আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাব কিভোবে Freepik থেকে Premium IMAGE ডাউনলোড যায় একদম ফ্রিতেই। আপনি এই ট্রিকটি মোবাইল ও পিসি দুটোতেই ব্যবহার করতে পারেন।
- চলে যান freepik ওয়েব সাইটে, গিয়ে আপনি একটা একাউন্ট করে নিবেন।
- তার সিলেক্ট করুন আপনার পছন্দের একটি প্রিমিয়াম Image তারপর উপর থেকে লিংকটি কপি করুন।
- আমি যেই ভাবে Image ওপেন করেছি সেই ভাবে ওপেন করে লিংক কপি করবেন।
- এখন ক্লিক করুন Image Downloader bot লিংকে। তারপর কপিকৃত লিংকটি নিচে বক্সে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
- নিচে দেখুন আপনাকে ডাউনলোড বাটন দিয়েছে।
- একটু লক্ষ্য করুন আপনাকে যেই Image টি দেওয়া হয়েছে সেটা Resolution Medium.
- আপনি যদি আর একটু ভাল Resolution নিতে চান তাহলে আর একটু কষ্ট করতে হবে।
- এখন এই Medium Resolution Image টি ডাউনলোড করে নিন।
- এখন Generate Super-Resolution Image লিংকে ক্লিক করুন।
- তারপর আপনার ডাউনলোডকৃত Medium Resolution Image টি এখানে আপলোড করে Upscale বাটনে ক্লিক করুন।
- Upscale বাটনে ক্লিক করার পর নিচে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ওখানে ক্লিক করুন।
- আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাওয়া হবে সেখানে 5 সেকেন্ড অপেক্ষা করুন।
- 5 সেকেন্ড অপেক্ষা করার পর মূল ডাউনলোড বাটন পেয়ে যাবেন।
- নিচে দেখুন High Resolution Image চলে এসেছে।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
The post 💕 Freepik থেকে কিভাবে ফ্রিতে Premium IMAGE🎁 ডাউনলোড করবেন? appeared first on Trickbd.com.
source https://trickbd.com/tricks/1619124
0 মন্তব্যসমূহ