(Part-2) ৭ টি Unique ও মজাদার Android Games!

Ads Inside Post

(Part-2) ৭ টি Unique ও মজাদার Android Games!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

গেমস নিয়ে বহু দিন আগে পোস্ট দিয়েছি। যদিও Recently Psp Games নিয়ে পোস্ট দিয়েছি তবুও Particularly android games নিয়ে পোস্ট দেওয়া হয়ে উঠেনি।

তাই ভাবলাম যদি গেমস নিয়ে লিখতেই হয় তো এমন কিছু গেমস রিভিউ করবো যেগুলো খুব একটা বেশি মানুষ খেলেনি।

আমার Unique Games খেলতে এমনিতেই অনেক ভালো লাগে। আর আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা নিজেরাও ভালোবাসেন সেসব গেমসগুলো যেগুলো বোরিং হবে না।

গেমস যেমনই হোক দিনশেষে যা Matter করে তা হচ্ছে আনন্দ। কেননা গেমস তৈরিই করা হয় মানুষকে আনন্দ (entertainment) দেওয়ার জন্যে।

১০ টি গেমস নিয়ে পোস্ট করলে অনেক বড় হয়ে যায় পোস্ট। তাই ভাবলাম Quantity কমিয়ে নিয়ে আসি। আপনাদের কি মতামত? আমাকে অবশ্যই জানাবেন Comment করে। আপনাদের Feedback ই আমাকে সাহায্য করবে পোস্ট করতে।

যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের আজকের টপিকে এমন ৭টি Unique গেমস যেগুলো Entertain করবে আমাদের বোরিং সময়কে।

 

 

(07) Game Name : Black Desert Mobile

Game Developer : PEARL ABYSS

Game Size : 90 MB (ভিতর থেকে আরো Data Downlaod হবে)

Required OS : 5.0+

Game Type : Online

Game Released Date : December 9, 2019

Game Version : 2.5.12

Game Link : Playstore

এটি RPG GAME LOVER দের কাছে অনেক জনপ্রিয় একটি গেম। এখানে প্রশংসনীয় অনেক ব্যাপারই আছে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ আর সেই রেটিং অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা এই গেম Deserve করে না।

এই গেমটি Atleast 4.3 ★ বা 4.5 ★ Deserve করে। এই গেমটিতে যে গ্রাফিক্স আছে তা আপনাকে অবাক করে দিবে। Android গেমেও যে এত সুন্দর গ্রাফিক্স পাওয়া যায় তা এই গেম না খেললে বুঝতেই পারবেন না।

এই গেমটিতে প্রত্যেকটি Character
কে এতটা সুন্দরভাবে Design করা হয়েছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। এখানে প্রতিটা Character এরই প্রচুর Customization Option আছে।

আর এতো Realistic Animation Graphics আমি খুব কম গেমেই দেখেছি। গেমটি রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার এড করা হচ্ছে।

গেমটিতে ১৫০টি দেশের Player রয়েছে। এখানে Unique 13 টি Character আছে। সচরাচর আমরা ৩-৫ টি ক্যারেক্টার দেখতে পাই বেশিরভাগ গেমেই। তবে এখানে ক্যারেক্টার ডিজাইন এর উপর ভিত্তি করে গেমটির রেটিং ৪.৫ ★ দেওয়ার যোগ্য।

গেমটির কন্ট্রোল ও গেমপ্লে খুবই স্মুথ পাবেন যদি আপনার কাছে একটি ভালো ডিভাইস থাকে। যত ভালো ডিভাইস তত ভালো গ্রাফিক্স + গেমপ্লে তে গেমটি খেলতে পারবেন।

Adventure + Action + RPG + Multiplayer + Single Player সবকিছু নিয়েই গেমটিকে তৈরি করা হয়েছে। one of the best mmorpg games on mobile একে বলাই যায়।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

(06) Game Name : Kritika : The White Knights

Game Developer : Com2uS Holdings Corporation

Game Size : 95 MB (ভিতর থেকে আরো Data Download হবে)

Required OS : 5.0+

Game Released Date : May 29, 2014

Game Version : 4.20.2

Game Link : Playstore

এটি একটি Competitive Multiplayer Action-RPG Game। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন।

গেমটি অনেক পুরোনো ২০১৪ সালে রিলিজ করা হয়। গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

এই গেমটির রেটিং অনুযায়ী গেমটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই গেমে আপনি অনেক মজা পাবেন। কারন এখানে Control + Gameplay এক কথায় অসাধারন। গেমটির গ্রাফিক্সও খুবই ভালো।

এখানে আপনি অবশ্যই Story Mode পাবেন। RPG Games গুলো বেশিরভাগই Story Mode ই হয়। এখানেও আপনি Story mode এ খেলতে পারবেন অন্যান্যগুলোর মতোই।

গেমটিতে বিভিন্ন ধরনের Characters + Skills + Upgrades + Weapons ইত্যাদি নিয়ে খেলতে পারবেন এবং সেগুলো Upgrade + Customize করতে পারবেন।

এখানে Colour দেখতে পাবেন ব্যাপক পরিমানে। কারন গেমটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। এটি একটি Hack & Slash Game হওয়ায় আপনি Attack করে অনেক মজা পাবেন। আশা করছি গেমটি ভালো লাগবে।

গেমটিতে প্রচুর Features আছে। সবগুলোই দিয়ে দিলাম। নতুন নতুন ফিচার আরো এড করা হচ্ছে। তাই গেমটি Must Try করে দেখবেন।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

(05) Game Name : Bike Unchained 2

Game Developer : Red Bull

Game Size : 1 GB

Game released date : September 3, 2018

Required OS : 6.0+

Game Version : 5.0.0

Game Link : Playstore

Bike Racing গেম যারা পছন্দ করেন তাদের কাছে এই গেমটি অনেক ভালো লাগবে। এটি একটি ভিন্ন ধরনের Bike Racing গেম।

এই গেমে আপনাকে মোবাইলের স্ক্রিন সোজা করে বা Portrait Mode এ খেলতে হবে। গেমটির কন্ট্রোল খুবই Easy। আপনাকে ট্যাপ ট্যাপ করে এগিয়ে যেতে হবে। হোল্ড করে স্ক্রিনে ধরে রেখে বিভিন্ন Stunt Perform করতে পারবেন।

চিন্তা করবেন না। আপনাকে কন্ট্রোলস বুঝিয়ে দেওয়া হবে গেমের ভিতরেই। গেমটিতে আপনি High Graphics এর Option পাবেন। আপনার ডিভাইস যত ভালো হবে ততই ভালো ভাবে গেমটি খেলতে পারবেন।

গেমটির Minumum Requirement 2 GB RAM থাকা লাগবে। এর থেকে নিচের ডিভাইসগুলোতে গেমটিকে Smoothly Run করতে পারবেন না।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটি রিভিউ করা হয়েছে ৬৩ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

গেমটিতে আপনি Multiplayer Mode ও পেয়ে যাচ্ছেন। গেমটিতে আপনি Photo Realistic Graphics পাবেন আর তার সাথে পাবেন Smooth Control। এর সাথেও গেমপ্লে এক কথায় অসাধারন।

মাখনের মতো Smoothly চলেছে আমার g35 Processor এ। এখন বেশিরভাগ মানুষই এর চেয়েও ভালো প্রসেসর এর ফোন ব্যবহার করেন। তাই গেমটি খেলতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

(04) Game Name : Battle Bay

Game Developer : Rovio Entertainment Corporation

Game Size : 287 MB

Game released date : May 3, 2017

Required OS : 5.0+

Game Version : 4.9.7

Game Link : Playstore

Angry Birds গেমটি খেলেন নি কিংবা গেমটির নাম শুনেননি বা গেমটির সাথে পরিচিত নন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

Angry Birds যে কোম্পানিটি তৈরি করেছে সেই কোম্পানিটি এই গেমটিকেও তৈরি করেছেন।

২০১৭ সালে যখন গেমটি রিলিজ হয় তখন অনেক সাড়া ফেলেছিল গেমারদের কাছে। ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে গেমটি নিয়ে প্রচুর চর্চা ছিল। এর beta version release হওয়া থেকেই গেমটির জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পায়।

তাই তো গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে এখন পর্যন্ত ১ কোটিবারেরও বেশিবার। গেমটিকে রিভিউ করা হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির রেটিং কম মনে হলেও এক সময় এই গেমের রেটিং অনেক ভালো ছিলো। তাই বলে কি গেমটি এখন আর ভালো নেই? অবশ্যই আছে। গেমটি আপনি বর্তমানের যেকোনো ভালো ডিভাইসেই অনেক Smoothly Run করাতে পারবেন।

গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে। তাই Bugs & Crashes এর দেখা আপনি খুবই কম পাবেন। গেমটির গ্রাফিক্স অতুলনীয়। আপনি Addictive হয়ে যাবেন। এটি এমন একটি গেম যেখানে আপনি Battle Ship এ থেকে অন্যান্য Player দের সাথে যুদ্ধ করবেন।

বিভিন্ন Ship, Weapons ইত্যাদি Collect করে সেগুলো নিয়ে খেলতে পারবেন। আপনার ডিভাইস যত ভালো এবং বড় হবে ততই মজা লাগবে গেমটি খেলে। গেমটিতে Multiplayer Mode ও রয়েছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

(03) Game Name : Iron Man 3

Game Developer : Gameloft

Game Size : 800 MB+

Required OS : 2.3+

Game Released Date : 20 August, 2017

Game Version : 1.6.9G

Game Link : Pdalife

https://pdalife.com/iron-man-3-android-a4109.html

Iron Man বা Tony Stark এর ফ্যান কতজন আছেন এখানে? Marvel এর সবচেয়ে Favourite Character আমার।

Android এ Iron Man এর Solo তেমন ভালো কোনো গেম নেই একমাত্র এই গেমটি ছাড়া। এখানে আপনি Iron Man এর Suits, Upgrades সবই পাবেন।

আমি Money Mod এর লিংক দিয়েছি। এখান থেকে আপনি দুটি সুবিধা পাবেন। (১) গেমটির লেটেস্ট ভার্সন পাবেন। (২) গেমটিতে Upgrades এর পিছনে Unlimited Money খরচ করার জন্য পেয়ে যাবেন।

Iron Man 3 Movie টির উপরই Based করে এই গেমটিকে বানানো হয়েছে। তাই এখানে Iron Man 3 এর Storyline ই পাবেন।

গেমটির গ্রাফিক্স খুবই ভালো। গেমটি খেলতে হলে আপনাকে High end mobile device ব্যবহার করতে হবে না। একটি মোটামোটি ভালো ডিভাইস হলেই গেমটি খেলতে পারবেন Smoothly।

গেমটিতে আছে ১৮ টি Costumes, ৪ Super Villain, New York/Malibu/China Locations আরো অনেক কিছু।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

(02) Game Name : Sky Trail

Game Developer : SayGames LTD

Game Size : 72 MB

Required OS : 5.0+

Game Released Date : July 30, 2021

Game Version : 1.7.6

Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl

আপনার কি Parkour বা Running Type Games পছন্দ যেখানে Action ও আছে?

তবে এই গেমটি আপনারই জন্য। এই গেমটির ইউনিক কনসেপ্ট এর জন্য আমার কাছে এই গেমটি অনেক ভালো লেগেছে।

গেমটিতে আছে অফুরন্ত Action। গেমটি আপনাকে Action-Adventure-Parkour-Running সবকিছুরই experience একই সাথে দিবে।

গেমটি একটি Mission Type Game। এখানে আপনি একের পর এক Mission Complete করে যেতে হবে।

আপনি যদি গেমটির mod version download করেন তবে আপনি গেমটির আসল স্বাদ গ্রহন করতে পারবেন।

কারন গেমটিতে অনেক Upgrades আছে যার জন্যে আপনাকে অনেক money pay করতে হবে। যা unlimited mod money version ছাড়া possible হবে না।

তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যউ এর mod version টি ডাউনলোড করে খেলুন।
গেমটির গ্রাফিক্স দেখে আবার হতাশ হবেন না। আমার কাছে decent graphics ই মনে হয়েছে।

কেননা সাইজ অনুযায়ী এমন গ্রাফিক্স পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আর এই গেমটি রিলিজ হয়েছে এখনো ১ বছরও হয়নি।

তাই ভবিষ্যতে এই গেমটিকে ডেভেলপাররা আপগ্রেড করতে করতে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আশা করছি।

তাছাড়া এই গ্রাফিক্স এর কারনেই আপনি যেকোনো মোবাইলে গেমটি অনায়াসে smoothly কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন।

আর যেহেতু এটি একটি FPS – First Person Game তাই গেমটিতে গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না।
বাকীটা আপনার নিজের উপর। আশা করছি গেমটি আপনার ভালো লাগবে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই সাথে গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২১ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।

বুঝতেই তো পারছেন গেমটি কতটা ভালো। এর রেটিং দেখলেই বোঝা যায় এত কম সময়ের ভিতরেও গেমটিকে এতবার ডাউনলোড + রিভিউ করে ভালো একটা পজিশনে নিয়ে আসা হয়েছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

(01) Game Name : Reckless gateway 2

Game Developer : Pixelbite

Game Size : 87 MB

Required OS : 4.3+

Game Released Date : May 24, 2017

Game Version : 2.2.6

Game Link : Playstore

Reckless Gatway 1 ও আছে। তবে প্লে-স্টোরে সেটা পেইড। আর Reckless gatway 1 এর থেকে reckless gateway 2 আমার কাছে বেশি ভালো লেগেছে।

প্লে-স্টোরে এটা ফ্রি। আর যদি আপনার reckless gateway 1 খেলতে হচ্ছে হয় তবে আপনি rexdl/revdl থেকে ডাউনলোড করে খেলতে পারেন।

যাই হোক, এই গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং তার সাথে গেমটি রিভিউ করা হয়েছে ৮৬ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমের কন্ট্রোল খুবই সহজ। আপনাকে ডানে বামে Touch করে Car Control করতে হবে এবং recklessly বা এলোমেলোভাবে car চালাতে হবে।

পুলিশে আপনাকে তাড়া করবে। পুলিশের হাত থেকে বাচতে হবে। গেমটি অনেকটা gta chinatown wars এর মতো। এখানে full action pack car driving এর experience পাবেন।

তারই সাথে পাবেন open world experience। আপনি যেখানে ইচ্ছা ঘুরাঘুরি করতে পারবেন। গেমটির গ্রাফিক্স এতটাই ভালো যে এ নিয়ে প্রশংসা না করে থাকতে পারছি না।

গেমটির গ্রাফিক্স + Colour grading সবকিছুই অসাধারন। আমার দেখা one of the best। অবশ্যই Try করে দেখবেন। কম সাইজের ভিতরে অসাধারন একটি addictive গেম এটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

তো এই ছিল আমাদের ১০ টি Unique গেমস যেগুলো আশা করছি কেউ কেউ খেললেও সবাই খেলেননি। যারা খেলেছেন তাদেরকে Congratulations বলে বাকীদের সুযোগ করে দিতে চাচ্ছি।

ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী পোস্টের জন্যে কোনো সাজেশন দিতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…..

The post (Part-2) ৭ টি Unique ও মজাদার Android Games! appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ