যখন থামবে কোলাহল(রুনা লায়লা)

Ads Inside Post

যখন থামবে কোলাহল(রুনা লায়লা)

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকেই আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে।
যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোন
আমি আর দূরে নেই যেন
একটু পরেই দেখা হবে দুজনাতে।
যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেন এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদীতীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেঁদো নাকো বেদনাতে।
কবিতা এবং গান



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ