পিসির জন্য নিয়ে নিন Driver Booster 12 Pro একদম ফ্রি তে! [With Genuine License Key 2025]

Ads Inside Post

পিসির জন্য নিয়ে নিন Driver Booster 12 Pro একদম ফ্রি তে! [With Genuine License Key 2025]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

কয়েকদিন আগে আমি Advanced SystemCare Pro 12 এর প্রিমিয়াম ভার্শন নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে আপনাদের অনেক আভ্লো রেসপন্স পেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি আপনাদের জন্য পিসিতে ব্যবহারযোগ্য একটি ড্রাইভার আপডেট করার সফটওয়্যার এর লেটেস্ট ভার্শন এর প্রিমিয়াম নিয়ে, তাও ফ্রি তে।

পিসির ড্রাইভার আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা আপনার পিসির পারফরম্যান্স বজায় রাখে, পিসি কে ক্র্যাশ করা থেকে বাঁচায় ও পিসির হার্ডওয়্যারের কার্যক্ষমতা নিশ্চিত করে। IObit Driver Booster 12 হলো এমন একটি নির্ভরযোগ্য সফটওয়্যার যা অটোমেটিক্যাল্লি ওল্ড ড্রাইভার আপডেট করে থাকে। এই পোস্টে এর ফিচার গুলো, আগের ভার্শনের তুলনায় এর ব্যবহার উপযোগিতা নিয়ে আপনাদের জানাবো। সাথে এর কিছু জেনুইন লাইসেন্স Key দিবো। এর মাধ্যমে আপনি আপনার সফটওয়্যার কে প্রিমিয়াম বানাতে পারবেন, তাও কোনো ধরণের ক্র্যাক ইউজ ছাড়াই।

তো চলুন শুরু করা যাক।

একনজরে এর ফিচারগুলো জেনে নিন

এই সফটওয়্যার এর উল্লেখযোগ্য কিছু ফিচার আছে, যার কারণে এই সফটওয়ার টি জনপ্রিয়। চলুন দেখে নেয়া যাক।

  • ওয়ান-ক্লিক ড্রাইভার আপডেট: মাত্র একটা ক্লিকেই আপনার পিসির সব ওল্ড ড্রাইভার আপডেট করে ফেলতে সক্ষম।
  • অটোমেটিক স্ক্যান & আপডেট: একটা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ভাবে ড্রাইভার স্ক্যান এবং আপডেট করে।
  • বড় ড্রাইভার ডাটাবেজ : লক্ষাধিক ডিভাইস ড্রাইভার সাপোর্ট করে এই সফটওয়্যার টি। যেমন গ্রাফিক্স ড্রাইভার, সাউন্ড ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভার প্রভৃতি। এটি আপনার পিসির জন্য সুইট্যাবল ড্রাইভার অতি সহজেই খুঁজে দিতে সক্ষম।
  • ব্যাকআপ & রিস্টোর: ড্রাইভার আপডেট করার আগে ব্যাকআপ রাখা যায়, যাতে করে নতুন আপডেটেড ড্রাউভারে কোনো সমস্যা হলে ড্রাইভার টির আগের ভার্শনে ফিরে যাওয়া যায়।
  • অফলাইন ড্রাইভার আপডেট: ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনেও ড্রাইভার আপডেট করার সুবিধা রয়েছে এতে।
  • গেম অপ্টিমাইজেশন: গেমিং পারফরম্যান্স বাড়ানোর জন্য স্পেশাল ড্রাইভার আপডেট করার ক্ষমতা রয়েছে।
  • সাইলেন্ট মোডে আপডেটঃ ব্যাকগ্রাউন্ডে চুপচাপ ড্রাইভার আপডেট করতে পারে, যাতে অন্যান্য কাজের সময় কোনো বিঘ্ন না ঘটে।

  • সিডিউলড স্ক্যান ও আপডেটঃ ইউজার নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখতে পারেন, যখন সফটওয়্যার অটোমেটিকাল্লি ড্রাইভার স্ক্যান ও আপডেট করবে।

IObit Driver Booster 12-এ নতুন কি কি পাবেন?

আগের ভার্শন গুলোর ফিচার তো আছেই, যাথে এক্সট্রা কিছু ফিচার এড করা হয়েছে ভার্শন-১২ তে। চলুন জেনে নেয়া যাক।

  • ড্রাইভার ডাটাবেস আরো বাড়ানো হয়েছে: এখন ৬.৫ মিলিয়নের বেশি ড্রাইভার সাপোর্ট করে নতুন ভার্শন।
  • AI পাওয়ার্ড স্ক্যানিং: ডিজিটাল AI-ভিত্তিক স্ক্যানিং প্রযুক্তি দ্রুত ও নির্ভুলভাবে পুরনো ড্রাইভার ডিটেক্ট করে।
  • Windows 11 এর জন্য আরো অপটিমাইজড ভার্শন : Windows 11-এর জন্য সফটওয়্যার টি সম্পূর্ণ অপ্টিমাইজ করা হয়েছে।
  • ফাস্ট ডাউনলোড & ইনস্টলেশন: আগের তুলনায় ২০% ফাস্ট ডাউনলোড ও ইনস্টলেশন সম্ভব।
  • আরো স্ট্যাবল আপডেট: নতুন ড্রাইভার ইনস্টলেশন এখন আরো স্ট্যাবল, যার ফলে ড্রাইভার ফেইলার এর সম্ভাবনা কম।
  • উন্নত ইউজার ইন্টারফেস: আরো আপডেটেদ ও সহজ নেভিগেশন ফিচার নতুন ডিজাইনে যুক্ত করা হয়েছে।

এবার ডাউনলোড করার পালা।

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এখানে ক্লিক করুন।

ইনস্টল করার পর এতে প্রবেশ করুন।

এবার উপরে দেখানো ওই চাবির লোগোতে ক্লিক করুন।

এবার নিচের যেকোনো একটা সিরিয়াল কি কপি করে পেস্ট করুন।

 

Key 1: C0D1B-71D18-325D3-21A4B
End: Apr 16, 2026
Key 2: CDC74-21869-D4413-EE14B
End: Nov 08, 2025
Key 3: DCB17-EC8FA-42807-D4ABB
End: May 20, 2025
Key 4: 6815A-C63D1-AFE94-4084B
End: May 20, 2025
Key 5: A46FC-5DA45-2B578-5BB4B
End: Apr 09, 2025

এবার Active এ ক্লিক করুন।

দেখুন সফটওয়্যার টি প্রিমিয়াম হয়ে গেছে।

যদি কোনো সিরিয়াল কি কাজ না করে তাহলে অন্য কি ট্রাই করে দেখুন। আশা করি বুঝতে পেরেছেন।

 

আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ

কিভাবে ভিডিও এডিটিং শিখে একটি সফল ক্যারিয়ার তৈরি করবেন [Updated 2025]

নিয়ে নিন জনপ্রিয় অ্যানিমে Attack On Titan অরিজিনাল হিন্দি ডাবিং সহ! (সিজন ১)

পিসিতে কিভাবে ব্যবহার করবেন Youtube Vanced

 

তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

The post পিসির জন্য নিয়ে নিন Driver Booster 12 Pro একদম ফ্রি তে! [With Genuine License Key 2025] appeared first on Trickbd.com.



source https://trickbd.com/windows-pc/3016730


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ