Yerli porno izle, Türk seks izle, Sex izle, Porno izle
The post Yerli porno izle, Türk seks izle, Sex izle, Porno izle appeared first on Trickbd.com.
source https://trickbd.com/uncategorized/1618876
✬ আমি সহজে কাউরে বিশ্বাস করি না! কিন্তু যে আমার একবার বিশ্বাস ভঙ্গ করে তারে আমি দ্বিতীয় বার ভুলেও বিশ্বাস করি না। তার থেইক্কা আমি রাস্তার নেড়ি কুত্তাটারে বেশি চয়েস করি।
✬ আমি একলা থাকতে পছন্দ করি। কারণ তখন আমার ভুল ধরার কেউ থাকে না।
✬ জ্ঞান দেওয়া আমি একদম পছন্দ করি না। কারণ ছোট কাল থেকে সব কিছুর অভাব হলেও জ্ঞান দাতার অভাব হয় নাই।
✬ সবাই ভুল করে, আমিও করি কিন্তু যারা ভুল গুলো সংশোধন করে না দিয়ে মজা উড়ায় তাদের কাছ থেকে দূরে থাকি। কারণ এরাই সে ব্যক্তি যারা নিজের ভুল গুলো সংশোধন করতে না পেরে অন্যের ভুল গুলো খুঁজে বেড়ায়।
✬ আমি আস্ত একটা ফাজিল ভাইরাস। ২৪ ঘন্টা ফাইজলামি করি। ফাইজলামি করতে গিয়া মাঝে মাঝে মানুষরে হাত থুক্কু হার্ট কইরা ফেলি ツ
✬ বৃষ্টিতে ভিজতে আমার হেব্বি লাগে (( তয় আগে মুপাইল টা প্লাস্টিকের প্যাকেটে রাখি ))
✬ মোবাইল’টা হারাদিন গুতাই (( আগে গুতাইতাম এখন টার্চ ফোন তো তাই ছুই )) :
✬ আমার সিক্রেট বিষয় “আমি কিছু জানি না” (( এই সিক্রেট কথাটা কাউকে বলবেন না )) :
✬ আমি কিন্তু খুব সিরিয়াস। ইদানিং ক্যামুন জানি সিরিয়াস হয়ে যাইতেছি
✬ আমি অন্ধকারে ঢিল ছুঁড়তে লাইক করি। কারণ অন্ধকারে ঢিল ছুঁড়ে কারও মাথা ফাটলে আমায় চিনবো না ツ
✬ আমি চরম বোকা আর এই বাক্যটা বুঝতে পারছি বলেই আমি চরম বুদ্ধিমান
✬ আমি ভদ্র বাট নট ঠু মাচ কারণ অতি ভদ্র চোরের লক্ষণ
✬ আমি যেখানে যাই সেখানেই নিদর্শন স্বরূপ লালবাত্তি প্রজ্জলন করে আসি
✬ আমি রাতের বেলায় বাসা থেকে বের হই কারণ দিনের বেলায় অটোগ্রাপ বেশি দিতে হয় :
✬ হিমু আর আমার মধ্যে অদ্ভুত একটা মিল আছে; হিমু চাঁদের আলো ছাড়া গায়ে কিছু মাখে না আর আমি বডি স্প্রে ছাড়া গায়ে কিছু মাখি না... ツ
✬ আমি বাস্তবতার রানওয়ে থেকে ছিটকে পড়া একজন রানার।
✬ স্বাধীন দেশে পরাধীন প্রজা হয়ে আমি বন্ধী অদৃশ্য শিকড়ে। ► ► ► ►► ►► ►► ►► ►► ►
* মানুষ সম্পর্কে নেগেটিভ ভাবতে ভাল লাগে।কারন, নেগেটিভ না ভাবলে পজেটিভ দিকগুলো বের করা যায় না ।।
* রহস্য ব্যাপারটা নিয়ে একটু আলাদা ইন্টারেষ্ট আছে।
* একাকীত্ত্ব চরম ভালবাসি - কারন, একাকীত্বের স্বাদ এখনো নেয়া শেষ হয়নি।
* রাজনীতি !এই জিনিষটার আশেপাশে কোথাও আমি নেই।
১। আমার রাগ একটু বেশি।
২। পরিচিতদের সাথে প্রচুর কথা বলি বেশি।
৩। জোছনা ,বৃষ্টি আর আইসক্রিমে না নেই।
৪। আমি সেলিব্রেটি না কিন্তু একজন অসাধারন মায়ের সাধারন সন্তান।
৫। আমি বিনয়ী কিন্তু সুযোগ নিয়ো না।
৬। আমি মহাপুরুষ না কিন্তু মহাপুরুষের রঙে সাদাকালো অবয়বে কাপুরুষ।
৭। আমি রোমান্টিক কিন্তু এটা মোটেও আমার দূর্বলতা না।
৮। আমি হাসি খুশি কিন্তু প্রতিদানে কষ্ট দিয়ো না।
৯। আমি নির্বিকার কিন্তু অমানুষ না।
১০। রাগ করলে আমি পাশে থাকবো কিন্তু অকারনে রাগ করলে I DON'T CARE।
১১। কষ্ট পেলে আমি তোমায় হাসাবো কিন্তু আমায় কষ্ট দিয়ো না।
১২। তোমার আশা ফুরালে সাহস দিবো ।
১৩। তোমার দুঃখের গল্প সুখের ঢাল হবো।
১৪। আমায় ভালোবেসে দেখো। আমার পৃথিবীর সবটুকু ভালোবাসা দিবো।
১৫। ভালোবাসা দিগুন পাবে ঘৃণাও সমতুল্যে
১৬। ধোঁকা দিয়ো না।
১৭। অভিনয় করো না।
১৮। অবশ্যই সত্য বল ।
0 মন্তব্যসমূহ