মোবাইলেই বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখুন এক ওয়েবসাইটে

Ads Inside Post

মোবাইলেই বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখুন এক ওয়েবসাইটে

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

পোস্টের টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের পোস্টের টপিক। আমরা প্রায় সবাইই কোনো না কোনোভাবে ব্যস্ত সময় কাটাই। এর‌ই ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন নিউজ, ট্রেন্ডিং টপিকের খবর সামনে পড়ে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন আর আমাদের টিভিতে নিউজের জন্য অপেক্ষা করতে হয়না। ফেসবুক পেইজ, ওয়েবসাইট ইত্যাদিতে ভিজিট করলেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট জানতে পারি।

তবে এসবকিছুও কোনোভাবে টিভি সম্প্রচারের বিকল্প হয়না। বরং এগুলো হচ্ছে এর সহায়ক মাধ্যম। যারা একটু বয়স্ক কিংবা এত সময় নেই যে নিউজ পড়ার, তারা এখনো নিউজের জন্য টিভির পর্দায় চোখ বুলিয়ে নেন। সেখানকার ব্রেকিং নিউজ নিয়ে আপডেটেড থাকা যায় কম সময়েই।

তবে চিন্তা করুন তো আপনি বাসের জ্যামে আটকে আছেন কিংবা আপনি খুব অল্প সময়ের জন্য‌ই রেস্ট নিচ্ছেন এমন‌ জায়গায় যেখানে টিভি নেই , তাহলে এর বিকল্প কি হতে পারে?

এর বিকল্প মাধ্যম নিয়েই আজকের আলোচনা। আজকে এমন একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেখানে আপনারা টিভির সুবিধা পেয়ে যাবেন। আপনি এখানে নিউজ থেকে শুরু করে স্পোর্টস পর্যন্ত লাইভ দেখতে পারবেন।

ওয়েবসাইটটির নাম Tv Garden

ওয়েবসাইটের লিংক: এখানে ক্লিক করুন

এটি খুব‌ই ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। এর নেভিগেশন খুব সহজ আর বাফারিং নেই বললেই চলে। আপনার হাতে ভালো নেটওয়ার্ক কভারেজ থাকলে এটির টিভি চ্যানেলগুলো বাফার করে না। চলুন দেখে নেয়া যাক এটির সুবিধাগুলো।

শুরুতেই এটির হোমপেইজ অ্যানিমেশন। এখানে এটিকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন ।

১. এটিতে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের স্ট্রিমিং সরাসরি দেখতে পারবেন। এজন্য নিচে সার্চ থেকে কান্ট্রি সিলেক্ট করলেই সেই দেশের টিভি চ্যানেল ওপেন হবে।


বাংলাদেশ সিলেক্ট করার পর দেখুন আমাদের দেশের মেইনস্ট্রিম নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে।

২. এটিতে খুব সহজেই এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে শিফট হ‌ওয়া যায়। আপনি টিভিতে যেমন রিমোট দিয়ে চ্যানেল বদলান তেমনি এখানে চ্যানেল বদলাতে পারবেন।

৩. এটিতে আছে বিভিন্ন ক্যাটাগরি। আপনি স্পোর্টস দেখতে চাইলে স্পোর্টস, কার্টুন দেখতে চাইলে কার্টুন এখানে সাজানো আছে। ফলে আপনাকে ব্রাউজিং করতে হবে না। এই ক্যাটাগরি সিলেক্ট করলেই চ্যানেল এসে যাবে‌। এখানে দেখুন Cartoon network দেখা যাচ্ছে।

৪. এটিতে বিভিন্ন স্পোর্টস লাইভ স্ট্রিমিং হয়। ফলে যারা খেলাধুলার জন্য ফেসবুকে দেখেন আপনাদের বিরক্তিকর সাউন্ড মিউট আর বেটিং সাইটের বিজ্ঞাপন জোর করে দেখতে হবে না। এখান‌ থেকেই আপনার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারবেন।

তাছাড়া আরো অন্যান্য ফিচার‌ও আছে। আপনারা যদি খুব কম সময়েই নিউজের হেডলাইন আপডেট পেতে চান তাহলে এই পোস্টটি সেটিকে উদ্দেশ্য করে বানানো। আপনি যদি একেক নিউজ চ্যানেলের url টাইপ করা, ফেসবুক, ইউটিউবে টাইপ করে খোঁজা এসব সময়সাপেক্ষ কাজ বাদ দিয়ে সহজে খবর জানতে চান তাহলে এটি আপনার জন্য‌ই।

তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে। দেখা হবে নতুন কোনো ট্রিকস নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন, ধন্যবাদ।

The post মোবাইলেই বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখুন এক ওয়েবসাইটে appeared first on Trickbd.com.



source https://trickbd.com/website/3057443


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ