![]() |
kobitaabonggan.blogspot.com |
বিকাশ এপস বোনাস ২০১৯
– প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস
– সেন্ড মানি ও পে বিল এ কোনো চার্জ নেই
– ক্যাশ আউট খরচ হাজারে মাত্র ১৫ টাকা
নিচের Step গুলো Follow করুন।
3: তারপর ২ টি option আছে আপনি New Account Registrations এ click করবেন।
4: নাম্বার দিন যেটাতে আগে কখনো বিকাশ খুলেন নি। (ওই সিম যেন ফোনে থাকে)
5: একটা কোড আসবে অটো ভেরিফাই হবে।
6: এর পর আপনার NId কার্ড এর সামনের দিকের ছবি তুলে next ক্লিক করেন। তার পর পিছনের দিকের ছবি তুলে next ক্লিক করেন।
9: তার পর আপনার ফোনের সামনের Camera দিয়ে একটা ছবি তুলেন, ছবি তোলার সময় কয়েকবার চোখের পলক ফেলুন।(যার NID কার্ড তার ছবি দিতে হবে)
10: কাজ শেষ এখন চলে যাবেন মোবাইলে *247# ডায়াল করবেন।
10: তারপর 2 ta option আসবে 1 option দিয়ে Reply দিন।
11:তার পর ৫ সংখ্যার পিন দিয়ে দেন। সাথে সাথে পেয়ে যাবেন ৫০ টাকা।
12 : তারপর ঐ ৫ সংখ্যার পিন দিয়ে bkash App Login করলে আরো পাবেন ৫০ টাকা। আবার bkash App থেকে যেকোন নাম্বারে ২৫ টাকা রিচার্জ করলে পাবেন ৫০ টাকা সর্বোমোট ১৫০ টাকা পাচ্ছেন একদম ফ্রি।
বিকাশ অ্যাপ রেফার বোনাস
![]() |
golpo-ghar.blogspot.com |
![]() |
golpo-ghar.blogspot.com |
![]() |
golpo-ghar.blogspot.com |
![]() |
golpo-ghar.blogspot.com |
- আপনার বন্ধু রেফারেল লিংকটি ব্যবহার করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে নতুন একাউন্ট খুলে লগ ইন করলেই আপনি পেয়ে যাবেন (২৫ টাকা+২৫ টাকা)= মোট ৫০ টাকা বোনাস। এভাবে প্রতিটি সফল রেফারেলের জন্য আপনি পাবেন ৫০ টাকা করে বোনাস।
- আপনার সফল রেফারেলের সংখ্যা ২০-৪৯ টি হলেই প্রতি সফল রেফারেলের জন্য পাবেন আরও ৫০ টাকা* করে।
- আপনার সফল রেফারেলের সংখ্যা ৫০ বা তার বেশি হলেই প্রতি সফল রেফারেলের জন্য পাবেন আরও ১০০ টাকা করে।
- প্রতি মাসে ন্যূনতম ৩০০ বা তার বেশি সফল রেফারেল সম্পন্ন করা টপ ১০ রেফারেলকারী জিতে নেবেন ২৫,০০০ টাকা!
0 মন্তব্যসমূহ