H
ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..
এই পোস্ট এ আমি কথা বলবো WordPress এর Wp Mail SMTP প্লানিং নিয়ে। যারা New Developer থাকে তারা হয়তো বুঝবে না এসব তাই তাদের জন্যই এই পোস্ট।
এই পোস্ট এর টপিক হলোঃ
আপনি WordPress সাইট গুলো তে যদি Login করতে যান ধরুন পাসওয়ার্ড ভুলে গেছেন এবং Forget Password দিতে চান কিন্তু Mail সেন্ট হচ্ছে না। যদি আপনি WP Mail SMTP প্লানিং ব্যবহার করেন তাহলে মেইল যাবে এবং Users রা Password Reset করতে পারবে।
আরো মেইল আসবেঃ
- Post Published: আপনার সাইট এ কোনো পোস্ট Published হলে আপনার মকাছে মেইল আসবে।
WP Mail SMTP প্লানিং কিঃ
WP Mail SMTP Plugin হলো একটি জনপ্রিয় প্লাগইন যা WordPress সাইটে ইমেইল প্রেরণের সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করে। এটি মূলত SMTP (Simple Mail Transfer Protocol) ব্যবহার করে ইমেইল পাঠানোর প্রক্রিয়াটিকে উন্নত এবং নির্ভরযোগ্য করে তোলে। সাধারনত, WordPress সাইটের ডিফল্ট মেইল সার্ভার অনেক সময় ইমেইল পাঠাতে সমস্যায় পড়ে থাকে বা স্প্যাম ফোল্ডারে চলে যায়। WP Mail SMTP প্লাগইন এর মাধ্যমে আপনি আপনার ইমেইল সেটিংস কনফিগার করতে পারেন, যেমন:
- SMTP সার্ভিস প্রোভাইডার নির্বাচন: Gmail, SendGrid, Mailgun, Amazon SES, এবং অন্যান্য জনপ্রিয় ইমেইল সার্ভিস প্রোভাইডার ব্যবহার করতে পারবেন।
- ইমেইল পাঠানোর নির্ভরযোগ্যতা বৃদ্ধি: SMTP প্রটোকল ব্যবহার করলে ইমেইল পাঠানো আরো নির্ভরযোগ্য এবং স্প্যাম ফিল্টার ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে।
- ইমেইল লোগিং: ইমেইল পাঠানোর ইতিহাস বা লোগ রাখতে পারবেন, যা সাহায্য করে যদি কোন ইমেইল পাঠানো না হয় তবে তা ট্র্যাক করতে।
এটি সাধারণত সাইটের কনট্যাক্ট ফর্ম বা নিউজলেটার ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
কিভাবে Plugin টি active করবেন?
Plugin Add করতে সবাই জানে তাই দেখালাম না। এমনি করেই পোস্ট অনেক বড় হবে।
- "Dashboard" এ যান।
- "Plugin" থেকে "Add new Plugin" এ যান।
- এখন নিচের মতো করুন।
কিভাবে Plugin টি সেট করবেন?
Active করার পর এমন আসবে এখানে ক্লিক করুন।
এখন নিচে এসে Gmail সিলেক্ট করুন।
এখন দুটি কোড এর প্রয়োজন পড়বে। প্রথমে নিচের দেওয়া url টি কপি করুন।
Google Cloud Console এ যান। তারপর এখানে ক্লিক করুন।
এখন যেমন যেমন করবো তেমন করুন। চাইলে নাম গুলো বদলাতে পারেন।
Your Email address
"Web application" সিলেক্ট করুন।
এখন এখানে ওই কপি করা url টি দিন।
এখন এই কোড দুটি কপি করুন।
এখন আবার এখানে এসে কোড দুটি বসিয়ে, এখান থেকে আপনার Google account কানেক্ট করুন। (Safty বলে একটি পেজ আসবে সেখানে Advance এ ক্লিক করে Process unsafe এ ক্লিক করে নিয়েন।)
হয়ে গেছে,
এখন থেকে Password Reset Link, তারপর Notification এসব এর Mail চালু হয়ে যাবে।
S
o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.
The post WordPress এ Email Send ফ্রীতে চালু করুন WP Mail SMTP প্লানিং ব্যবহার করে! 🔥🔥 appeared first on Trickbd.com.
source https://trickbd.com/wordpress/3015215
0 মন্তব্যসমূহ