মেসেজিং এর ওপর একটি বড় আপডেট আনতে চলেছে instagram.

Ads Inside Post

মেসেজিং এর ওপর একটি বড় আপডেট আনতে চলেছে instagram.

বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর নাম হলো ইনস্টাগ্রাম।  বর্তমানে যতগুলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তার মধ্যে instagram অন্যতম।  সবার উপরে রয়েছে ফেসবুক এবং তারপরেই জায়গা করে নিয়েছে instagram।  instagram ও মেটা  এর অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান।  সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্লাটফর্মটি দর্শকদের নানারকম সুবিধা দেয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে।  তারই ধারাবাহিকতাই দর্শকদের অভিজ্ঞতাকে আরো বৃদ্ধি করার জন্য আরেকটি বড় আপডেট নিয়ে আসতে চলেছে instagram।  আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে অনেক উপকার পাবেন।  কারণ এই প্ল্যাটফর্মে নিয়মিত নতুন নতুন ফিচার আসছে।  ইনস্টাগ্রাম এর এই ফিচারগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের সুবিধা দিয়ে থাকে তাই নয় বরং মানুষের স্মৃতিশীলতাকে আরো উন্নত করতে সাহায্য করে। 

 এর ধারাবাহিকতাই ব্যবহারকারীদের আরো একটু উন্নত সেবা প্রদানের জন্য আরো কিছু নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে প্লাটফর্মটি।  এবারের এই নতুন ফিচারটি হলো ডিএম বা ডাইরেক্ট মেসেজের ওপর।  এই মেসেজিং এর ওপর একাধিক পরিবর্তন আনতে চলেছে instagram।  যা ব্যবহারকারীর চ্যাটিং এক্সপেরিয়েন্স আরো উন্নত এবং আকর্ষণীয় করে তুলবে।  তাহলে চলুন জেনে আসা যাক কি কি নতুন আপডেট আনতে চলেছে instagram। 

১. মেসেজ ট্রান্সলেশন

 আমাদের মধ্যে অনেকেই দেশের বাইরে মানুষদের সাথে কথা বলে থাকি কিংবা কথা বলার প্রয়োজন হয়ে থাকে।  কিন্তু আমরা মাঝে মাঝে এমন মানুষের সাথে কথা বলে থাকি যারা আমাদের কথা বুঝতে পারে না কিংবা আমরা তাদের কথা বুঝতে পারি না।  আবার দুজনের কেউ একজন হয়তো ইংরেজিও জানেনা যার ফলে কথা বলার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।  এই অসুবিধাকে দূর করার জন্য ইনস্টাগ্রাম একটি নতুন ফিচার আনছে।  যেটা আপনার মেসেজকে আপনার ভাষায় ট্রান্সলেট করে দিবে।  এই ফিচারটির মাধ্যমে আপনি যেকোনো ভাষায় আপনার মেসেজকে ট্রান্সলেট করতে পারবেন। 

 এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে,  আপনি যে মেসেজটি কে ট্রান্সলেট করতে চান সেটির উপর ট্যাপ করে ধরে রাখুন তারপরে আপনি মেসেজ ট্রান্সলেট করার একটি অপশন খুঁজে পাবেন।  সেটিতে ক্লিক করার পরে আপনি আপনার ভাষায় মেসেজটিকে দেখতে পাবেন। 

 

২. সিডিউল মেসেজ

 এই ব্যস্ততার জীবনের মাঝে অনেক সময় আমরা কোন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে ভুলে যায়।  অথবা এমন একটা সময় মেসেজ পাঠানোর প্রয়োজন হতে পারে যে সময় আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে।  তার জন্য হয়তো আপনি মেসেজ পাঠাতে পারবেন না।  কিন্তু ইনস্টাগ্রাম তার মেসেজিং সুবিধা কে আরো বৃদ্ধি করার জন্য আরেকটি নতুন ফিচার নিয়ে এসেছে যেটির মাধ্যমে আপনি কোন মেসেজকে সিডিউল করে আপনার পছন্দমত টাইমে পাঠাতে পারবেন।  এই আপডেট এর মাধ্যমে আপনি আপনার পছন্দমত টাইমে মেসেজ পাঠাতে পারবেন।  সেটা আপনি অনলাইনে থাকলে কিংবা না থাকলে দুটোতেই হবে। 

 

৩.  চ্যাট পিন করা

 আমরা সবাই জানি যে ফেসবুক,  হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তিনটি একটি কোম্পানি মেটা  এর অন্তর্ভুক্ত।  এখন আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো যে whatsapp এ মেসেজ করলে সেই মেসেজকে পিন করে রেখে দেওয়া যায়।  যাতে আপনি বোঝাতে পারেন যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ করা হয়েছে।  কিন্তু ইনস্টাতে এই সুবিধাটি ব্যবহারকারীরা পেত না।  কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামেও এই সুবিধাটি পাবেন ব্যবহারকারীরা। 

৪.  মিউজিক স্টিকার

 এই ফিচারটির মাধ্যমে  আপনি কাউকে কোন স্টিকার  পাঠালে তার সাথে আপনি আপনার পছন্দমত গান যুক্ত করতে পারবেন।  যার ফলে আপনার চারটি আরো আকর্ষণীয় এবং বোধগম্য হয়ে উঠতে সাহায্য করবে। কোন স্টিকার এর সাথে কোন ধরনের মিউজিক যুক্ত করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরই নির্ভরশীল । আবার আপনি যেই স্টিকারের সাথে যে গানটি পাঠাতে চেয়েছেন সে গানটি স্টিকার এর জন্য perfect কিনা সেটি পরীক্ষা করার জন্য আপনি রিভিউ অপশনও পেয়ে যাবেন।  এটা বলতে গেলে একটি নতুন এক্সপেরিয়েন্স ব্যবহারকারীদের জন্য। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিং বা চ্যাটিং সুবিধা আরও রিয়েলিস্টিক হয়ে উঠবে। 

 

৫. কিউ আর কোড ইনভিটেশন

 

 আপনি যদি আপনার কোন বন্ধুকে instagram গ্রুপে এড করতে চান তাহলে আপনি সাধারণত তাকে লিংক পাঠিয়ে এড করতে পারেন। কিন্তু ইনস্টাগ্রামের এই আপডেটের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে কিউআর কোডের মাধ্যমে গ্রুপে যুক্ত করতে পারবেন।  instagram এর এই কিউআর কোড ফিচারটিভ গ্রুপ চ্যাট এর জন্য মানুষের উপকারে আসবে। 

 এই ফিচারটি উপভোগ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে,  আপনি যে গ্রুপে আপনার বন্ধুকে ইনভাইট করতে চান সেই গ্রুপের উপর ট্যাপ করতে হবে।  অতঃপর ইনভাইট লিংকে ক্লিক করতে হবে।  তারপরে কিউআর কোড নামে একটি অপশন পাবেন সেখানে ট্যাপ করুন।  এরপরই আপনি কিউআর কোড শেয়ার করে আপনার কাঙ্খিত বন্ধুকে ওই গ্রুপে এড করতে পারবেন। 

 

 এছাড়াও গত মাসের দিকে ভিডিও  ক্রিয়েটর দের জন্য  আরেকটি আপডেট  নিয়ে এসেছিল instagram।  সেটি হলোঃ 

#   ইনস্টাগ্রাম  রিলস এর সময়সীমা বৃদ্ধি

 এর আগে ব্যবহারকারীরা instagram এ 90 সেকেন্ডের রিলস শেয়ার করতে পারতো।  এজন্য ব্যবহারকারীরা তাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশের সমস্যা হতো।  কিন্তু সেই আপডেটটির মাধ্যমে instagram  রিলস এর সময়সীমা  ৯০ সেকেন্ড থেকে বৃদ্ধি করে তিন মিনিটে নিয়ে গিয়েছে।  এখন ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে সর্বোচ্চ তিন মিনিটের রিলস ভিডিও শেয়ার করতে পারবেন। 

 

 আজকে এ পর্যন্তই।  আশা করি এই পোস্ট টি আপনার অনেক উপকারে এসেছে।  যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।  ট্রিকবিডের সাথেই থাকুন।  ধন্যবাদ

The post মেসেজিং এর ওপর একটি বড় আপডেট আনতে চলেছে instagram. appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tech-news/3020701


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ