownloads
    TorrentSeeker
    Etc.)

    টরেন্ট সাইটের সেই ফাইলটি সারি ভাবে একসাথে পাওয়া যায়।বাট এখানে সমস্যা হলো যে সিডিং দেখা যায় না একটা ফাইলেরও।ক্লিক করে মেইন টরেন্ট সাইটে যেতে হয় দেখার জন্য।
    ভালো হতো যদি bt4g.org সাইটের মতো ‘By seeding’ ক্লিক করে বেশি ‘seeding’ ফাইলগুলো উপরে চলে আসতো।তাহলে বেস্ট অফ দ্যা বেস্ট টরেন্ট সার্চ ইঞ্জিন হতো।

    আমি যদি একটা মুভি কোনো টরেন্ট সাইটে খুজে না পাই। দেন এটা কাজে আসে আমার।
    যাইহোক চেক করতে পারেন সাইটগুলো:-

    https://cse.google.com/cse?cx=006516753008110874046:0led5tukccj

    https://cse.google.com/cse?cx=006516753008110874046:kh3piqxus6n

    https://btdig.com/index.htm

    https://search.torrends.to/

    https://snowfl.com/

    সো এটাই ছিল আমার পোস্ট।ভালো থাকবেন সবাই।
    আল্লাহ হাফেজ😇

    The post মুভি/সিরিজ দেখার জন্য বেস্ট কয়েকটি টরেন্ট সাইট। appeared first on Trickbd.com.



    source https://trickbd.com/lifestyle/1611676


    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ