আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যারা বাংলা ব্লগ বা আর্টিকেল লিখি, অনেক সময় বুঝতে পারি না যে আমাদের লেখার মান কেমন বা সেটি আসলেই ইউনিক নাকি প্লেজারিজমে আক্রান্ত।
যারা প্লেজারিজম কী তা জানেন না, তাদের জন্য বলতাছি প্লেজারিজম হলো অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া বা অন্যের লেখাকে সামান্য পরিবর্তন করে প্রকাশ করা।
সহজ ভাষায়, এটাকে লেখা চুরি বলেও বলা যায়। যদি আপনার লেখা অন্য কারও লেখার সাথে হুবহু বা অনেকটা মিলে যায়, তাহলে সেটি প্লেজারিজম হিসেবে ধরা পড়বে। এর ফলে আপনার ব্লগ বা ওয়েবসাইটের মান কমে যেতে পারে।
আজকের আর্টিকেলে আমি আপনাদের এমন ৩টি ওয়েবসাইটের কথা বলব, যেগুলো ব্যবহার করে আপনি আপনার লেখার প্লেজারিজম চেক করতে পারবেন।
১. Plagiarismdetector.net
প্রথমে গুগলে গিয়ে plagiarismdetector.net লিখে সার্চ করবেন। ওয়েবসাইটটি খুললে হোমপেজে নিচের দিকে বাংলা প্লেজারিজম চেকার নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন। এরপর একটি টেক্সট বক্স দেখতে পাবেন, সেখানে আপনার লেখাটি কপি করে পেস্ট করবেন।
তারপর নিচে প্লেজারিজম চেক করবেন বাটনে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে। এই সাইটটি আপনার লেখার প্রতিটি লাইন চেক করে বলে দেবে সেটি ইউনিক নাকি কপি। তবে একবারে সর্বোচ্চ ১০০০ শব্দ চেক করা যায়। তাই যদি আপনার লেখা বড় হয়, তাহলে কয়েক ভাগে ভাগ করে চেক করবেন।
২. Prepostseo.com
এই ওয়েবসাইটটিও অনেকটা Plagiarismdetector.net এর মতো। প্রথমে গুগলে prepostseo.com লিখে সার্চ করবেন।
এরপর সাইটে গিয়ে প্লেজারিজম চেকার অপশনে ক্লিক করবেন। সেখানে আপনার লেখাটি আপলোড করবেন বা কপি-পেস্ট করবেন। তারপর চেক প্লেজারিজম বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেখাবে আপনার লেখায় কত শতাংশ প্লেজারিজম আছে এবং কত শতাংশ ইউনিক। এছাড়াও, এই সাইটটি আপনার লেখার সাথে মিলে যাওয়া কনটেন্টের লিংকও দেখিয়ে দেয়।
৩. Duplichecker.com
এই ওয়েবসাইটটি ব্যবহার করাও খুব সহজ। প্রথমে গুগলে duplichecker.com লিখে সার্চ করবেন। সাইটটি খুললে একটি টেক্সট বক্স দেখতে পাবেন।
সেখানে আপনার লেখাটি কপি করে পেস্ট করবেন। তারপর নিচে চেক প্লেজারিজম বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেখাবে আপনার লেখাটি কতটা ইউনিক বা কপি।
তো শেষে এটায় বলবো
যারা নিয়মিত লেখালেখি করেন এবং তাদের লেখা প্লেজারিজমমুক্ত কিনা তা জানতে চান, তাদের জন্য এই ওয়েবসাইটগুলো বেশ কাজের। যদিও এই সাইটগুলো ১০০% সঠিক রেজাল্ট দিতে পারে না, তবুও আপনি আপনার লেখার মান সম্পর্কে ধারণা পাবেন।
The post আপনার লিখা অন্য কেউ কপি করছে কিনা, সেটা বুজবেন কিভাবে ? দেখে নিন এই পোস্টে। appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ