[PC Tools] AudioRelay : A Great Tool to Share Your Audio with PC or Vice Versa

Ads Inside Post

[PC Tools] AudioRelay : A Great Tool to Share Your Audio with PC or Vice Versa

কখনো কি এমন হয়েছে, আপনার PC বা ল্যাপটপ এর স্পিকার নষ্ট হয়ে যাওয়ার কারণে সাউন্ড আউটফুট নিতে সমস্যা হচ্ছে এবং একটি নতুন স্পিকারও কিনতে পারছেন না টাকার সমস্যার কারণে

অথবা এমন মনে হয়েছে আহ! যদি আমার একটি ভালো মাইক্রোফোন থাকতো PC এর জন্যে যার মাধ্যমে সুন্দর করে কথা বলা যাবে?

হ্যা, এর মধ্যে কোনো একটি আপনার সাথে ঘটে যেতে পারে, সেক্ষেত্রে আপনি কি জানেন, এমনও মোবাইল এপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের অডিও PC তে ও PC এর সাউন্ড মোবাইলের স্পিকার আউটফুট নিতে পারেন?

আজকে এমনি একটি এপ্লিকেশন নিয়ে ব্লগ টি লিখবো,  যার নাম AudioRelay।

তো চলুন শুরু করা যাক।


 

AudioRelay কি?

AudioRelay হলো এমন একটি এপ্লিকেশন, যার মাধ্যমে দুটি ডিভাইসের (Android to Android, Android to PC, PC to Android, PC to PC) মধ্যে সাউন্ড শেয়ার করা যায় সেটা হতে পারে স্পিকার অথবা মাইক্রোফোন যেটা আপনার দরকার হয়। এবং এই শেয়ারিং টি করা যায় তারের মাধ্যমে অথবা তারবিহীন মাধ্যমে।


ফিচার সমূহঃ

  • PC থেকে Android এ অডিও অথবা মাইক্রোফোন শেয়ার।
  • Android থেকে PC তে অডিও বা মাইক্রোফোন শেয়ার।
  •  প্রো-ফিচার এর মাধ্যমে ওয়াইফাই এ থাকা সব ডিভাইসে একত্রে সাউন্ড শেয়ার করা।

Installation Process:

উভয় ডিভাইসে এপ্লিকেশন দুটি ইন্সটল করে নিন।


 

Setup Process

এপ্লিকেশন দুইটি ডিভাইসে ইন্সটল করার পর এটি সেট-আপ করতে হবে। সেটিংস গুলো প্রথমে বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই আমি একদম ডিটেইলস বুঝিয়ে লিখছি।

প্রথমতঃ দুটি ডিভাইসের মধ্যে কানেকশন করার ক্ষেত্রে দুভাবে সংযোগ করা যাবে।

১. USB Cable দিয়েঃ USB Cable পিসি তে কানেক্ট করে Android Phone থেকে USB Tethering On করে দিতে হবে। (একটু কঠিন লাগতেও পারে)।

২. উভয় ডিভাইস একই ওয়াইফাই রাউটারে কানেক্ট করলেই হয়ে যাবে এবং এটা একদম সহজ পদ্ধতি যদিও কিছুটা Latency & Distortion থাকতেও পারে।


 

এবার চলুন, সেটিংস সম্পর্কে একটু বুঝা যাক।

 

 

লক্ষ করলে দেখবেন, PC এবং Android দুটি ডিভাইস এর এপ্লিকেশনের User Interface প্রায়ই সেইম,  এবং এখানে দুটি ট্যাব আছে যথাক্রমে Player এবং Server.

 

Player: মানে যে ডিভাইস টিতে আপনি আউটফুট চাচ্ছেন, যেমন সাউন্ড আউটফুট অথবা মাইক্রোফোন আউটফুট।

Server: মানে যে ডিভাইস টি Host অর্থাৎ ইনপুট হিসেবে কাজ করবে, যেমন সাউন্ড ইনপুট অথবা মাইক্রোফোন ইনপুট।

উদাহরণস্বরূপঃ আপনি চাচ্ছেন আপনার Android এর Mic কে পিসির জন্যে Voice input হিসেবে ইউজ করবেন, সেক্ষেত্রে Android হবে Server,  এবং PC হবে Player.

 

Connection Examples

ধরুন, আপনি চাচ্ছেন আপনার ফোনের মাইক্রোফন কে পিসির মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে অর্থাৎ আপনি ফোন মুখের কাছে ধরে ভিডিও কল থেকে শুরু করে মাইক্রোফোন কাজ পিসিতে করতে পারবেন।

১. প্রথমেই Andoid Application টি ওপেন করতে হবে, যেহেতু Android Host হিসেবে কাজ করবে,  তাই আমরা Server Tab এ যাব।

২. অতঃপর আমরা Stream Your mic সিলেক্ট করবো।

৩. অতঃপর দেখা যাবে আমাদের সার্ভার চালু হয়ে গেছে।

৪. এখন কম্পিউটার এপ্লিকেশন ওপেন করবো, যেহেতু কম্পিউটার আউটপুট হিসেবে কাজ করবে তাই আমরা Player অপশন এ যাব।

৫. নিচে চলে যাবো এবং আমাদের কাংকিত সার্ভার এর উপর ক্লিক করে কানেক্ট করে নিব।

৬. ব্যস এবার উপভোগ করুন, এভাবে আপনি আপনার স্পিকার এর সাউন্ড শেয়ার করতে পারবেন


 

সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে

এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান

If you have any question, ,
knock me

📒 Facebook

The post [PC Tools] AudioRelay : A Great Tool to Share Your Audio with PC or Vice Versa appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ