হেলো বন্ধুরা কেমন আছেন সবাই?
আশাকরি সবাই ভালো আছেন।চলে এলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা পোস্ট নিয়ে।আশাকরি এই পোস্ট টি ছোট বড় সকল মোবাইল ব্যবহারকারীদের পছন্দ হবে এবং কাজে লাগবে।বিশেষ করে যারা নিয়মিত Youtube থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করেন তাদের তো কাজে আসবেই।
এই Online Youtube Downloader App অ্যাপটি আপনারা কেনো ইনস্টল করবেন?
অনেকেই বলতে পারেনঃ ভাই এই বিষয়ে তো অনেক পোস্ট আছে এবং অ্যাপ আছে তাহলে আবার এই পোস্ট কেনো?
তাহলে শুনুনঃ এখনকার সময়ে আপনি হয়তো অনেক Online Youtube Downloader App পেয়ে যাবেন কিন্তু এই অ্যাপ টি সবার থেকে আলাদা।এর সব চাইতে আলাদা বিষয় হচ্ছে এই অ্যাপ এ কোন অ্যাড নাই।তাছাড়াও এখনকার Online Youtube Downloader App গুলো অনেক ভারী,র্যাম বেশি কনজিউম করে যার ফলে কম র্যাম এর ফোন গুলোতে অনেক ল্যাগ ইস্যু দেখতে পাওয়া যায়।তাছাড়াও এই অ্যাপ টি অনেক লাইট ওয়েইট।মাত্র ৫-৬ এমবির অ্যাপ।তাছাড়াও Vidmate এবং Snaptube এই টাইপ এর অ্যাপ গুলতে অ্যাড অনেক বেশি এবং খুব তাড়াতাড়ি ফোনে অনেক Cache জমা করে নেয় যার ফলে যাদের ফোনে Internel storage কম তাদের অনেক সমস্যায় পড়তে হয়।আর এই অ্যাপ এর ইন্টারফেস ও খুব সাধারন।
ভুলভাল কমেন্ট করার আগে –
চলুন শুরু করিঃ
প্রথমে পোস্ট এর শেষ থেকে অ্যাপ টি ডাউনলোড এবং ইনস্টল করে ওপেন করুন।তারপর Storage পারমিশন দিয়ে দিন
এবার আপনারা একে একে পেজ গুলো সোয়াইপ করুন,অথবা আপনারা স্কিপ ও করতে পারেন
এবার Done এ ক্লিক করুন
তাহলেই অ্যাপ টির হোমপেজ ওপেন হয়ে যাবে।দেখুন অ্যাপটির হোমপেজ কতো সাধারন।তার সাথে এই অ্যাপ এ কোন অ্যাড ও নাই
এখন Youtube এর ভিডিও ডাউনলোড করতে হলে যেকোন Youtube ভিডিওর Share এ ক্লিক করুন
এবার এই Download Icon এ ক্লিক করুন
এবার তাহলে দেখবেন ভিডিওটির ডিটেইলস সহ একটা পপ আপ স্ক্রিন চলে এসেছে।এখন Quality সিলেক্ট করার জন্য Select Format এ ক্লিক করুন
এখান থেকে যেকোন Quality ডাউনলোড করতে পারবেন।যদি ভিডিও টি 4k তে রিলিজ করা হয় তাহলে খুব সহজেই 4k Video Download করতে পারবেন
দেখুন আমি 4k মানে 2160p সিলেক্ট করেছি ।এখন শুধু ডাউনলোড এ ক্লিক করুন
তাহলেই আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে।এভাবে আপনি খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ টি খুব লাইট ওয়েইট এবং কোন অ্যাড নাই ।
আপটির খারাপ দিকঃ
আমি এই অ্যাপটির কোন খারাপ দিক খুজে পাইনি। Download Pause Resume ও হয়।স্পিড ও ভালো।
পোস্ট এর অ্যাপ টির ডাউনলোড লিঙ্কঃ
আমার অন্যন্য লেখাগুলিঃ
Wifi Ftp Server দিয়ে Fifa World Cup সহ টিভির সকল চ্যানেল দেখবেন যেভাবে
ব্লগারে মেটা ট্যাগ বা Seo Tag সেট করুন
আশাকরি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরও কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে পোস্ট টি আরও একবার পড়ে নিতে পারেন এতে আপনার বুঝতে সুবিধা হবে অথবা আপনি কমেন্ট ও করতে পারেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
The post [Github Open source] গুগল এর বিরক্তকর অ্যাড ছাড়া খুব সুন্দর একটি Youtube Dpwnloader অ্যাপ[4k Download Possible] appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ