প্রতিটা বিকাশ একাউন্টে ফ্রিতে নিয়েনিন ৫০ টাকা ক্যাশব্যাক

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা প্রতিটা বিকাশ একাউন্টে ফ্রিতে ৫০ টাকা ক্যাশব্যাক নিবেন। অফারটি আপনারা প্রতিটা বিকাশ একাউন্ট থেকে নিতে পারবেন।
অফারটি নেওয়ার জন্য প্রয়োজন পড়বে বিকাশ অ্যাপের,বিকাশ অ্যাপ ইনস্টল করতে ক্লিক করুন

ইনস্টল শেষে বিকাশ অ্যাপে নাম্বার দিয়ে লগইন করে নিবেন।
প্রথমে প্রমাণ দেখুন আমার একটা বিকাশ একাউন্টে আমি ৪ বারে মোট ৪০ টাকা নিয়েছি আরো ১০ টাকা নিয়ে মোট ৫ বারে ৫০ টাকা নেওয়া যাবে।
এবার অফারটি নিতে বিকাশ অ্যাপে লগইন করে Send Money তে ক্লিক করুন। অফারটি মূলত গ্রুপ সেন্ড মানির।
যেহেতু অফারটি নিতে সেন্ড মানি করতে হবে সেহেতু আগে আপনারা প্রিয় নাম্বার যুক্ত করে নিবেন এতে সেন্ড মানি জন্য চার্জ কাটবে না। প্রিয় নাম্বার যুক্ত করতে প্রিয় নাম্বার অফশনে ক্লিক করুন।
এরপর আপনার যদি একাধিক বিকাশ থেকে থাকে তবে সেটাসহ আপনার আশেপাশের যেকারো কিংবা বন্ধুবান্ধবের বিকাশ নাম্বার প্রিয় নাম্বার যুক্ত করে নিবেন। আমি যেমন ২ টা বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করেছি সেমভাবে আপনারাও করবেন।
প্রিয় নাম্বার যুক্ত করে আবারো সেন্ড মানিতে ক্লিক করবেন।
এবার গ্রুপ সেন্ড মানি ক্লিক
এখান থেকে একটু আগে প্রিয় নাম্বার যুক্ত করলেন এমন একটা নাম্বার সিলেক্ট করুন।
সেমভাবে আপনার যুক্ত করা অন্য আরেকটা নাম্বারও প্রিয় নাম্বার হিসেবে যুক্ত করুন অর্থাৎ দুইটা নাম্বারই।
দুইটা নাম্বার সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করুন।
গ্রুপ নাম হিসেবে যেকোনো একটা নাম দেন ও সেভ করে এগিয়ে যান ক্লিক করুন।
এরপর সেন্ড মানি টাকার পরিমাণ লিখতে হবে ক্লিক করুন
এখানে টাকার পরিমাণ অবশ্যই ৪০০ বা তার বেশি দিবেন এটাই মূলত অফারের শর্ত। যাদের বিকাশে টাকা নেই তারা কিছু সময়ের জন্য হলেও টাকা কোথাও থেকে ম্যানেজ করে অফার নিয়ে ব্যাক দিতে পারেন।
যাইহোক ৪০০ বা তার বেশি পরিমাণ লিখে এগিয়ে যান ক্লিক।
আবারো ২ টা নাম্বার দেখতে পাবেন এগিয়ে যান ক্লিক করবেন।
বিকাশের পিন লিখুন এবং পিন কনফার্ম করুন।
ট্যাপ করে ধরুন।
সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন ৫ টাকা ৫ টাকা করে ২ বারে সাথে সাথে ১০ টাকা পেয়ে গেলাম।
নিচে স্কিনশর্ট লক্ষ্য করুন অফারটি ১৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে তাই অফারটি নিতে হলে এ সময়ের মধ্যে নিতে হবে।
সর্বশেষ কথা হচ্ছে আমি একবার অফারটি নিয়ে দেখিয়েছি এই অফারটি আপনারা চাইলে মাসে সর্বোচ্চ ৫ বার বা একদিনেই ৫ বার নিতে পারবেন।
এর জন্য একবার অফারটি নেওয়ার ১৫ মিনিট পর পর আবারো সেমভাবে গ্রুপ সেন্ড মানি করবেন একই পরিমাণ টাকা বা তার বেশি পরিমাণ। সেক্ষেত্রে ৫ বার যদি গ্রুপ সেন্ড মানি করেন এতে ৫ বারে ৫০ টাকা পেয়ে যাবেন।
এভাবে আপনার যতগুলো বিকাশ রয়েছে সবগুলোতেই কাজটি করার মাধ্যমে প্রতিটা থেকেই ৫০ টাকা করে ক্যাশব্যাক নিতে পারবেন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন
★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন
জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH
The post প্রতিটা বিকাশ একাউন্টে ফ্রিতে নিয়েনিন ৫০ টাকা ক্যাশব্যাক appeared first on Trickbd.com.
source https://trickbd.com/apps-review/3053914
0 মন্তব্যসমূহ