গণনার দিকে থেকে Noun এর প্রকারভেদ (বিস্তারিত)

Ads Inside Post

গণনার দিকে থেকে Noun এর প্রকারভেদ (বিস্তারিত)

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে গণনার দিক Noun এর প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

গণনার দিক থেকে Noun দুই প্রকার । যথা :-
১। Countable noun
২। Uncountable noun

Countable noun :-

ইংরেজি Countable শব্দের অথ হলো গণনা যোগ্য অথাৎ যা গণনা করা যায় । অতএব Countable noun অথ গণনা করা যায় এমন নাম ।

যে Noun গুলো গণনা করা যায় তাকে Countable noun বলে । যেমন :- Girl,boy, pencil,pen ।

এগুলো গণনা করা যায় । এগুলোর কিছু বৈশিষ্ট্য ও ব্যাবহারের নিয়ম নীতি নিয়ে নিচে আলোচনা করা হলো :-

১। এই noun গুলো singular অথবা Plural হতে পারে । তাই এগুলো যদি বাক্যে কতা হিসেবে ব্যাবহৃত হয় তবে Verb বসানোর ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে । যেমন :-

The girl is/ Two girls are.

২। এই Noun গুলো এককভাবে ব্যাবহৃত হলে Article বসাতে হয় । যেমন :-
A girl,a book.

৩। এই Noun গুলোর plural অথে ব্যাবহৃত হলে এর আগে Plural adjective ব্যাবহার হবে । যদিও সেটা গণনা করা যাবে না বোঝাবে । যেমন :-

I have many books.(আমার অনেক বই আছে)

বাক্যটিতে book যা countable noun । তবে Many books দ্বারা এখানে অনেক বই বোঝানো হয়েছে । যা নিদিষ্ট করে বোঝাচ্ছে না । তবুও এটি countable noun ।

Uncountable noun :-

যে Noun গণনা করা যায় না তাকে Uncountable noun বলে । যেমন :- Oil,water ইত্যাদি ।

এই Noun গুলোর কিছু বৈশিষ্ট্য ও ব্যাবহারের নিয়ম নিচে দেখানো হলো :-

১। এগুলোর অনেক Noun চোখে দেখা যায়,ওজন করা যায় । যেমন :-Water

২। আবার অনেক আছে যা চোখে দেখা যায় না এবং ওজনও করা যায় না । তবে মনের ভাব দ্বারা বোঝা যায় । যেমন :- Honesty,Sweety ইত্যাদি ।

৩। এই Noun কখনোই Plural হয় না । তাই ক্রিয়াও বহুবচন হয় না । যেমন :-

Rice are Rice is ।

[চাল একটি একটি করে গণনা করা গেলেও অনেকগুলো একসাথে অনেক থাকলে তা গণা করা যায় না । তাই এটি Uncountable noun]

৪। এদের আগে Article বসে না ।

A rice.Rice

তো আজ আমার পক্ষ থেকে এতটুকু ছিল । আমার আজকের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

The post গণনার দিকে থেকে Noun এর প্রকারভেদ (বিস্তারিত) appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ