ট্রিকবিডি কমিউনিটি, কেমন আছেন সবাই?
আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই ফিরে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউবকে আরও আধুনিক এবং সুবিধাজনক করে তুলতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।
প্রতিদিনই আমরা বিভিন্ন কাজে ইউটিউব ব্যবহার করি। একটা সময় ছিল যখন ডাটা খরচের কারণে ইউটিউব অনেকের কাছে অনাকাঙ্খিত ছিল। কিন্তু এখন সবার হাতে হাতে ইউটিউব। তবে ইউটিউবের একটা বড় সমস্যা হচ্ছে এর আপডেটের অভাব। ইউটিউব Premium এর কিছু বিশেষ সুবিধা থাকলেও সেটি পেইড হওয়ায় অনেকেরই পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না। তাই আজ আমি আপনাদের জন্য কিছু ফ্রি টুল নিয়ে এসেছি যা ইউটিউবে অতিরিক্ত ফিচার যোগ করতে সহায়ক হবে।
SuperYouTube কি?
SuperYouTube, এমন একটি এক্সটেনশন যার মাধ্যমে ইউটিউবকে করে নিতে পারবেন আরও কার্যকর এবং সহজ। যেমন, Comment দেখতে পেইজ ক্রোল করতে হবে না, ভিডিওর পাশেই পাবেন Comment বক্স। ভিডিওর ইনফোও পেয়ে যাবেন একই জায়গায়। এই এক্সটেনশনটির দারুণ ফিচারটি হচ্ছে, আপনি ইউটিউব ভিডিওর সাউন্ড বাড়াতে কমাতে পারবেন Mouse Wheel দিয়ে।
আপনাকে আরও সহজে কিভাবে ইউটিউব ব্রাউজ এবং দেখা যায় সেটি নিশ্চিত করবে SuperYouTube। আপনাকে ইউটিউব ভিডিওতে দেবে ব্যতিক্রমী এক ইন্টারফেস।
SuperYouTube
ক্রোম এক্সটেনশন লিংক @ SuperYouTube
কিভাবে ব্যবহার করবেন:
দারুণ এই গুগল ক্রোমের SuperYouTube এক্সটেনশনটি ব্যবহার খুবই সহজ, চলুন ধাপ গুলো দেখে নেয়া যাক।
ধাপ ১
প্রথম ক্রোমের এক্সটেনশন স্টোর থেকে SuperYouTube এর পেইজে যান। এবং Add to chrome এ ক্লিক করে আপনার ব্রাউজারে এড করে নিন।
আপনার ক্রোমের এক্সটেনশন বারে নিচের মত একটি আইকন দেখতে পারবেন।
ধাপ ২
এবার ইউটিউবে ঢুকুন। ভিডিওর ঠিক পাশেই তিনটি বক্স দেখতে পাবেন। comment এ ক্লিক করলে ভিডিও চলা কালীনই কে কি কমেন্ট করছে দেখতে পারবেন এবং নিজেও কমেন্ট করতে পারবেন।
ধাপ ৩
info ট্যাব এ ক্লিক করে এখান থেকেই দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও ইনফরমেশন।
ধাপ ৪
video তে ক্লিক করে ভিডিও রিকোমেন্ডেশন গুলো দেখতে পারবেন।
ধাপ ৫
SuperYouTube এর সবচেয়ে চমৎকার ফিচারটি হচ্ছে ভলিউম কন্ট্রোল। মাউসের হুইলে ঘুড়িয়েই বাড়াতে বা কমাতে পারবেন সাউন্ড।
ধাপ ৬
আর এই SuperYouTube এর সমস্ত ফিচার কন্ট্রোল করতে পারবেন এখান থেকে।
SuperYouTube এর সুবিধা
- ভিডিও দেখার সময় কমেন্ট করতে পারবেন সরাসরি ভিডিওর পাশেই।
- ভিডিওর ইনফো স্ক্রল না করেই পাশেই দেখতে পারবেন।
- মাউস হুইলের মাধ্যমে সহজেই সাউন্ড কন্ট্রোল করতে পারবেন।
লাস্ট কথা
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না।
পরবর্তী টিউন পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সচেতন থাকুন। আল্লাহ হাফেজ!
The post ইউটিউব ব্যবহার করুন আরো সহজ ভাবে! পেইজ ক্রোল করা ছাড়াই কমেন্ট পড়ুন এই Extension এর মাধ্যমে appeared first on Trickbd.com.
source https://trickbd.com/tools/2575559
0 মন্তব্যসমূহ