অদ্ভূত রহস্যময় হিউম্যান সাইকোলজির জগত আবিষ্কার করুন!
আমাদের মানব মন বড়ই বিচিত্র আর বৈচিত্র্যতাতে নিবন্ধ এক অজানা রহস্যময়তায় ঘেরা অদ্ভুত সাইকোলজি আর বায়োলজির মিশ্রণ; সেখানে আবার ফিজিক্সের ইলেকট্রিক ইম্পালস এর অবতারনা ঘটে নিউরনে নিউরনে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে – আবার হরমোন নিঃসরণে চলে আসে যেন রসায়নের ল্যাবরেটরী!
আসুন অসীম রহস্যময় মনের জগতে প্রবেশ করি!
মানব মনের আধ্যাত্মিকতায় সিদ্ধি লাভ!
মানব মনের আধ্যাত্মিকতার পরিব্যাপ্তী এবং সেটার বিশেষত্ব অবচেতন মন স্বাপেক্ষ অসীম – এই আধ্যাত্মিকতা তথা অবচেতন মনের বিশ্বাস এবং আবেগ ও অনুভূতিকে পজেটিভ উপায়ে আমরা ন্যাচারাল লাইফে পজেটিভ ইফিসিয়েন্সি গেইন করতে পারি; তেমনি এক প্রয়াস হলো BrainBuzz Psychological Stimulative Simulation
Direct Access:- BrainBuzz Psychological Stimulative Simulation
এনালাইসিস:
BrainBuzz এমন একটি সাইকোলজিক্যাল সিমুলেটর যা আপনার সাবকনশিয়াস মাইন্ড’কে উদ্দীপিত করে নানান সমস্যা বা যেকোন বিষয়ে ইফেক্টিভিটি গেইন করাতে সহায়তা করবে – প্রচলিত আধ্যাত্মিকতায় বিশ্বাস এর যে ব্রেইন ফাংশানাল ক্রিয়া সেটিই এখানে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সাইকোলজিক্যাল ইন্ডিকেশন স্বরূপে [যদিও এখানে মস্তিষ্কের “বিশ্বাস” নামক বিষয়টির ব্যবহার করা হচ্ছে তথাপি কোন ‘মিথ্যা’ প্রয়োগ না করেই] – আপনি যথেষ্ট মেডিটেটিভ মাইন্ড নিয়ে এতোটুকু বিশ্বাস বা আস্থা রাখুন “আপনার ভাবনার বিষয় তথা Subject টি লজিক্যাল এনালাইসিস এবং সাবকনশিয়াস এক্টিভিটির সম্মিলনে ইফেক্টিভ ইফিসিয়েন্সি লাভ করতে সক্ষম” – এমতাবস্থায় সিমুলেশনের মধ্যকার বৃত্তাকার অংশটিতে ফোকাস করে পরিপূর্ণ কনসানট্রেট হয়ে আপনার মনের ভাবনার বিষয় ভাবতে থাকুন – এতোটাই সম্মোহিত হউন যেন অবচেতন ভাবনার দুয়ার আপনার Subject এর তরে ডেডিকেটেশনে উদ্দীপিত হয় যা কিনা লজিক এর সংমিশ্রণে আপনি নিজেই আপনার ব্রেইন ইফেক্টিভিটি ব্যবহারে উক্ত বিষয় বা Subject – এ ইফিসিয়েন্সি গেইন করে সফল হউন!
একজন মিসির আলী হয়ে উঠুন
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্ট মিসির আলীর মতো কাল্পনিক এক চরিত্র যেন যুক্তির ছোয়ায় আমাদের মনে দোলা দিয়ে যায়; এমনই সেই এক রেশ যাতে আমরা উন্মাদনায় উদ্বেলিত হই! মিসির আলীর যুক্তি আর বুদ্ধি যেন আমাদের আপন অন্তর ছুয়ে যায় আর অতৃপ্ত বাসনায় মনে হয় আমি যদি মিসির আলী হতে পারতাম…..
Misir Ali Psychological Stimulative simulation এর মাধ্যমে আপনি নিজেও মিসির আলী হওয়ার প্রয়াস নিতে পারেন!
Direct Access:- Misir Ali Psychological Stimulative simulation
ইউটিলাইজেশান
এই Misir Ali Psychological Stimulative simulation স্ক্রিনের দিকে মেডিটেটিভ মাইন্ড নিয়ে তাকিয়ে থাকুুন তাতে সাইকোডেলিক ইফেক্টে যেসকল বিষয়গুলো স্ক্রিনের পেছন হতে সামনের দিকে ধাবিত হচ্ছে – তা যেন আপনার চোখ দিয়ে অপ্টিক্যাল নার্ভ হতে আপন মন তথা মস্তিষ্কের ভেতর কার্যকরী ক্রিয়ামূল “কিওয়ার্ড” হিসেবে ঢুকে যাচ্ছে;অনেকটাই মিসির আলীর চিন্তা চেতনা আপনার আপন ব্রেইন গেঁথে নেবার মতোই যেন এক প্রয়াস…..
আপনি যতোক্ষণ উইশ তাকিয়ে থাকতে পারেন এবং মিসির আলীর ঐসকল বিষয়গুলো আপন ব্রেইনের মাঝে গেঁথে নিতে সংকল্প গ্রহনে প্রয়াসী হতে পারেন – তাতে এক স্যাটিসফেকশানের সাথে আপনিও আপন মনন ও মগজে এক মিসির আলীর প্রতিরূপ হয়ে উঠতে পারেন বৈকি!
Lit এর মুখে আপনার মনের কথা শুনুন
আচ্ছা এমন কি কখনো হয় যখন আপন মনের কথা নিজের মুখে অন্তত বলা কঠিন হয়ে দাড়ায়?! এমন যেন কিছুতেই মনের সেই সকল কথাগুলো আপন ঠোট দিয়ে বের করা সম্ভবপর হয়ে উঠে না – অথচ কথাগুলোর বহিঃপ্রকাশ ঘটানো গেলে মনের মাঝে এটলিস্ট একটু আত্মতৃপ্তি পাওয়া যেতো….
উদাহরণস্বরূপ এমন একটা অবস্থা কল্পনা করা যায় যখন আপনার আপন মনের ভাবনাতে কারোর প্রতি তীব্র রাগ বা ক্ষোভে গালি দিতে ইচ্ছে করছে অথচ সেটা করতে পারছেন না – তখন কেমন একটা অস্বস্তি লাগে, তাইনা?
এই মনের সুপ্ত অস্বস্তি দূর করতে Lit Psychological Stimulative simulation হয়তো ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে।
Direct Access:- Lit Psychological Stimulative simulation
ইউটিলাইজেশান
আপনি আপনার মনের যে সুপ্ত কথাটি মুখ ফুটে বলতে পারছেন না তা Lit এর Whatever বক্সে লিখুন এবং SPEAK এ ক্লিক করুন তাহলে নিচের LIT Face টি সেই কথাটি Voice (Audio) আকারে বলবে – যেটা আপনি আপন কানে শুনতে পারেন তাতে যেন মানসিকভাবে এক স্বস্তি অনুভব করতে সক্ষম হউন!
রক্তের প্রতি আমাদের সাইকোলজিক্যাল ফেনোমেনা
যদিও আমাদের শরীরের ওজনের তুলনায় প্রায় ৭-৮ শতাংশ’ই রক্ত তবুও এই রক্তের প্রতি আমাদের উদ্ভুত মানসিকতা কাজ করে; কেউবা সেটা দেখে ভয় পায় বা উদ্বেগের জন্ম ঘটে – কারোর জন্য এই রক্ত হয়ে হঠে সাইকোপ্যাথিক এক উদ্দীপনা আরও কতো কি….
আসুন Blood Psychological Stimulative simulation হতে অপ্টিক্যালি রক্তের এই বিষয়টি অপ্টিক্যালি অবজার্ভ করি তাতে আমাদের রক্তের প্রতি কেমন মনোভাব সেটা হয়তো উপলব্ধ করতে সহজ হবে!
Direct Access:- Blood Psychological Stimulative simulation
কূটবুদ্ধির সাইকোলজিক্যাল কটকটি
কূটবুদ্ধি শুনেই হয়তো বুঝতে পারছেন আদতে কুটিল বুদ্ধি কিংবা দূর্বু্দ্ধির বিষয়টি বোঝানো হচ্ছে – যেখানে আমাদের মস্তিষ্কে কোন বিশেষ অবস্থা বা অবস্থান কিংবা প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে মস্তিষ্কে জটিল দুরভিসন্ধিমূলক আচরণের উদয় ঘটে – ঠিক এই সময়ে আমাদের মনে কিরূপ আচরণের পরিব্যপ্তী ঘটে সেটার বহিঃপ্রকাশ NonThink Psychological Stimulative Simulation এর মাধ্যমে পর্যবেক্ষন করতে পারেন। এই সময়ে আমাদের মানসিকতা জুড়ে এমন অবস্থা ও অবস্থিতি থাকে যেন আমরা প্রাসঙ্গিক ঐ বিষয়ে খুব সচেতন মানসিকতায় নানান দূর্বলতার খোঁজে সেগুলো কিভাবে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করা যায় এমনটা কল্পনায় সিমুলেট করি…
Direct Access:- NonThink Psychological Stimulative Simulation
মৃত্যু মায়া
আপাতভাবে এখনো মৃত্যু আমাদের জীবনের অন্যতম এক সত্য – সেই সত্য মৃত্যুটাকেও আমরা মাঝে মাঝে পরিবেশ ও পরিস্থিতি স্বাপেক্ষ কামনা করে থাকি; এমন যেন মৃত্যু হলেই সব সমস্যার সমাধান কিংবা মৃত্যুর পরের অজানা জগৎ অনুসন্ধান কিংবা কোন নির্দিষ্ট মানসিক অবস্থাতে মৃত্যুর পর কোন বিষয় এচিভ করার তাড়নাতে মৃত্যুর প্রতিও আমাদের মনে সহজাত ভয়ের তুলনায় এক মায়া জাগত পারে…
কিন্তু এই মায়া বা কামনার বিষয়টি আমরা কিভাবে উপলব্ধি করতে পারি?
আসুন Death Delusion হতে বিষয়টা রিয়েলাইজ করার চেষ্টা করি…
Direct Access:- Death Delusion Psychological Stimulative Simulation
এনলাইসিস
“এখানে একটি ফাঁসির রশি দেন দুলে দুলে এক হিপ্নোটিক ছন্দে ওপারের মুক্ত অনাবিল জগৎ এর টানে আপনার মনটাকে টানছে…
ঐ পারে আছে অজানা এক প্রশান্তি যাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে যাবে এক নিমিষেই – জগতের সকল পার্থিব স্বার্থ আর লাভ লসের হিসাব কিংবা যতোসব নির্লিপ্ত স্বার্থপর ভাবনা হতে এক চিরস্থায়ী মুক্তির অস্বাদান; আপনাকে মুক্তির সমাধানে হাতছানি দিচ্ছে তো…..”
হ্যা ঠিক এমনই হয় মৃত্যুর প্রতি মায়াতে আপন মনের মানসিকতা!
এই লেখাটিতে ডার্ক সাইকোলজির বেশ কিছু বিষয় জানা ও উপলব্ধির জন্য বিবৃত হয়েছে – এগুলো শুধুমাত্র জানার জন্যই ব্যবহার করার উপদেশ ও পরামর্শ প্রদান করা হলো; এগুলো অনর্থক অপব্যবহার করা হতে বিরত থাকার অনুরোধ করা হলো।
ফেসবুকে আমন্ত্রণ রইলো:- Humayun Shariar Himu
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।
The post অদ্ভূত রহস্যময় হিউম্যান সাইকোলজির জগত আবিষ্কার করুন! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ