জেনে নিন কিভাবে কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়া উইন্ডোজের ডিস্ক ক্লিনআপ করতে হয়।

Ads Inside Post

জেনে নিন কিভাবে কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়া উইন্ডোজের ডিস্ক ক্লিনআপ করতে হয়।

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকের এই পোস্ট এ আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে উইন্ডোজ কম্পিউটারের ডিস্ক ক্লিনআপ করতে হয়। এটা অনেকেই জানেন, যারা জানে না আমি তাদের জন্য লিখছি।

আমাদের উইন্ডোজে মাঝে মধ্যে আপডেট দেওয়ার প্রয়োজন হয়। আপডেটের পরে অটোমেটিক কিছু ক্যাচ আমাদের লোকাল ডিস্কে জমা হয়ে থেকে যায়। মূলত এই ক্যাচ গুলো ম্যানুয়ালি ডিলিট করা যায় ডিস্ক ক্লিন আপের মাধ্যমে।

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের পোস্টের মূল কাজ।


প্রথমে আপনার কম্পিউটারের সার্চ বারে যান।

 


এখানে লিখুন Disk Cleanup

 


Open করুন

 


এখানে আপনার যে ডিস্কে উইন্ডোজ ইনস্টল করা আছে সে ডিস্ক সিলেক্ট  করবেন
এবং Ok তে ক্লিক করবেন।

 


এরপর এখান থেকে Clean up system files এ ক্লিক করবেন

 


এই যে দেখুন, সব মিলিয়ে আমার ২.৬১ জিবি ক্যাচ ফাইল।
সব গুলো বক্স টিক মার্ক করে Ok তে ক্লিক করুন।

 


এরপরে এমন কনফার্মেশন বক্স আসবে, Delete Files এ ক্লিক করবেন।

 

কাজ শেষ। বেশি ফাইল হলে ডিলিট হতে একটি সময় লাগতে পারে।

আজকের পোস্ট এই পর্যন্তই, পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্ট সহ যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতেঃ
Facebook My Telegram Channel

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ।
আল্লাহ হাফেজ

The post জেনে নিন কিভাবে কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়া উইন্ডোজের ডিস্ক ক্লিনআপ করতে হয়। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/windows-pc/1734805


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ