গ্রাফিক্স আর্ট বা হাতে আকা আর্ট করে জিতে নিন ৩০ হাজার টাকার পুরষ্কার

Ads Inside Post

গ্রাফিক্স আর্ট বা হাতে আকা আর্ট করে জিতে নিন ৩০ হাজার টাকার পুরষ্কার

আমরা সবাই ছোট বেলা কোনো না কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছি।
আমাদের অনেকে ফাস্ট হয়েছে আমার কেউ আমার মত ফাস্ট হয়েছে লাস্ট দিক থেকে।
তবে বর্তমানে সব কিছুই ডিজিটালাইজেশন এর কারনে অনলাইনে আর্ট প্রতিযোগিতা চালু হচ্ছে।
এমনু একটি ভালো আর্ট প্রতিযোগিতার সন্ধান আপনাদের দিচ্ছি।

যাফা গ্রাফিক্সের কাজ জানেন বা হাতে আকা আকি করতে পারেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ।
একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এই আর্ট কনটেস্ট চালু করেছে। এখানে আপনারা আপনার হাতে আকা ছবি অথবা কম্পিউটারে আকা ছবি বা ডিজিটাল আর্ট দিয়ে অংশ নিতে পারবেন।

ডিজিটাল আর্ট প্রতিযোগিতা ২০২৪

দেশের নানা স্তরের মানুষের ঐক্য, উদ্দীপনা এবং সম্প্রীতির দৃপ্ত প্রতিচ্ছবি আর্ট ফর্মের মাধ্যমে সবার সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করাই আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

বিষয়বস্তু:
• জুলাই বিপ্লব
• মেধা শহীদ
• সম্ভাবনাময় বাংলাদেশ
• বাংলার ইতিহাস সংরক্ষণ

💻 অংশগ্রহণ প্রক্রিয়া:
১. আপনার আর্টওয়ার্ক(ডিজিটাল/ হাতে আঁকা) তৈরি করুন
২. গুগল ফর্ম পূরণ করুন: https://forms.gle/eoXJFbiacjzeWSPAA

🏆 মূল্যায়ন পদ্ধতি:
• প্রাথমিক বাছাই: বিচারক প্যানেল মূল্যায়ন
• চূড়ান্ত মূল্যায়ন:
– ৩০% রিয়েক্ট ভিত্তিক
– ৭০% বিচারক প্যানেলের মূল্যায়ন
⏰ ছবি জমা দেওয়ার সর্বশেষ সময় :
★ ৫ই নভেম্বর ২০২৪
⏰ চূড়ান্ত বিজয়ী ঘোষণা :
★ ১৪ই নভেম্বর ২০২৪

🎁 বিজয়ীদের পুরষ্কার সমূহ :
• ৩০ হাজার টাকা নগদ অর্থ পুরষ্কার অথবা সমমূল্যের উপহার সামগ্রী

আপনার সৃজনশীলতা দিয়ে আলোকিত করুন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ইতিহাস। অংশ নিন “স্বাধীনতার ক্যানভাস” প্রতিযোগিতায় এবং হয়ে উঠুন পরিবর্তনের অংশীদার!

🌐 আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, তাদের ফেসবুক পেইজ যেখানে সব বিস্তারিত পাবেন : Comilla University IT Society – CoUITS

The post গ্রাফিক্স আর্ট বা হাতে আকা আর্ট করে জিতে নিন ৩০ হাজার টাকার পুরষ্কার appeared first on Trickbd.com.



source https://trickbd.com/education/2511162


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ