আসসালামুয়ালাইকুম,
আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পেন ড্রাইভ বার্ন/ফ্লাশ/বুট করতে হয়।
অনেকের অনেক সময় উইন্ডোজ চলে যায় বা Blue screen Error আসে বা অন্য কোনো কারন, যার ফলে আবার উইন্ডোজ ইন্সটল করার জন্য পেন ড্রাইভ বুট করা সম্ভব হয় না। তাই তাদের জন্যই এই সিস্টেমটা কাজে লাগবে।
আর হ্যা এর জন্য অবশ্যই আপনার পেন ড্রাইভটি মোবাইলে কানেক্টের ব্যাবস্থা থাকতে হবে; টাইপ সি/টাইপ বি বা ইউএসবি হাব অথবা ওটিজি দিয়ে কানেক্ট করতে হবে।
এর জন্য একটি এপ আছে যা পোষ্টের নিচে দেয়া আছে
তো শুরু করা যাকঃ
১। প্রথমে পেন ড্রাইভটি ওপেন করে নিচে এসে রুফুছে ক্লিক করে আপনার কম্পিউটার/হার্ড ডিস্ক/এসএসডি অনুযায়ী MBR অথবা GPT সিলেক্ট করে দিন (না পারলে অনলাইনে ভিডিও আছে কিভাবে MBR or GPT চেক করবেন)
২। তারপর, আইএসও ফাইল্টা সিলেক্ট করে দিন
৩। ‘Start’ এ ক্লিক করলেই বার্নিং/ফ্লাশিং শুরু হয়ে যাবে
৪। তারপর বেশ কিছুক্ষন সময় লাগবে বার্ন হতে।
ব্যাস, তারপর কম্পিউটারে ইন্সটল করলেই হয়ে যাবে।
নোটঃ প্রিমিয়াম মোড যেখানে কোনো এড নাই ।
অরিজিনালও দেয়া আছে (কারো যদি মোডে সন্দেহ থাকে তারা অরিজিনালটা মানে প্লে-স্টোর থেকে ইউস করতে পারেন)
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmods
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।
The post কিভাবে মোবাইল দিয়ে পেন ড্রাইভ বার্ন/ফ্লাশ/বুট করতে যায়। How to boot Pen Drive / USB drive using Android Mobile? appeared first on Trickbd.com.
source https://trickbd.com/apps-review/1624223
0 মন্তব্যসমূহ