মেসেঞ্জারে Chart বা People আসছে না ৷ মেসেঞ্জারে People অপশন নিয়ে আসুন

Ads Inside Post

মেসেঞ্জারে Chart বা People আসছে না ৷ মেসেঞ্জারে People অপশন নিয়ে আসুন

হ্যালও গাইস। আশা করি সবাই ভালোই আছেন। সচরাচর ব্যাস্ত জিবনে খুব একটা লিখালিখি হয় না। আর এখন এই ভিড়িও জেনারেশন এ এসে অনেকেই তো ব্লগ পড়া তো ভুলেই গিয়েছে। গুগোল সার্চ এর বৌদলতে যদি কেউ ভুল করে সাইটে আসেই তবেই দুই একটা ভিজিটর পাওয়া যায় সাইটে না হলে সবাই এখন ভিডিও প্রেমি মানুষ হয়ে গিয়েছে। আসলেই এই জেনারেশন টাকে আমি টিকটক জেনারেশন নাম দিতে চাই। আপনারা কি বলেন ?

কাজের কাথায় আসি।
ম্যাসেঞ্জার এপস এর সবচেয়ে সুবিধার ফিচার হলো পিপোল এর অপসন টা। যাতে করে সহজেই আমারা আমাদের ফেসবুকের একটিভ ফ্রন্ড লিস্টগুলোকে দেখতে পারি। হোয়াটএপস এ কিন্তু এই ফিচার টা নাই। এতদিন ম্যাসেঞ্জারে ছিল । এখন ম্যাসেঞ্জারেও হয়াটএপস এর মতো গায়েব হয়ে গিয়েছে। চিন্তা নাই গায়েব গয়ে গিয়েছে তো কি হয়েছে ট্রিকবিডি সিআইটি টিম আছে না। আমরা এই হারিয়া বা কিটনেপ হয়ে যাওয়া ম্যাসেঞ্জারের পিপোল অপসন টা নিয়ে আসবো।
নিচের দেয়া স্টেপ গুলো ফ্লো করুন।

প্রথমে গুগল থেকে ফেসবুক এর পুরাতন ভার্সন ৪৫০.০.০.৪৩.১০৯ এটা নামিয়ে নেন ৷

দেখুন আমার পিপল অপশন্স আসছে ,,,,

বেশি কম্মেন্ট পেলে মিটা এআই অপসন্স কীভাবে মেসেন্জারে আনে তা নিয়ে পষ্ট দিব ৷

সৈজন্য:
Durdanto.com!

The post মেসেঞ্জারে Chart বা People আসছে না ৷ মেসেঞ্জারে People অপশন নিয়ে আসুন appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tricks/2752525


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ