
তো এই পোস্ট আমি ব্লগার ওয়েবসাইটের জন্য Word Counter টুলটি শেয়ার করবো। যেটা আমি মডিফাইল করেছি বেশি ডিজাইন করি নি জানে সবার থিমের সাথে ঠিক থাকে।
Word Counter টুল কি?
দেখুন জেনে থাকবেন এটা তবে এটার ব্যবহার হয়তো নাও জানতে পারেন। আপনি যদি কোনো কন্টেন্ট লিখেন আপনার ওয়েবসাইটের জন্য, Adsense নিতে হলে অবশ্যই আপনাকে ৫০০ থেকে ১০০০ এর সর্বনিম্ন কন্টেন্ট হতে হবে। এটা বুঝতে পারার জন্য ও আপনি এটি ব্যবহার করতে পারেন যাতে কন্টেন্ট এ কোনো সমস্যা না হয়।
আশা করি বুঝতে পেরছেন!
এছাড়াও টুল ব্লগারে অনেক প্রয়োজণিয় বলতে পারেন। টুলস এর জন্য ভিসিটর পাওয়া যায় সাইট এ অনেক তাই যত পারেন টুল রাখা উচিত ওয়েবসাইটে। আমি এক এক করে আপনাদের মাঝে অনেক টুল শেয়ার করার চেষ্টা করবো।
লাইভ ডেমোঃ
কিভাবে টুলটি ব্লগারে যুক্ত করবেন?
টুল তৈরি জন্য অবশ্যই পেজ তৈরি করা লাগে।
তো প্রথমে ব্লগার ডাসবোর্ডে যান।
এখন নিচের কোডটি কপি করুন! তারপর Word Counter নাম এবং কোডগুলো বসিয়ে পেজ পাবলিশ করুন।
এখন পেজে ভিসিট করুন!
The post কিভাবে ব্লগারে Word Counter টুল তৈরি করবেন? appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ