দীর্ঘ ৪,০০০ কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়া সহজ কাজ নয়! প্রতিদিন শত্রুর মুখোমুখি হতে হয়, কখনো সন্ত্রাসী আক্রমণ, কখনো চোরাকারবারিদের হামলা! আর এই কঠিন দায়িত্ব পালনের জন্য ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির সৈন্যদের ভয়ংকর ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়।
কিন্তু প্রশ্ন হলো – কোন দেশের সীমান্ত রক্ষীদের ট্রেনিং বেশি কঠিন? ভারতের বিএসএফ, নাকি বাংলাদেশের বিজিবি?
বিএসএফে যোগ দিতে হলে কী করতে হয়?
ইন্ডিয়ান বিএসএফে যোগ দেওয়া কোনো সহজ কাজ নয়! এখানে আবেদনকারীদের কঠিন পরীক্ষা দিতে হয়।
প্রাথমিক যোগ্যতা:
বয়স: ১৮-২৩ বছর
দৌড়: ৫ কিমি মাত্র ২৪ মিনিটে সম্পন্ন করতে হবে!
পুশআপস: ১০০+ করতে হবে!
উচ্চতর মনস্তাত্ত্বিক পরীক্ষা দিতে হয়!
শুটিং স্কিল পরীক্ষার মুখোমুখি হতে হয়!
বিএসএফ ট্রেনিং – শারীরিক ও মানসিক যন্ত্রণা!
বিএসএফের ট্রেনিংকে বলা হয় ভারতের অন্যতম কঠিন ট্রেনিং! কারণ এখানে সীমান্তের কঠিন পরিবেশে যুদ্ধ করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
ট্রেনিংয়ের প্রধান ধাপ:
Extreme Physical Training: প্রতিদিন ১০ কিমি দৌড়ানো, পাহাড় বেয়ে ওঠা এবং ভারী ব্যাগ নিয়ে ট্রেনিং!
Live Fire Drills: বাস্তব গুলি ব্যবহার করে শুটিং ও আক্রমণের অনুশীলন!
Night Combat Training: রাতে জঙ্গলে টিকে থাকার জন্য বিশেষ প্রশিক্ষণ!
Explosive Handling: বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরক ব্যবহার শেখানো হয়!
কঠিন পরিস্থিতিতে টিকে থাকার পরীক্ষা!
বিএসএফের সবচেয়ে ভয়ংকর অংশ হলো তাদের সারভাইভাল ট্রেনিং! এখানে সৈন্যদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য প্রস্তুত করা হয়।
বেঁচে থাকার কঠিন পরীক্ষা:
Extreme Weather Training: প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরম উভয় পরিবেশে টিকে থাকতে হয়!
Water Survival Test: কয়েক ঘণ্টা বরফ ঠান্ডা পানিতে কাটানোর পরীক্ষা দিতে হয়!
Hand-to-Hand Combat: শত্রুকে খালি হাতে কাবু করার প্রশিক্ষণ দেওয়া হয়!
বিজিবির ট্রেনিং কতটা কঠিন?
এবার প্রশ্ন হলো – বাংলাদেশ বিজিবির ট্রেনিং কি বিএসএফের চেয়ে সহজ, নাকি কঠিন? চলুন দেখে নেওয়া যাক।
বিজিবির ট্রেনিং ধাপ:
ফিজিক্যাল ফিটনেস: প্রতিদিন ৮ কিমি দৌড়ানো, ১০০ পুশআপস ও কঠিন স্ট্রেংথ ট্রেনিং!
শুটিং ট্রেনিং: সীমান্ত রক্ষার জন্য বিশেষ উন্নত অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ!
পার্বত্য ট্রেনিং: পাহাড় ও নদীতে সারভাইভাল স্কিল শিখতে হয়!
নাইট অপারেশন ট্রেনিং: রাতে জঙ্গলে অভিযান পরিচালনার দক্ষতা অর্জন করতে হয়!
তাহলে কোন দেশের ট্রেনিং বেশি কঠিন?
যদি তুলনা করা হয়, তাহলে বিএসএফ এবং বিজিবি উভয়ের ট্রেনিং-ই ভয়ংকর এবং কঠিন,
তবে বাস্তবতা হলো, দুই দেশের সীমান্ত পরিস্থিতি ভিন্ন! বিএসএফকে পাকিস্তান ও চীনের মতো দেশের বিরুদ্ধে সীমান্ত পাহারা দিতে হয়, যেখানে বিজিবি মাদক ও চোরাকারবারি প্রতিরোধে সর্বদা প্রস্তুত থাকে!
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ সকল প্রকার ডিফেন্সের চাকরির তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রস্তুতি গাইড পেতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল #CareerMessageথেকে।
আমাকে ফেসবুকে খুঁজে পেতে পারেন:
Career Message Facebook
কমেন্টে মতামত জানাবেন, এরপর কী বিষয়ে লিখবো।
ধন্যবাদ।
The post ইন্ডিয়ান বিএসএফ ট্রেনিং – কতটা ভয়ংকর? বিজিবির সাথে তুলনা! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ