আসসালামু-আলাইকুম ভাইরা।কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন।তাই আমরা সবাই আল্লাহর কাছে শুকিরিয়া জানাই।
আজকের বিষয় হলো Project Treble কি?
আমি গত পোষ্টে GSI Rom নিয়ে আলোচনা করেছিলাম ।সেই পোষ্টে আমি শুধু Generic System Image নিয়েই আলোচনা করেছিলাম কিন্তু শেষ এর দিকে এসে আমি Project Treble এই দুইটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম।যারা সেই পোষ্টের কমেন্টে জিজ্ঞাসা করেছিলো Project Treble এই জিনিসটা কি? তাদের আমি মন থেকে ধন্যবাদ জানাই।
তো চলুন আজকে জানা যাক এই Project Treble কোন দেশের প্রাণী?
Project Treble মূলত একটি বিরাট বড় প্রকল্প যা Andriod কে আরও ১০০০ ফুট উপরে নিয়ে গেছে , মানে অনেক উপরে নিয়ে গেছে ।
এখন এই Project Treble এর কাজ কি তা জানবো।
আমি গত পোষ্টে যে, Generic System Image এর কথা বলেছিলাম সেটা আপনার মোবাইলে ইন্সটেল করতে হলে আপনার মোবাইলটি অব্যশই Project Treble Supported হতে হবে।
এখন কিভাবে বুঝবেন আপনার মোবাইলটি Project Treble Supported?
তা জানতে হলে আপনাকে কিছু করতে হবে, আপনি নিজেই বুঝে যাবেন আপনার ডিভাইসটি কি Project Treble Supported কিনা।আপনার হাতের মোবাইলটি যদি Andriod 8.o বা Nougat Version এর হয় তাহলে বুঝে নিবেন আপনার মোবাইলটি Project Treble Supported.
তারপরেও যদি সন্দেহ থাকে তাহলে আমি একটি APP লিংক দিচ্ছি যেটা দিয়ে চেক করতে পারবেন আপনার মোবাইলটি কি Project Treble Supported নাকি?
Download Link:
আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো জানার জন্য আপনাকে Project Treble App টি অব্যশই ডাউনলোড করতে হবে।
উপরের ছবিতে আপনারা দেখতে পারছেন যে, Project Treble এর পাশে টিক মার্ক আর Supported লিখা আছে এ দ্বারা আপনি বুঝবেন আপনার ডিভাইসটি Generic System Image
(GSI) Rom Install এর জন্য সক্ষম।
এবার উপরের ছবিতে ভালো করে দেখুন, Seamless System Updates এর নিচে কিছু লিখা আছে , সেখানে লাস্ট লাইনে লিখা আছে যে, A only System partition.তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ডিভাইসে শুধু একটা Partition আছে, তাই শুধু A বলে বুঝানো হয়েছে।
এবার উপরের ছবিটি লক্ষ্য করুন, Seamless System Updates এর নিচে কিছু লিখার মধ্যো A/B System Partition লিখা আছে । যদি আপনার মোবাইলে এই লিখাটি আছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ডিভাইসটিতে দুইটা Partition আছে।
আবার উপরের ছবিটি লক্ষ্য করুন, এখানে CPU Architecture এর নিচে 64-bit ARM লিখা আছে।যদি আপনার ডিভাইসেও এই সেম লিখা থাকে তাহলে বুঝে নিবেন আপনার ডিভাইসটি 64 Bit এর।
এবার আসি মুল কথায়, আমরা যেনে গেলাম আমাদের ডিভাইস এর ইনফমেশন।আপনি যদি এটি ভালোভাবে বুঝতে পারেন আপনি যেকোনো রম ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে।
এখন কিভাবে আমরা আমাদের মোবাইল এর জন্য GSI Rom চয়েস করবো?
আপনি তো আর যেকোনো GSI Rom আপনার মোবাইলে ইন্সটেল করতে পারবেন না।
আপনার ডিভাইসটি যদি Project Treble Supported হয়।
আপনার ডিভাইসটি যদি A Only Partition হয়
আপনার ডিভাইসটি যদি ARM 64 bit এর হয় তাহলে আপনার জন্য।
ARM64 Aonly GSI Rom
আর আপনার ডিভাইসটি যদি AB Partition হয় তাহলে আপনার জন্য।
ARM64 AB GSI Rom.
এখন এটা যেকোনো রম হতে পারে । আমি কয়েকটি রম এর নাম বলছি,
Pixel Experience rom for arm64 Aonly device
Pixel Experience rom for arm64 AB device
MIUI rom for arm64 Aonly Device
MIUI rrom for arm64 AB Device
যারা আমার গত পোষ্টটি দেখেননি দয়া করে তারা দেখে আসুন।আমি আগামী পোষ্টে আপনাদের বলবো কি কি প্রয়োজন হবে GSI Rom ইন্সটেল করার জন্য।
কোনোকিছু না বুঝলে কমেন্ট করে অব্যশই জানাবেন ধন্যবাদ সবাইকে।
নেক্সট পোষ্টে GSI Rom ইন্সটেল করতে কি কি প্রয়োজন হবে তা বলবো।
আজকের জন্য আল্লাহ হাফেজ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন।
The post Project Treble (GSI) কি? আপনার ডিভাইস কি PHH Supported কিনা দেখে নিন। appeared first on Trickbd.com.
source https://trickbd.com/custom-rom/733889
0 মন্তব্যসমূহ