শুরু হতে যাচ্ছে নেইমচীপের ব্লেক ফ্রাইডে অফার!

Ads Inside Post

শুরু হতে যাচ্ছে নেইমচীপের ব্লেক ফ্রাইডে অফার!

ব্লেক ফ্রাইডে অফার হচ্ছে ইন্টারনেট জগতের সবচেয়ে বড় ছাড়ের অফার।

মূলত আমরা সচরাচর যা কিনি তার সাথে অফার দেয় মানে পণ্যের দাম আগে থেকে বাড়িয়ে তার উপর অফার দেয়।

কিন্তু ব্লেক ফ্রাইডে অফার মানে মূল দামের উপর অফার। এর অফারের মাধ্যমে ইন্টারনেটে যেকোনো পণ্য বিশাল ছাড়ে কিনা যায়

নেইমচীপের ব্লেক ফ্রাইডে অফার ইতোমধ্যে শুরু হয়ে যাচ্ছে। যারা ডোমেইম, হোস্টিং কিনবেন তারা নেইমচীপের মাধ্যমে কম দামে সেরা হোস্টিং ডোমেইন নিতে পারবেন

এই স্ক্রিনশট এ দেখুন কি অস্থির সকল অফার দিচ্ছে তারা।

নেইমচীপের অফিশিয়াল সাইটে গেলেই এই হোস্টিমগ, ডোমেইন অফার পেয়ে যাবেন।

ডোমেইনে পাচ্ছেন৯৭% পর্যন্ত ছাড়

হোস্টিং ssl এ থাকছে আকর্ষণীয় ছাড়

তাই নতুন বা পুরাতন যারাই আছেন সবাই লুফে নিন এই অফার। এতে করে আগামী ১ বছর নিশ্চিন্তে ইন্টারনেটে ব্যবসা চালাতে পারবেন।

সার্ভার সাথে সাথেই ডাউন 🤣🤣

আশাকরি কিছুক্ষণের মাঝেই ঠিক হয়ে যাবে।

The post শুরু হতে যাচ্ছে নেইমচীপের ব্লেক ফ্রাইডে অফার! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/website/821843


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ