ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

Ads Inside Post

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

আসসালামু আলাইকুম 

আমরা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করি। সাধারণত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পোস্টে পাবলিশ করার তারিখ ডিফল্ট হিসেবে শো করে। এর ফলে ভিজিটর খুব সহজেই পোস্ট করার তারিখ বলতে পারে। ডিজিটাল সব সময় সর্বশেষ পাবলিশ করা পোস্ট পড়তে চায়। কারণ সে পোস্টেই সর্বশেষ ও সঠিক তথ্য দেওয়া থাকে।

কেন পোষ্টের তারিখ আপডেট করা উচিত

কেউ যখন গুগলে কিছু লিখে সার্চ করে। তখন search result এ যে সকল আর্টিকেলগুলো শো করে। অধিকাংশ সময়ই তারিখ সহ দেখা যায়। তাছাড়াও গুগল সব সময় সর্বশেষ আপডেট করা পোস্ট র্যাঙ্ক করার চেষ্টা করে। google এটা বলে দিয়েছে যে, আমরা ব্লগাররা যেন কিছুদিন পরপরই পোস্ট আপডেট করি। ফলে গুগল সেটি সহজেই রেঙ্কে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু পোস্ট আপডেট করলে গুগল থেকে অথবা ওয়েবসাইট থেকে পাবলিশ হওয়ার তারিখই শো করে। তাই ওয়েবসাইট থেকে পোস্ট আপডেট এর পাশাপাশি তারিখ ও আপডেট রাখতে হবে।

যাতে গুগলে অথবা ওয়েব সাইটের সর্বশেষ আপডেট করার তারিখটি দেখানো হয়। ভিজিটর ভাববে নতুন পাবলিশ করা পোস্ট। আর এই তারিখ অনুযায়ী গুগলও র্যাঙ্ক করতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছেন।

পোস্টে সর্বশেষ আপডেট তারিখ করার নিয়ম

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সর্বশেষ পোস্ট আপডেট তারিখ করার জন্য আপনি প্লাগিন অথবা php কোড ব্যবহার করতে পারেন। প্লাগিন অথবা পিএইচপি কোডের মাধ্যমে কিভাবে করতে হয় তা দেখাবো।

প্লাগিনের মাধ্যমে সর্বশেষ আপডেট তারিখ

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে।

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

ড্যাশবোর্ড এর Plugins অপশন থেকে Add New Plugin অপশনে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

এবার নতুন প্লাগইন ইনস্টল করার জন্য সার্চ বক্সে bulk post update date লিখে সার্চ করুন।

উপরের স্ক্রিনশটের মত প্লাগিনটি ইনস্টল এবং একটিভ করুন।

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

এবার ড্যাশবোর্ড এর Settings অপশন থেকে bulk post update date অপশনে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

এবার ওপরে দেখানো স্ক্রিনশটের মত কাজ করুন। যে ক্যাটাগরির পোস্ট গুলো র তারিখ আপডেট করতে চান ক্যাটাগরিটি সিলেক্ট করুন। Published date এ টিক মার্ক করুন এবং Update Post Dates অপশনে ক্লিক করুন।

এভাবে একটি ওয়েবসাইটের পোস্ট এর পাবলিশ করার তারিখ পরিবর্তন করা যায়। অর্থাৎ সর্বশেষ আপডেট করার তারিখ দেওয়া যায়।

পিএইচপি কোডের মাধ্যমে সর্বশেষ আপডেট তারিখ

পিএইচপি কোডের মাধ্যমে ও সর্বশেষ আপডেট তারিখ দেখানো যায়। এ জন্য প্রথমে আপনাকে নিচের লিংক থেকে কোডটি ডাউনলোড অথবা কপি করতে হবে।

লিংক: Telegram Download File

এবার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের ড্যাশবোর্ড এ যান।

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

ড্যাশবোর্ডের Appearance অপশন থেকে theme file editor এ ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

এবার functions.php ফাইল এডিট করতে হবে। এর জন্য functions.php এ ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম 

কোড গুলো কপি করে এখানে পেস্ট করে update file অপশনে ক্লিক করলে আপডেট হয়ে যাবে।

বিঃদ্রঃ পিএইচপি কোডটি কিছু থিমের ক্ষেত্রে কাজ নাও করতে পারেন। যাদের থিমে কাজ করেনা তারা প্লাগিন ব্যবহার করতে পারেন। আর যাদের থিমের কাজ করে তারা প্লাটিন না ব্যবহার করে php কোড ব্যবহার করুন। কারণ এতে ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক থাকবে।

পড়ার জন্য ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টে লাস্ট আপডেট তারিখ শো করানোর নিয়ম  appeared first on Trickbd.com.



source https://trickbd.com/wordpress/1626673


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ