ভার্চুয়াল জগতে Anonymous থাকা আপনার প্রাইভেসির একটি হাতিয়ার হতে পারে।ইন্টারনেটের উপকারি দিক যেমন আছে,তেমনি এটির খারাপ দিকও আছে। স্প্যামিং,ফিশিং লিংক সহ বিভিন্ন কিছুতে ইন্টারনেট সয়লাব।নিজেদের ডিভাইস দিয়ে যখন ইন্টারনেট সার্ফিং করা হয় তখন আইপি অ্যাড্রেস এক্সপোজ থাকে।
বিশেষ করে যাদের Gaming channel,Youtube মনিটাইজেশন আছে তারা সবচেয়ে বেশি spamming এর স্বীকার হয়।আপনার ইন্টারনেট সার্ফিংকে প্রটেকশন দিতে পারে একটি ভিপিএন। ভিপিএন মূলত ইউজারদের dns ও আইপি চেঞ্জ করে দেয়।ফলে আপনার সিকিউরিটি এর উপর একটি প্রটেকশন ফায়ারওয়াল তৈরি হয়।এতে করে কিছুটা হলেও নিরাপত্তা বজায় থাকে।
তাছাড়া block ওয়েবসাইটের অ্যাকসেস নিতে ভিপিএন এর দরকার আছে।কখনো কখনো ট্রিকবিডিতে বিভিন্ন টিপস দেয়া হয়।সেগুলোর জন্য দরকার হয় অন্য দেশের আইপি। দেখা যায় প্রিমিয়াম ভিপিএন ব্যবহার না করার কারনে অনেকের এসব টিপস কাজ করে না।তাদের জন্য আজকের এই পোস্ট।
আজকে আমি দেখাব কিভাবে আপনারা limited সময়ের জন্য Avast Secureline Vpn প্রিমিয়াম করে নিবেন।প্রথমত এটির প্রিমিয়াম ফিচার নিয়ে আলোচনা করা যাক
1.এখানে প্রায় ৩৬টি কান্ট্রির সার্ভার আছে।তাছাড়া us,uk সহ কয়েকটি দেশের জন্য আছে মাল্টি লোকেশন সুবিধা।
2.এটির প্রাইভেসি শিল্ড বেশ স্ট্রং।যার কারনে ডাটা লিকেজ হবার চান্স কম।
3.Avast একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান।যাদের টেকনোলজি কোম্পানি সম্পর্কে ধারনা আছে তাদের জানার কথা।
4.এখানে Split tunneling এর সুবিধা আছে।অর্থাৎ আপনার যদি একইসঙ্গে বাংলাদেশি ip লাগে (bkash,nagad অ্যাপ) আবার অন্য অ্যাপ চালাতে Vpn প্রয়োজন হয়, তাহলে এখানে স্প্লিট সুবিধা আছে। অর্থাৎ আপনি সিলেক্ট করতে পারবেন কোন অ্যাপ ভিপিএন ইউজ করবে আর কোনটি করবে না।
5. এছাড়া লোকাল নেটওয়ার্ক বাইপাস,ভিপিএন মাল্টি প্রটোকল, ওয়াইফাই থ্রেট শিল্ড সহ বেশ কিছু সুবিধা রয়েছে।
এবার আসা যাক এটি কিভাবে সেট আপ করবেন
প্রথমে গুগল প্লে স্টোর avast secureline vpn সার্চ করে অথবা নিচের লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিবেন।
https://play.google.com/store/apps/details?id=com.avast.android.vpn
এরপর উপরের মতো Ui পাবেন। Get Started এর এখানে ক্লিক করে নিবেন।
এখানে see subscription নামে একটি অপশন দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।
মার্ক করা অপশনে ক্লিক করুন।যেহেতু এটি অ্যাক্টিভেশন কোড দ্বারা প্রিমিয়াম করা হবে।
এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন।সেখান থেকে Enter activation code এর এখানে ক্লিক করে নিন।
অ্যাক্টিভেশন কোডের জায়গায় নিচের ৩ টি কোডের যেকোন একটি ক্লিক করে নিন।
94XTGM-WV6Q52-5SUF3J
XNE948-VYYCP2-5SUF4S
2XWKUG-5UX972-5SUFCJ
এরপর এ ৩ টির যেকোন একটি দিয়ে active ক্লিক করলেই ভিপিএনটি প্রিমিয়াম হয়ে যাবে।
দেখুন ভিপিএনটি প্রিমিয়াম হয়ে গেছে। এখন এটি দিয়ে আপনারা ব্লক ওয়েবসাইট,অ্যাপ নিশ্চিতে ব্যবহার করতে পারবেন। যেহেতু প্রিমিয়াম ভার্শন তাই নিশ্চিতভাবেই অন্যান্য যেসব free vpn আছে সেগুলো থেকে ভালো আউটপুট পাবেন
আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন।ধন্যবাদ।
The post যেভাবে Avast Scureline Vpn প্রিমিয়াম করে নিবেন লিমিটেড টাইম এর জন্য appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ