খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। বিকল্প কি?

Ads Inside Post

খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। বিকল্প কি?

আসসালামু আলাইকুম


মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা করেছে যে, দুই দশক ধরে ব্যবহার করা প্রিয় স্কাইপ সেবা আগামী ৫ মে ২০২৫ থেকে বন্ধ করে দেওয়া হবে।
এই সিদ্ধান্তটি তাদের নতুন কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যার মাধ্যমে Microsoft Teams-কে প্রধান যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করা হবে।

টিমস-এ স্থানান্তর


মাইক্রোসফটের এক ব্লগে বলা হয়েছে, “উন্নত ও আধুনিক যোগাযোগ অভিজ্ঞতা নিশ্চিত করতে স্কাইপের পরিবর্তে Teams-কে পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে।”
আগামী তিন মাসের মধ্যে ধাপে ধাপে স্কাইপ ব্যবহারকারীদের Teams-এ স্থানান্তর করা হবে, যাতে পূর্বের সকল চ্যাট, কন্টাক্ট ও কলের ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেট হয়ে যায়।
ব্যবহারকারীরা তাঁদের বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে বিনামূল্যে Teams-এ লগইন করতে পারবেন।

ডাটা সংরক্ষণ ও বিকল্প

যাদের জন্য নতুন সেবা গ্রহণ করা অনিচ্ছুক, তাদের বিকল্প হিসেবে স্কাইপের বার্তা, কল ও কন্টাক্টের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ থাকবে।
মে মাস পর্যন্ত সাময়িকভাবে স্কাইপ ও Teams উভয়ই চালু থাকবে, যাতে ব্যবহারকারীরা পরিবর্তনের সাথে অভ্যস্ত হতে পারেন।

সাবস্ক্রিপশন ও ফিচার

নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে স্কাইপের ক্রেডিট ও কলিং সাবস্ক্রিপশন সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা এসেছে,
তবে যারা ইতিমধ্যে এসব সেবা ব্যবহার করছেন, তাঁরা পরবর্তী রিনিউয়াল পর্যন্ত এগুলো উপভোগ করতে পারবেন।
৫ মে-এর পরও পেইড সদস্যরা স্কাইপের ওয়েব পোর্টাল বা Teams-এর মাধ্যমে ‘Skype Dial Pad’ ফিচার ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের বিশ্বাস, Teams-এর বহুমুখী ও উন্নত ফিচারগুলো বর্তমান প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীদের জন্য আরও আধুনিক, নিরবচ্ছিন্ন ও কার্যকর যোগাযোগ অভিজ্ঞতা নিয়ে আসবে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

The post খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। বিকল্প কি? appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tech-news/3023094


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ