শাওমি ফোনে Share it এ শেয়ার করা কিছু এপ ইনস্টল না হওয়ার কারণ ও সমাধান দিন

Ads Inside Post

শাওমি ফোনে Share it এ শেয়ার করা কিছু এপ ইনস্টল না হওয়ার কারণ ও সমাধান দিন

আসসামু আলাইকুম। 

অনেক সময় প্রয়োজনে আমরা এক ফোন থেকে আরেক ফোনে এপ Share it দিয়ে শেয়ার করে নেই। দেখা যায় MIUI সমৃদ্ধ শাওমি ফোনগুলাতে শেয়ার করা কিছু এপ ইনস্টল হয় না। যেগুলা এপ ইনস্টল হয় সেগুলা আসলে ডাইনামিক এপ। share it এর ফোল্ডারে যেতে দেখবেন উক্ত এপের ফোল্ডার সৃষ্টি হয়েছে এবং ফোল্ডারের মধ্যে ছোট ছোট ভাগে ভাগ হয়ে এপটি আছে।

তাই এই এপগুলা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অথবা MIUI Optimization অফ করে share it থেকে ইনস্টল করতে হবে।

 

MIUI Optimization অফ করার জন্য নিচের ধাপ অনুসরণ করতে হবেঃ

 

১. ডেভোলপার মোড চালু করতে হবে।

এজন্য MIUI Version এ বারবার একাধিক ক্লিক করতে হবে ,চালু না হওয়া পর্যন্ত।

[Sitting>About Phone>MIUI Version]

২. চালু হওয়ার পর ডেভোলপার অপশন এ যান। নিচে দেখুন MIUI optimization, তা বন্ধ করুন।

[ Sitting>Additional Sitting>Devoloper Options>Turn On MIUI Optimization ]

এবার Share It এ যান, ইনস্টল না হওয়া এপগুলা ইনস্টল করুন। কাজ শেষে আবার অফ করে রাখতে পারেন।

_

 

বি.দ্রঃ MIUI Optimization বন্ধ করার পর এপগুলার পারমিশন নতুন করে দিতে হয়।

 

 

The post শাওমি ফোনে Share it এ শেয়ার করা কিছু এপ ইনস্টল না হওয়ার কারণ ও সমাধান দিন appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ