Ryze অ্যাপ থেকে বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন(সবাই পাবেন)

Ads Inside Post

Ryze অ্যাপ থেকে বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন(সবাই পাবেন)

Ryze অ্যাপ থেকে বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিবেন। আর এ অফারটি আপনারা প্রত্যেকে নিতে পারবেন।
অফারটি নেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে তাই পোস্ট এর প্রতিটা কথা ভালোভাবে পড়বেন আর তা না করলে সমস্যাই পড়লে নিজ দায়িত্বে করবেন।
তো যাইহোক অফারটি কিভাবে নিবেন সেই কথায় আসি।
মনে রাখবেন এ অফারটি নেওয়ার ক্ষেত্রে আমরা Banglalink থেকে Ryze App এ সুইচ করবো।
আর এ সুইচ করার কারণে আপনার বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন।
সাথে সাথে সুইচ করার কারণে যদি আপনার বাংলালিংক সিমে ব্যালেন্স,মিনিট এবং এমবি থাকে তা ট্রান্সফার হয়ে Ryze অ্যাপে চলে আসবে।
পোস্টের শেষদিকে আরো গুরুত্বপূর্ণ কথা থাকবে এবার এমবিটা পাওয়ার জন্য সর্বপ্রথম Ryze অ্যাপটি ইনস্টল করেনিন। সরাসরি প্লেস্টোর লিংক

ইনস্টল হয়ে গেলে ওপেন করুন।

Next করুন।

Get Started ক্লিক

Join Ryze ক্লিক

Sign In ক্লিক করুন।

বাংলালিংক নাম্বার দিন এবং I Agree To Ryze ক্লিক করুন।

তারপর সে নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে।

মেসেজে আসা সেই কোডটা লিখে Verify করুন।

Benefits Of Switching To Ryze লেখাগুলা ভালো করে পড়ুন যা আমি ওপরেই লিখে দিয়েছি। তারপর টিক মার্ক করে Conform করুন।

দেখুন Switching হচ্ছে।

এমনকি ১ জিবি ইন্টারনেট পেয়ে গেছেন। Go To Home ক্লিক করুন।

বাংলালিংক সিমে ব্যালেন্স থাকলে তা এখানে দেখতে পাবেন।

একইভাবে এমবি,মিনিট ও ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে।

পাশাপাশি প্যাকেজ পরিবর্তন করেছেন ও ১ জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়েছেন এরকম মেসেজ চলে আসবে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন


সর্বশেষ কথা এভাবে ১ জিবি ফ্রি এমবিটা ব্যবহার শেষ করে ও আপনার সিমে যদি এমবি,মিনিট থাকে তা Ryze এ থাকা অবস্থায় শেষ করবেন এবং পুনরায় কিভাবে Ryze থেকে Banglalink এ সুইচ করবেন তা নিচের ভিডিওটা দেখুন।

যারা Ryze থেকে Banglalink সুইচ বা ব্যাক করবেন তারা অবশ্যই ভিডিও অনুযায়ী করবেন নয়তো আপনার সিমে মিনিট,এমবি থাকলে তা আর Banglalink এ ব্যাক পাবেন না।

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★বিভিন্ন প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে পেতে জয়েন করুন BD TRICK SH আমাদের টেলিগ্রাম চ্যানেলে

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post Ryze অ্যাপ থেকে বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন(সবাই পাবেন) appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ