আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন
আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো সেরা ৪ টি অফলাইন গেইমসের নাম যেগুলো মোটামোটি জনপ্রিয় , আমরা অনেকেই গেইম খেলতে ভালোবাসি কিন্তু প্লে – স্টোরে ( Play Store ) রয়েছে অসংখ্য গেইম তার ভিতর থেকে রিভিউ করে কোন গেইমসটা ভালো সেটা বোঝা অসম্ভব
আজকে আপনাদের জন্য যে গেইমসগুলা নিয়ে এসেছি এগুলো আমি পার্সোনালভাবে খেলেছি এই গেইমগুলোর সুবিধা – অসুবিধা সব ব্যাপারে আজকে এই পোস্টে বলব
সর্বপ্রথম যে গেইমটা দিয়ে আমার এই পোস্টটা শুরু করতে চাই সেটা হলো Worms Zone যেটা এক সময় মোটামোটি বহুল ব্যাবহৃত গেইমস ছিলো তবে নতুন কিছু গেইমসের কারনে এটার একটিভ ব্যাবহার সংখ্যা কমে গেছে
★ এটার রিভিউ হলোঃ- 4.3
★ এটার সাইজঃ- 28 MB
★ এটার ডাউনলোড সংখ্যাঃ- 500M+
এটার গ্রাফিক্স অসাধারন এবং এটা এমন একটি গেইম যেটা বার বার হেরে গিয়ে যিতে যাবার চ্যালেঞ্জে ফেলে দেয় , মূলত এটি একটি সাপের গেইম অর্থাৎ খাবার খেয়ে খেয়ে বড় হতে হবে এবং ভুল করেও অন্য সাপের আগে ব্যাবহারকারীর সাপের টাস লাগলে অন্য সাপগুলো মরে যাবে এবং আপনি নিজে কারো গায়ে লাগলে আপনিও মরে যাবেন , যাই হোক এটা আমার কাছে Interesting লেগেছে
গেইমস লিংক ( Play Store )- Download Now
আমার এই পোস্টের ২য় নাম্বারে রয়েছে WarStrike
আপনি যদি ফ্রি ফায়ার অথবা পাবজি লাভার হয়ে থাকেন এই গেইমসটা আপনার জন্য , আর এটা ১ থেকে ২ জিবির মধ্যে সহজেই খেলতে পারবেন ; গ্রাফিক্স কোয়ালিটি এক কথায় অসাধারন
এই গেইমটা দেখতে খুবই সুন্দর এবং মোটামোটি হার্ড৷, যেটা খেলে আপনি আনন্দ পাবেন।
এই গেইমটার রেটিং অবস্থাও মোটামোটি ভালো
★ এটার রিভিউ সংখ্যাঃ 3.8
★ এটার ডাউনলোড সংখ্যাঃ 1M+
★ এটার সাইজঃ 112 MB
আপনারা খুব সহজে প্লেস্টোরেই গেইমসটা পেয়ে যাবেন
গেইমস লিংক ( Play Store ) – Download Now
এই লিস্টের ৩ নাম্বারে রয়েছে মোটামোটি জনপ্রিয় গেইম – Subway Surfers
এই গেইমসটা মোটামোটি অনেকেই পরিচিত, এটা এক কথায় ছোট বেলার ইমোশন – ছোটো বেলায় এই গেইমসটি দেখতাম অনেকেই খেলতো
প্লো স্টোর থেকে এর জনপ্রিয়তা এখনো কমে যায় নি – যারা নতুন এই গেইম সম্পর্কে কিছুই জানেন না তারা এক বার হলেও ট্রাই করবেন
★ এটার রিভিউ সংখ্যাঃ 4.3
★ এটার ডাউনলোড সংখ্যাঃ 1B+
★ এটার সাইজঃ 141 MB
অন্যদের তুলনায় গেইমসটা গ্রাফিক্স অথবা অ্যানিমেশন এর দিক দিয়ে একটু এগিয়ে আছে আমার মনে হচ্ছে কারন এটা একটা কার্টুন গ্রাফিক্স এর রুপ দেওয়া হয়েছে যেটা দেখতে ভালো লাগছে
এই গেইমের মূল বিষয় হলো এই গেইমে কিছু একটা চুরি করে পালবেন এবং কোনো যায়গায় গিয়ে যদি আপনি থেমে যান তাহলে পুলিশ আপনাকে ধরে নিবে – আপনার কাজ শুধু দৌড়ানো এবং কন্ট্রোল
গেইমসটির প্লে স্টোর ডাউনলোড লিংকঃ ডাউনলোড
সর্বশেষ অথবা লিস্টের ৪ নাম্বারে রয়েছে Robbery BOB
ছোট বেলায় আমরা অনেকেই হয়তো বাবার পকেট থেকে টাকা চুরি করেছি , সবাই করেনি কিন্তু কিছু লোক তো করেছে
যাই হোক এই গেইমসটার মূল প্রতিপাদ্য বিষয় হলো আপনাকে চুপিসারে কিছু না কিছু চুরি করতে হবে এবং এটা যত খেলবেন তত আপনার লেভেল বাড়বে এবং কঠিন হবে
★ এটার রিভিউ সংখ্যাঃ 4.4
★ এটার ডাউনলোড সংখ্যাঃ 110M+
★ এটার সাইজঃ 66 MB
গেইমসটার ডাউনলোড লিংকঃ Playstore
আশা করি অফলাইন গেইমগুলো আপনার পছন্দ হয়েছে ; কোনো সাহায্য লাগলে কমেন্ট করুন – লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
The post জনপ্রিয় সেরা ৪ টি অফলাইন গেইমস appeared first on Trickbd.com.
source https://trickbd.com/games-review/1627936
0 মন্তব্যসমূহ