চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আসর শুরু হতে যাচ্ছে আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে
সর্বমোট য়াটটি দল অংশগ্রহণ করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এবারের আসরে সর্ব মোট সাতটি দল অংশগ্রহণ করবে এই আসরে।
How to watch ICC Champions Trophy
কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেখবেন? প্রতি বছরই এই প্রশ্ন সবার মাথায় আসে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেখার কিছু মাধ্যম আজ আপনাদের সাথে সেয়ার করছি। এগুলো ছাড়াও বহু অ্যাপ/ওয়েবসাইট আছে যা দিয়ে আপনারা পেইড / ফ্রিতে খেলা দেখতে পারবেন।
মূলত পেইড মাধ্যম গুলো হচ্ছে অফিশিয়াল এবং ফ্রি মাধ্যমগুলো আন অফিশিয়াল।
টফি/Toffee Live
Toffee ওয়েবসাইট বা অ্যাপ এর মাধ্যমে আপনারা অফিসিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ভোগ করতে পারবেন। তবে এটা আপনাদেরকে toffee এর একটি সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। Toffee মাধ্যমে সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে এবং আপনার নেটওয়ার্কের স্পিড অনুযায়ী বিভিন্ন রকমের কোয়ালিটিতে খেলা দেখতে পারবেন।
টি স্পোর্টসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেকোনো ডিভাইস থেকে উপভোগ করতে পারবেন তবে তাদের প্রিমিয়াম প্যাকেজ কিন্তে হবে।
t sports প্রিমিয়াম নেয়ার অফিশিয়াল ওয়েবসাইট লিংক https://toffeelive.com/en
BDIX TV Techpriyo
আপনি অ্যান্ড্রয়েড ইউজার না হয়ে থাকলে ওয়েবসাইটের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 উপভোগ করতে চাইলে BDIX TV খুবই ভালো মাধ্যম বলে আমি মনে করি। এই ওয়েব সাইটে বিভিন্ন রেজুলেশনের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। কোনোরকম বিরক্তিকর পপ আপ বিজ্ঞাপনের ঝামেলাও নেই।
তাদের অফিশিয়াল ওয়েবসাইট https://bdixtv247.techpriyo.com
Cricfy TV
এবার আসি কিভাবে ফ্রিতে আপনারা আপনাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েডে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দেখতে পারবেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রিকফাই(Cricfy TV) অ্যাপ সবচেয়ে ভালো পার্সেন্ট দেয় বলে আমি মনে করি। সম্পূর্ণ ফ্রিতে আপনার আপনাদের মোবাইল ফোনে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ভাষার কমেন্ট্রিতে বিপিএল খেলা উপভোগ করতে পারবেন।
তাদের অ্যাপের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে Cricfytv.live যা তাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। গুগলে সার্চ করে অন্য যেসন সাইট পাবেন সেগুলো অফিশিয়াল সাইট না।
আশাকরি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
The post ICC Champion Trophy 2025 দেখা যাবে যেসকল অ্যাপ/ওয়েব সাইটে [Paid+Free] appeared first on Trickbd.com.
source https://trickbd.com/technology-updates/3020085
0 মন্তব্যসমূহ