আপনার পিসিতে Test mode সরান খুব সহজেই।

Ads Inside Post

আপনার পিসিতে Test mode সরান খুব সহজেই।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
তো আজকের পোস্ট মূলত Desktop/laptop /pc ব্যবহারকারীদের জন্য।
আমরা যারা pc ইউস করি তাদের display এর ওপর নিচের কর্নারে TEST MODE windows 10/ pro এভাবে

একটা ওয়াটার মার্ক থাকে তো আমি আজ তা আপনাদের রিমুভ করে দেখাবো।
প্রথমে আপনার pc বা ল্যাপটপ এ সার্চ বক্সে ক্লিক করুন।

এখন লিখুন CMD


Command prompt নামে একটা অপশন পাবেন তা
run as administrator এ ক্লিক করে অপেন করুন।

এখন নিচে যে লেখা দেওয়া তা কপি করে পেস্ট করুন।

bcdedit -set testsigning off


এখন ENTAR এ চাপ দিন।
successful দেখাবে।
এখন আপনার পিসি /ল্যাপটপ Restart করুন।

দেখুন সরে গেছে।

তো আজকের পোস্ট এ পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।

The post আপনার পিসিতে Test mode সরান খুব সহজেই। appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ