ভাইরাল ghibli art ফটো ইডিটিং এখন আপনিও করতে পারবেন তাও ফ্রি তে!!

Ads Inside Post

ভাইরাল ghibli art ফটো ইডিটিং এখন আপনিও করতে পারবেন তাও ফ্রি তে!!

আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের সাথে একটি ট্রেন্ডিং টপিক নিয়ে আর্টিকেল নিয়ে হাজির হলাম। আশা করি টাইটেল দেখেই বুঝে গেছেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে। হ্যাঁ আজকে আমি আপনাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ghibli art এর মতো ছবি কিভাবে ইডিট করবেন তা নিয়ে বিস্তারিত জানাবো। আমরা বেশি কথা না বলে একদম মেইন টপিকে চলে যাই।

 

ফ্রিতে নিজের ছবিকে বানিয়ে ফেলুন Ghibli art

আপনারা জানেন এটা বর্তমানে একটা ভাইরাল ফটো ইডিট। বর্তমানে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করলে প্রতি স্ক্রলেই একটা না একটা ghibli art ছবি দেখতে পাবেন। এটা মূলত AI দ্বারা জেনেরেট করা ছবি ইডিটিং প্রসেস। তো এটা আপনারা সবাই চাইলেই করতে পারবেন তাও একদম ফ্রি তে। তো সেটা কিভাবে করবেন এবার আমরা সেটা নিয়েই আলোচনা করবো।

Ghibli art ইফেক্টেড ছবি তৈরি করতে আপনাদের বেশি কিছু করতে হবে না, যাস্ট আমার নিচে দেওয়া স্টেপ গুলো ফলো করুন, তাহলেই ইজিলি তৈরি করতে পারবেন।

১. প্রথমেই আপনারা Grok.com এই ওয়েবসাইটে চলে যান। এটা মূলত একটি AI বেসড ওয়েবসাইট। এটা অনেকটা Chatgpt এর মতো কাজ করে। বলতে পারেন Chatgpt এর কপি ভার্সন। তো যাই হোক, এই ওয়েবসাইটে চলে যান। গেলে নিচের মতো ইন্টারফেজ পাবেন। সেখান থেকে Sign up বাটনে ক্লিক করে দিন।

 

২. Sign up বাটনে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। সেখান থেকে ক্যাপচা টা পূরণ করে twitter, google, apple কিংবা email যে কোনো একটা দিয়ে লগ ইন করে নিবেন। (রেকোমেন্ড থাকবে gmail দিয়ে লগ ইন করার, এতে তাড়াতাড়ি কাজ হবে)

 

৩. এরপর আবারো grok এর ইন্ডেক্স পেজে নিয়ে আসবে। সেখান থেকে স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

 

৪. এরপর নিচের মতো আসলে স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

 

৫. তারপর আপনার ফোনের গ্যালারি তে নিয়ে গেলে, যে ছবিতে ghibli art ইফেক্ট এড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এরপর ছবি সম্পূর্ণ আপলোড হলে আমার মতো করে promt দিয়ে সেন্ড করে দিবেন। promt টা আমি নিচে লিখে দিচ্ছি, চাইলে কপি করে নিতে পারেন।

 

promt: make a ghibli art
অথবা
promt: make a ghibli studio art image

(যে কোনো একটা দিবেন)

 

৬. এরপর নিচের মতো দেখতে পাবেন। এর মানে হলো ছবি ইডিটিং কাজ চলছে। এটা কিছুটা সময় নিবে।

 

৭. এরপর কাজ শেষ হলে নিচের মতো আসবে। অর্থাৎ Ai এর কাজ শেষ। সে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এবার ইমেজের উপর ক্লিজ করুন।

 

৮. এরপর সেভ বাটনে ক্লিক করলে ছবি ডাউনলোড করে নিতে পারবেন।

 

বিদ্র: ছবি আপলোড করার পর, যদি কোনো কারণে ইরোর আসে তাহলে সেখানে Retry নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন, তাহলে আশা ঠিক হয়ে যাবে।

 

Chatgpt দিয়ে ghibli art ইফেক্ট হবে না?

প্রথম দিকে chatgpt দিয়ে ghibli art বেশ ভালোই কাজ করছিলো। ইভেন আমি কালকে সন্ধ্যাতেও একটা ghibli art করছিলাম চ্যাট জিপিটি দিয়ে। (আমার chat gpt একাউন্ট প্রো করা নাই, ফ্রি একাউন্ট) কিন্তু আজকে সকালে এই পোস্ট লেখার জন্য যখন chatgpt ইউজ করতে গেলাম তখন আর কাজ করছিলো না। অনেক গুলো একাউন্ট লগ ইন, লগ আউট করে দেখলাম কাজ হলো না। আবার অন্য ডিভাইসেও কাজ করলো না।

প্রো একাউন্টে কাজ করবে এটা। তো যাদের প্রো একাউন্ট আছে তারা chatgpt দিয়ে উপরের সেইম প্রসেস এ এই কাজ করতে পারবেন। আর chatgpt আরো ভালো ভাবে কাজ করে। আর আপনারা (যাদের ফ্রি একাউন্ট) চাইলে আগে chatgpt দিয়ে ট্রাই করতে পারেন (সেইম প্রসেস)। যদি না হয় তাহলে grok ai টা ইউজ করবেন। কারণ grok একদম ১০০% রেজাল্ট দিবে না, অন্যদিকে chatgpt এর থেকে পাওয়া রেজাল্ট অলমোস্ট ১০০%

 

শেষ কথা

তো এই ছিলো আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আজকের পোস্ট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

The post ভাইরাল ghibli art ফটো ইডিটিং এখন আপনিও করতে পারবেন তাও ফ্রি তে!! appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ