2025 সালে ইউটিউব এমন কিছু আপডেট আনতে চলেছে, যা বন্ধ করতে পারে হাজারো ইউটিউবারের ইনকাম।

Ads Inside Post

2025 সালে ইউটিউব এমন কিছু আপডেট আনতে চলেছে, যা বন্ধ করতে পারে হাজারো ইউটিউবারের ইনকাম।

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবকই ভালো আছেন। পরিবর্তনশীল এই প্রযুক্তি জগতে আরেকটি প্রযুক্তি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি সেটি হলো: ২০২৫ সালে ইউটিউব এর প্রদত্ত আপডেট, যা বন্ধ করে দিবে হাজারও ইউটিবারের ইনকাম। তো চলুন শুরু করা যাক।

ভিডিও শেয়ারিং এর জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় প্লাটফর্ম হলো ইউটিউব। এরা তাদের সেবাকে আরো উন্নত এবং নিরাপদ করার জন্যই প্রতিবছরই ছোট-বড় কিছু না কিছু আপডেট নিয়ে আসে তাদের প্লাটফর্মে। কিন্তু অন্যবারের তুলনায় এইবার এমন কিছু আপডেট ইউটিউব নিয়ে এসেছে, যা অনেক ইউটিউবারের জন্য একটি বিশাল বড় দুঃসংবাদ হতে চলছে। ২০২৫ সালে ইউটিউব যে আপডেটগুলো আনতে চলছ তার মধ্যে ৩ টি আপডেট গুরুত্বপূর্ণ। একটি আপডেট কন্টেন্ট ক্রিয়েটর এবং তার অনুসারীদের মধ্যে দুরত্ব কমাবে কিন্তু বাকি ২ টি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে তার চ্যানেল বন্ধ করতে বাধ্য করবে।

১. কন্টেন্ট ত্রিয়েটর এবং ইউজারদের মধ্যে পার্সোনারি কানেক্ট করা।


২০২৫ সালে ইউটিউব এমন একটি আপডেট আনছে যেটার মাধ্যমে একজন ক্রিয়েটর তার সাবসক্রাইবারদের সাথে সরাসরি পার্সোনালি যোগাযোগ করতে পারবে। ইউটিউব মনে করে এর মাধ্যমে একজন ক্রিয়েটর তার অনুসারীদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক পাবে। এছাড়াও একজন ক্রিয়েটর তার গ্রাহকের সকল সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং গ্রাহকের চাহিদা সম্পর্কে বুঝতে পারবে। সম্ভবত ইউটিউবের কমিউনিটি ট্যাব ফিচারটি বাতিল করে এই ফিচারটি আনতে চলেছে। আমার মতে ইউটিউবের এই ফিচারটি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই সুবিধাজনক হবে।

২. স্পামিং ক্লিক/ Click Bait


এটার অর্থ হলো আমরা সচারাচরই এমন অনেক ভিডিও দেখতে পাই যেটার থামনেল এবং টাইটেলে যে তথ্য দেওয়া থাকে ভিডিওর ভেতরে গেলে তার নাম-গন্ধ কিছুই খুজে পাওয়া যায়। এই সিস্টেমে অনেক ইউটিউব চ্যানেল অনেক টাকা ইনকাম করছে ঠিকই কিন্তু এতে ব্যবহারকারী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ইউটিউবের এই সিদ্ধান্ত। উদাহরণ সরুপ বলা যায় যে, কয়েকমাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যার টাইটেল এবং থামনেল ছিল যে, “হঠাৎ করে মা★রা গেলেন সাকিব আল হাসান”। কিন্তু আমরা সকলেই জানি যে এটা ভুয়া ভিডিও। এই ভিডিওর টাইটেল এর সাথে ভিডিওর কন্টেন্ট এর কোন মিল নেই। কিন্তু ক্রিয়েটর এর মাধ্যমে শুধু কিছু ফাও ভিউজ পেয়েছে। কিন্তু ইউটিউব এ ধরনের ভিডিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এটার ফলে চ্যানেলেরও অনেক ক্ষতি হবে। তাই ইউটিউবের এই আপডেটটি চালু হওয়ার পূর্বে, আপনিও যদি এই ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে এক্ষুনি সেই ভিডিওর টাইটেল এবং থামনেল পরিবর্তন করে ফেলুন।

৩। লাইভ ট্রেডিং কন্টেন্ট রেস্ট্রিকশন


আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ট্রডিং নিশ নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। ইউটিউবে ট্রেডিং টিউটোরিয়াল দিয়ে থাকেন। কিন্তু ২০২৫ সালে ইউটিউব যে আপডেট আনতে চলেছে সেটার মধ্যে সবচেয়ে বড় একটি আপডেট হলো এটা। আর এই আপডেটটি হলো আপনি শেয়ারবাজার বা ক্রিপ্টোমার্কেটের লাইভ চার্ট দর্শকদের দেখাতে পারবেন না। অর্থাৎ আপনি মার্কেটের লাইভ চার্ট নিয়ে কোন টিউটোরিয়াল বা ভিডিও বানাতে পারবেন না।
আপনি যদি ভিডিও বানাতেই চান তবে আপনাকে কমপক্ষে ২-৩ মাস পুরোনো চার্ট নিয়ে কাজ করতে হবে। এছাড়া আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে। আপনার চ্যানেলে রেস্ট্রিকশন ও আসতে পারে।
ইউটিউব এই আপডেটটি মূলত তাদের নিরাপত্তার স্বার্থে নিয়ে আসছে। আজকাল অনেক ফেক ভিডিও করে আপলোড করছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর। তাই ইউটিউব এই ধরনের ফেক ভিডিও বন্ধ করার জন্যই এই আপডেটটি নিয়ে আসতে চলেছে। কিন্তু যদি ইউটিউব এই আপডেটটি নিয়ে আসে তাহলে অনেক ইউটিউবারকে তাদের চ্যানেল বন্ধ করতে হবে।
তবে এই আপডেটটি ভারতে চালু হওয়ার কথা চলছে। তবে এটা যদি ভারতে চালু হয় তবে বাংলাদেশেও এটা চালু হওয়ার সম্ভাবনা আছে।

আশা করি আজেকের আর্টিকেলটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। কোন ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়েন। ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ।

The post 2025 সালে ইউটিউব এমন কিছু আপডেট আনতে চলেছে, যা বন্ধ করতে পারে হাজারো ইউটিউবারের ইনকাম। appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ