কীভাবে শুধু CSS দিয়ে Glowing Text তৈরি করা যাই।

Ads Inside Post

কীভাবে শুধু CSS দিয়ে Glowing Text তৈরি করা যাই।

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছেন।

আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

 

আজ আমি দেখাবো কীভাবে শুধু মাত্র HTML & CSS দিয়ে Glowing Text তৈরি করতে পারবেন।

উদহরন হিসেবে নিচের ৫ সেকেন্ডের ভিডিওটা দেখতে পারেন।

 

তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যাই।

প্রথমেই আমরা html & css ফাইল তৈরি করে save করে নিবো এবং css ফাইলটি html file এর সাথে connect করে নিবো। এখন কোডিং করার সময়।

আমি এখানে html ফাইল এ div এর ভেতর glow নামে একটা class (class=”glow”) নিয়েছি। আর তার ভিতরে span tag এর ভিতর আমার text গুলা লিখেছি ।

আমাদের html এর কাজ শেষ এখন css এর খেলা।

 

<!DOCTYPE html>

<html lang=”en”>

<head>

<meta charset=”UTF-8″>

<title>Glowing Text</title>

<link rel=”stylesheet” href=”style.css”>

</head>

<body>

<div class=”glow”>

<span>I</span>

<span>L</span>

<span>O</span>

<span>V</span>

<span>E</span>

<span>Y</span>

<span>O</span>

<span>U</span>

</div>

</body>

</html>

Css এ আমি class glow এবং span tag কে কল করেছি। এখন আমার text এর size, height, width, position, border, margin দিয়েছি।

তারপর animation add করেছি ০%, ৫০% এবং ১০০% এ।

.glow span {

font-size: 40px;

display: inline-block;

width: 45px;

height: 45px;

text-align: center;

border: 25px solid rgba(255,255,255,0.4);

margin: 0 -2.5px;

animation: animate 1s linear infinite;

}

@keyframes animate {

0% {

color: #f00;

box-shadow: 0 2px 10px rgba(255,0,0,1);

border: 2px solid rgba(255,0,0,1);

}

50% {

color: #0f0;

box-shadow: 0 2px 10px rgba(0,255,0,1);

border: 2px solid rgba(0,255,0,1);

}

100% {

color: #f00;

box-shadow: 0 2px 10px rgba(255,0,0,1);

border: 2px solid rgba(255,0,0,1);

}

}

 

আসা করি কারো কোথায় বুঝতে সমস্যা হয় নি। কোডগুলা এখান থেকে কপি করতে সমস্যা হলে নিচে download link দেওয়া হলো ।

তবুও যদি কোথাও কোনো সমস্যা হয় জানাতে ভুলবেন না ।

 

ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন।

আর করোনা থেকে সতর্ক থাকবেন।

আল্লাহ হাফেজ।

Coding Video

Code Download Link- Click_Here

The post কীভাবে শুধু CSS দিয়ে Glowing Text তৈরি করা যাই। appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ