একটি কম্পিউটারের প্রধান অংশ হলো প্রসেসর।প্রসেসরের উপর একটি কম্পিউটারের পারফর্মেন্স নির্ভর করে।তাই প্রসেসরের ধারণা ও পরিচিত থাকাটা অনেক গুরত্বপূর্ণ। এই টপিকে আমরা প্রসেসরের ধারণা, কোন প্রসেসরের দাম কেমন ও কোনটি ভালো তা সম্পর্কে জানবো।তো চলুন শুরু করা যাক!
প্রসেসর কেনার আগে প্রথমে আপনাকে বাজেটের দিকে চোখ দিতে হবে।একটি নিদিষ্ট বাজেট ঠিক করলেই আপনি নিজেই বুঝতে পারবেন, কোন প্রসেসরটি আপনার জন্য ভালো।এখন দেখা যাক,কোন বাজেটে কোন প্রসেসর পাওয়া যায়।
বাজেট ১ থেকে ৫ হাজার টাকাঃ
Intel Pentium Gold G5400
কোরসঃ 2
থ্রেডসঃ 4
বেজ ফ্রিকুয়েন্সিঃ 3.70 GHz
ক্যাশ মেমোরিঃ 4MB
টিভিপিঃ 58W
জিপিইউঃIntel® UHD Graphics 610
দামঃ 5,500-5,800 BDT
এই বাজেটের মধ্যে এটিই হলো সবথেকে পাওয়ারফুল প্রসেসর,এটিতে ব্যবহার করা হয়েছে জিপিইউঃIntel® UHD Graphics 610 যা দিয়ে আপনি ছোট কোন গ্রাফিক্সের কাজ করেত ও লো গ্রাফিক্সে গেমও খেলতে পারবেন।
বাজেট ৫ থেকে ১০ হাজার টাকাঃ
ইনবিল্ড গ্রাফিক্স কার্ডসহ
AMD Rayzen 3 3200G
কোরসঃ 4
থ্রেডসঃ 4
বেজ ফ্রিকুয়েন্সিঃ 3.6GHz up to 4.0GHz
ক্যাশ মেমোরিঃ 2MB,4MB
টিভিপিঃ 65W
জিপিইউঃRedeon RX Veag 8 Graphics
দামঃ 8,500-8,900 BDT[ এখন একটু দাম বাড়তে পারে,যাচাই করে নিবেন]
আপনি আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন,কিন্তু এই বাজেটে Redeon RX Veag 8 Graphics এটিই সেরা।
ইনবিল্ড গ্রাফিক্স কার্ড ছাড়াঃ
Intel 9th Gen Core i3 9100F
কোরসঃ 4
থ্রেডসঃ 4
বেজ ফ্রিকুয়েন্সিঃ 3.6GHz up to 4.2GHz
ক্যাশ মেমোরিঃ 6MB
টিভিপিঃ 65W
দামঃ 8,000-8,500( এখন বাড়েত পারে]
বাজেট ১০ হাজারথেকে ১৫ হাজার টাকাঃ
ইনবিল্ড গ্রাফিক্স কার্ডসহ
কোরসঃ 4
থ্রেডসঃ 8
বেজ ফ্রিকুয়েন্সিঃ 3.6GHz up to 4.2GHz
ক্যাশ মেমোরিঃ 2MB,4MB
টিভিপিঃ 65W
জিপিইউঃRedeon RX Veag 11 Graphics
দামঃ ১৩,০০০-১৩,৫০০
আপনার বাজেট যদি ১৩,০০০ থেকে ১৫০০০ হাজারের মধ্যে হয়ে থাকে, তাহলে এি বাজেটে এটিই সবথেকে ভালো প্রসেসর।এতে ব্যবহার করা RX Veag 11 অন্য সাধারণ গ্রাফিক্স কার্ড থেকে অনেক শক্তিশালী।
ইনবিল্ড গ্রাফিক্স কার্ড ছাড়াঃ
Intel 9th Gen Core i5 9400F
কোরসঃ 6
থ্রেডসঃ 6
বেজ ফ্রিকুয়েন্সিঃ 2.9 GHz up to 4.1GHz
ক্যাশ মেমোরিঃ 9MB
টিভিপিঃ 65W
দামঃ ১৩,০০০-১৩,৫০০
প্রসেসরের মধ্যে কোর(Core) কি?
বর্তমানে কম্পিউটারের কোর(Core) নাম শুনে নি এমন লোক খুজে পাওয়া যাবেন না।আমরা সবাই কোর(Core) সাথে পরিচিত,কিন্তু প্রসেসরের মদ্যে কত টি কোর থাকে, তা একন জানবো!
আমরা,Single Core,Dual Core, Quad core,Octa Core নাম শুনে থাকি।
এখানে,
-Single কোর এর মানে হলো একটি কোর আছে প্রসেসরের মধ্যে।
-Dual কোর এর মানে হলো দুইটি কোর আছে প্রসেসরের মধ্যে।
-Quad কোর এর মানে হলো চারটি কোর আছে প্রসেসরের মধ্যে।
-Octa কোর এর মানে হলো আটটি কোর আছে প্রসেসরের মধ্যে।
আজ এই পর্যন্তই।ভালো থাকবেন।
The post প্রসেসরের ধারণা ও পরিচিত,কোনটি কিনবেন appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ