ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

Ads Inside Post

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

                                   
                               

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার,
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার
ওপার
নানান রকম জিনিস আর আসবাব
দামী দামী,
সবচেয়ে কমদামী ছিলাম একমাত্র
আমি
ছেলে আবার আমার প্রতি অগাধ
সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
আমার ব্যাবহারের সেই
আলমারী আর আয়না, ওসব নাকি বেশ
পুরোনো ফ্ল্যাটে রাখা যায়না
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয়
হলো তাড়াতাড়ি,
ছেড়ে দিলো কাকে খেল
পোষা বুড়ো ময়না
স্বামি স্ত্রি আর এলসেসিয়ান
যায়গা বড়ই কম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
নিজের হাতে ভাত
খেতে পারতো না কো খোকা,
বলতাম
আমি না থাকলে রে কি করবিই
বোকা
ঠোট ফুলিয়ে কাঁদতো খোকা আমার
কথা শুনে, খোকা বুঝি আর
কাঁদেনা নেই বুঝি আর মনে
ছোট বেলায় স্বপ্ন
দেখে ওঠতো খোকা কেঁদে, দুহাত
দিয়ে বুকের কাছে রেখে দিতাম
বেঁধে
দুহাত আজো খুঁজে ভুলে যায় যে একদম,
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম
খোকার হয়েছে ছেলে দু বছর হলো,
আরতো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ
তোলো
একশ বছর বাঁচতে চাই এখন আমার ষাট,
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট
আশ্রমের এই ঘরটা ছোট যায়গাও অনেক
বেশী,
খোকা আমি দুজনে যে থাকবো পাশাপাশি
সেই দিনটার স্বপ্ন দেখি বিষন রকম,
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম,
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম

নচিকেতার এই গানটা যতবার
শুনি ততবার
চোখে পানি চলে আসে একজন
বৃদ্ধা মায়ের আকুল আরতি
এমন সন্তান জন্ম দিলেন যে সন্তান
তার
জন্মদাত্রী মা কে রেখে আসলো বৃদ্ধাশ্রমে
এমন সন্তান যেন কোন বাবা মায়ের
ঘরে জন্ম না হয়, যে সন্তান
বাবা মা কে বৃদ্ধাশ্রমে রেখে আসে
আরে বাবা মায়ে ঋন
কি কখনো কোন সন্তান শোধ
করতে পারবে পৃথিবীর
একপাশে বাবা মা এক পাশে অন্য
সবকিছু রাখলেও বাবা মায়ের
সাথে তুলনা হবেনা মায়ের
একফোটা দুধের মূল্য কি একটা সন্তান
পৃথিবীর সব কিছুর
বিনিময়ে দিতে পারবে?
জানি পারবেনা, তাহলে কেন
তাদের পরে এমন ব্যাবহার করা হয়
যারা করে তারা কি মানুষ
না মানুষরূপি জানোয়ার?
আসুন সবাই সৃষ্টিকর্তার
কাছে প্রার্থনা করি যেন
সৃষ্টিকর্তা আমাদের এমন পশু
মনবৃত্তিকে জাগ্রত হতে না দেন
মা বাবার সেবা যত্ন করার
ক্ষমতা দান করেন তাদের
ভালোবাসার ক্ষমতা দান করেন,
তাদের আর্শিবাদ পাওয়ার
ক্ষমতা দান করেন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ