𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐅𝐁 𝐋𝐢𝐭𝐞 𝐓𝐮𝐭𝐨𝐫𝐢𝐚𝐥 ➤ অশ্লীল ছবি, রিলস ও ভিডিও বন্ধ করে ইসলামিকভাবে ফেসবুক ব্যবহার করুন! (With Blur & Block Features)

Ads Inside Post

𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐅𝐁 𝐋𝐢𝐭𝐞 𝐓𝐮𝐭𝐨𝐫𝐢𝐚𝐥 ➤ অশ্লীল ছবি, রিলস ও ভিডিও বন্ধ করে ইসলামিকভাবে ফেসবুক ব্যবহার করুন! (With Blur & Block Features)




আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আশা করি, আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে যে বিষয়টি শেয়ার করব, তা হলো:
Custom FB Lite Tutorial ➤ অশ্লীল ছবি, রিলস ও ভিডিও বন্ধ করে ইসলামিকভাবে ফেসবুক ব্যবহার করুন! (With Blur & Block Features)


Download Link : (Apkdone.com)


1. প্রথমে AIDE Apk ডাউনলোড করে ইন্সটল করুন

2. AIDE apk টি Open করে, Code For Experts সিলেক্ট করুন

3. OK করে, New Android App সিলেক্ট করুন

4. Name: ❝FBLite❞ এবং Package Name: ❝com.fb.lite❞ দিয়ে CREATE এ ক্লিক করুন।

5. এরকম আসবে

6. এখন, FB Lite v1.0.zip ফাইলটি ডাউনলোড করুন

7. এখন, MT Manager বা ফাইল ম্যানেজার ওপেন করে,
AppProjects > FBLite > app > src এই ফোল্ডারে যান

8. তারপর src > main > এই ফোল্ডারে যান, এবং Main ফোল্ডারে তৈরি হওয়া java, res, ইত্যাদি মুছে ফেলুন

9. তারপর, ডাউনলোড করা FB Lite v1.0.zip এর ভিতরে থাকা, assets, java, ইত্যাদি এই
AppProjects > FBLite > app > src > main > এর ভিতর Extract ( বা Move) করুন

10. OK ক্লিক করুন

11. এখন, AIDE App এ যান। দেখবেন, কোড আপডেট হয়েছে

12. এখন, ⋮ ( মেনু ) তে ক্লিক করে More… এ যান

13. Project… থেকে Build Variants এ যান

14. release সিলেক্ট করে OK করুন

15. আবারও, Project… থেকে Refresh Build এ ক্লিক করুন

16. YES এ ক্লিক করুন

17. ► (Build) আইকনে ক্লিক করলে অ্যাপ তৈরি হবে

18. এখন, FB Lite v1.0.apk ইন্সটল করে Open করুন

এখন অ্যাপটি নিরাপদে ব্যবহার করতে পারেন




নরমাল মোড ও সেটিংস

Normal Mode – image blur – image blocker

Normal মোডে Video Player

Desktop Mode – image blur – image blocker

Desktop মোডে Video Player

টিপস: সেটিংস আইকনে Long Press করলে বাম থেকে ডানে / ডান থেকে বামে সরাতে পারবেন

1. ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর মাধ্যমে অজান্তেই আমরা মূল্যবান সময় নষ্ট করি, বিশেষ করে অপ্রয়োজনীয়, অশ্লীল ও কুরুচিপূর্ণ রিলস ও ভিডিও দেখে। এসব থেকে নিজেকে রক্ষা করে ইসলামিক ও হালাল উপায়ে ফেসবুক ব্যবহারের সুযোগ তৈরি করতেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইনশাআল্লাহ, এটি আপনার দৈনন্দিন জীবনে ও কর্মক্ষেত্রে সহায়ক হবে

2. অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ । আপনি চাইলে পুরো সোর্স কোড নিজেই চেক করে দেখতে পারেন। কোনো সমস্যা বা উন্নয়ন পরামর্শ থাকলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন।

3. যেহেতু ডেস্কটপ মোডে অনেক রিসোর্স একসাথে লোড হয়, ভিডিও ব্লকার চালু থাকলে মাঝে মাঝে অ্যাপ আটকে যেতে পারে। Video Player অন রাখলে এই সমস্যা কমে যায় এবং ব্রাউজিংও দ্রুত হয়।

⚠ সতর্কতা: অ্যাপটি টেলিগ্রামে শেয়ার করার কারণে আমার Smart Tricks – ST(2.1K+ সাবস্ক্রাইবার) পূর্বের চ্যানেল illegal goods হিসেবে রিপোর্ট হয়ে ব্যান হয়েছে। তাই টেলিগ্রামে শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন

এটি নিজে ব্যবহার করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

Post Creator:     
Our Telegram Channel:

The post 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐅𝐁 𝐋𝐢𝐭𝐞 𝐓𝐮𝐭𝐨𝐫𝐢𝐚𝐥 ➤ অশ্লীল ছবি, রিলস ও ভিডিও বন্ধ করে ইসলামিকভাবে ফেসবুক ব্যবহার করুন! (With Blur & Block Features) appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ