আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
গেমস নিয়ে বহু দিন আগে পোস্ট দিয়েছি। যদিও Recently Psp Games নিয়ে পোস্ট দিয়েছি তবুও Particularly android games নিয়ে পোস্ট দেওয়া হয়ে উঠেনি।
তাই ভাবলাম যদি গেমস নিয়ে লিখতেই হয় তো এমন কিছু গেমস রিভিউ করবো যেগুলো খুব একটা বেশি মানুষ খেলেনি।
আমার Unique Games খেলতে এমনিতেই অনেক ভালো লাগে। আর আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা নিজেরাও ভালোবাসেন সেসব গেমসগুলো যেগুলো বোরিং হবে না।
গেমস যেমনই হোক দিনশেষে যা Matter করে তা হচ্ছে আনন্দ। কেননা গেমস তৈরিই করা হয় মানুষকে আনন্দ (entertainment) দেওয়ার জন্যে।
১০ টি গেমস নিয়ে পোস্ট করলে অনেক বড় হয়ে যায় পোস্ট। তাই ভাবলাম Quantity কমিয়ে নিয়ে আসি। আপনাদের কি মতামত? আমাকে অবশ্যই জানাবেন Comment করে। আপনাদের Feedback ই আমাকে সাহায্য করবে পোস্ট করতে।
যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের আজকের টপিকে এমন ৭টি Unique গেমস যেগুলো Entertain করবে আমাদের বোরিং সময়কে।
(07) Game Name : Dan The Man
Game Developer : Halfbrick Studios
Game Size : 80 MB
Required OS : 4.4+
Game Released Date : October 4, 2016
Game Version : 1.10.41
Game Link : Playstore
Action Game এর কথা হচ্ছে আর এই ধরনের 2D Action Game এর কথা বলবো না তা কি করে হয়?
এটি একটি Retro Pixel Indie গেম যেখানে আপনি Action + Arcade + Adventure তিনটিরই স্বাদ পাবেন। শুরুতেই বলে দিই এখানে আপনি ভালো একটি স্টোরিলাইন পাবেন।
তার সাথে এখানে পাবেন বিভিন্ন Guns, Skins, Skills, Upgrades, Special Attacks ইত্যাদি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের Game Mode পাবেন। যেমনঃ Campaign Mode, Endless Survival Mode, Adventure Mode, Multiplayer Mode।
এটি একটি Offline গেম। তাই আপনি গেমটির Offline Mod Version Download করে খেলতে পারবেন। Rexdl/Revdl এ এর Mod version পেয়ে যাবেন।
গেমটির mod version না খেললে এর মজা পাবেন না। কারন এখানে প্রচুর পরিমানে upgrades আছে। যা unlimited money ছাড়া possible না করা।
তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যই এর mod version টি ডাউনলোড করে খেলবেন।
এবার আসি এর কন্ট্রোল + গেমপ্লে তে। গেমটি আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই smoothly খেলতে পারবেন। যেহেতু এটি একটি 2D Retro Pixel Type Game। তাই এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
গেমপ্লে স্মুথই আছে আর তার সাথে এখানে location + details এর কোনো ঘাটতি নেই। এক কথায় অসাধারন একটি গেম। যারা 2D Games পছন্দ করেন তারা অবশ্যই গেমটি খেলে দেখবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(06) Game Name : Modern Ops
Game Developer : Edkon Games GmbH
Game Size : 476 MB
Required OS : 4.4+
Game Released Date : March 19, 2019
Game Version : 7.57
Game Link : Playstore
Action গেমের কথা বলছি আর Shooting এর কথা বলবো না তা কি করে হয়?
এটি একটি ভালো Optimized Shooting Game। গেমটি ২০১৯ সালে প্লে-স্টোরে রিলিজ করা হয়। গেমটি প্লে-স্টোরে ৫ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
গেমটিকে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার রিভিউ করা হয়েছে এবং সেই সাথে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।
গেমটির গ্রাফিক্স + গেমপ্লে দুটিই বেশ প্রশংসাযোগ্য। কারন গেমটির গ্রাফিক্স মোবাইল গেমস এর তুলনায় অনেক ভালো।
সবকিছুরই ডিটেইল বেশ ভালো ভাবেই বিবেচনায় নিয়ে এসে গেমটিকে তৈরি করেছে ডেভেলপাররা।
এখানে আছে Multiplayer Mode, 5v5 Battles, Death Match সহ আরো বিভিন্ন ধরনের Game modes.
গেমটিতে ৩০টিরও বেশি Modern guns, pistols সহ ১০টিরও বেশি pvp action games পেয়ে যাচ্ছেন।
এছাড়াও গেমটিতে আপনারা বেশ ভালো গ্রাফিক্স পাচ্ছেন। গেমের Locations, Gun skins, Controls, Gameplay সব মিলিয়ে Overall অনেক ভালোই লেগেছে আমার কাছে।
তাই recommended থাকবে গেমটি খেলার জন্যে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(05) Game Name : Battle Prime
Game Developer : Press Fire Games Limited
Game Size : 1.58 GB
Required OS : 5.0+
Game Released Date : December 10,2019
Game Version : 8.3
Game Link : Playstore
PUBG, Free Fire, Call of duty তো অনেক খেললেন। এবার Same Concept এ আরো একটি অসাধারন গেম খেলুন।
এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর PC/Console Quality Graphics। Shadow থেকে শুরু করে Sky, Trees, Grass, Buildings সহ প্রত্যেকটি জিনিসের Details এ একটুও কৃপনতা করেনি ডেভেলপাররা।
একদম ১০/১০ দেওয়ার মতো গ্রাফিক্স আছে এই গেমটির। আপনার যদি ভালো একটি high end device থাকে তবে আপনি max graphics এ গেমটি খেলতে পারবেন।
আর এই গেমটি high graphics এ না খেললে একটুও মজা পাবেন না। গেমটি real life experience দিতে সক্ষম।
আর এর control ও বেশ Smooth পেয়েছি আমি high settings এও। helio g35 processor এ medium graphics এ বেশ smoothly খেলতে পেরেছি গেমটি।
কোনো lagging এর দেখা পাইনি। আর সবকিছুর details সুন্দর হওয়ায় বেশ ভালো একটা experience পেয়েছি আমি।
এই processor এ কোনো কিছুই expect করিনি আমি। তবে এই গেমটি আমার সেই ধারনা ভেঙ্গে দিয়েছে। সত্যিই প্রশংসা না করে থাকতে পারছি না।
এই ধরনের lag free experience পাবো এমন processor এ তবুও ভালো graphics এ সেটা অনেকটাই unexpected ছিলো।
যাই হোক, গেমটি অবশ্যই খেলে দেখবেন। অনেক মজা পাবেন। আশা করছি সেটাই।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(04) Game Name : SHINE – Journey Of Light
Game Developer : Fox & Sheep
Game size : 357 MB
Required OS : 4.1+
Game Released Date : December 6,2018
Game Type : Offline
Game Link : Revdl/Playstore
গেমের শুরুতেই আপনাকে গেমের স্টোরি বুঝিয়ে দেওয়া হবে। গেমটি আমি রিকমেন্ড করবো অন্ধকারে মোবাইলের ফুল ব্রাইটনেস দিয়ে খেলতে। কেননা গেমটির কন্সেপ্ট হচ্ছে আলো বা লাইট নিয়ে। তাই গেমটির বেশিরভাগই অন্ধকারে ডুবে থাকবে।
তবে গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। গেমটির সাউন্ডট্র্যাকও এক কথায় অসাধারন। কন্ট্রোল একটু খারাপ মনে হয়েছে আমার কাছে। তবে আপনার খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয়না।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ লক্ষাধিকবারেরও বেশিবার। গেমটি রিভিউ করা হয়েছে মোট ২ হাজার বার+।
যেহেতু এটি ২০১৮ সালের গেম তাই খুব একটা জনপ্রিয় হয়ে উঠেনি। হ্যাঁ, গেমে আরো অনেক কাজ বাকী আছে। তবে খেলার অযোগ্য এমন না। গেমটির রেটিং প্লে-স্টোরে 3.8 ★। তবে আমার মতে At least 4★ হওয়া উচিত ছিল।
কেননা গেমের কন্সেপ্ট + গ্রাফিক্স প্রশংসনীয়। কিন্তু তবুও কিছু মানুষের কমপ্লেইন থাকবেই। কিছুই করার নেই। আপনি খেলে দেখতে পারেন। আপনার কাছে ভালো লাগতে পারে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(03) Game Name : Hillside Drive
Game Developer : Dreamy Dingo
Game size : 70 MB
Required OS : 5.1+
Game Released Date : April 30, 2020
Game Type : Offline
Game Link : Playstore/Revdl (Mod Unlimited Money এর জন্যে)
এই গেমটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স। অসাধারন এর গ্রাফিক্স। এমন গ্রাফিক্স খুব কম গেমেই দেখা যায়।
যারা Hill climb racing 1/2 গেমটি খেলেছেন তারা এই গেমের কন্সেপ্ট খুব ভালোভাবেই বুঝতে পারবেন।
গেমটি কন্ট্রোল করা খুবই সহজ। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২৪ হাজার+ বার। গেমটি সাইজ অনুযায়ী খুবই ভালো গ্রাফিক্স Offer করছে।
আমি বলবো গেমটি Mod version Download করে খেলতে। না হলে মজা পাবেন না। Auto থেকে শুরু করে Bus, Truck সহ মোট ১৯টি গাড়ির কালেকশন পাবেন। বিভিন্ন Task + Upgrades পাবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(02) Game Name : Freeze!
Game Developer : Frozen Gun Games
Game Size : 35 MB
Required OS : 4.0.3+
Game Type : Offline
Game Released Date : November 21, 2012
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
এটি একটি Action, Arcade, Casual Type Game যেখানে আপনাকে আপনার বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটি লেভেল পার করতে হবে।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।
এটি আমার দেখা one of the hardest game। গেমটির Control System একটু আলাদা। আপনাকে আপনার মোবাইল এর Screen কে Touch করে Rotate করে বা ঘুরিয়ে
ঘুরিয়ে গেমটির Screen Control করতে হবে।
প্রথমবার একটু জটিল মনে হলেও এক দুইটা লেভেল খেললেই আপনি এর Control Easily বুঝে যাবেন কোনো সমস্যা ছাড়াই।
গেমটির প্রত্যেকটি লেভেলই অত্যন্ত কঠিন। আপনার ঘাম ঝড়ে যাবে এতটা কঠিন এই গেম। আপনার মস্তিস্ককে রীতিমতো ট্রেইন করিয়ে ছাড়বে এই গেমটি।
গেমটির Sound Effects আপনাকে Horror কোনো Movie এর Feel দিবে। আর গেমটা বাহ্যিক দিক থেকে Horror Type এর মনে হলেও গেমটিতে Horror এর তেমন কিছুই নেই।
শুধু এর Concept টা একটু ভীতিকর মনে হতে পারে। গেমটি অনায়াসেই যেকোনো ডিভাইসেই খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(01) Game Name : Fluffy Fall : Fly Fast To Dodge The Danger!
Game Developer : WHAT (Games)
Game Size : 72 MB
Required OS : 4.4+
Game Type : Offline
Game Released Date : January 10, 2018
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
এটি একটি Cute Type এর Game যেটি Action + Arcade + Single Player + Stylized Category গুলোতে পড়ে।
গেমটির মূল Concept + Control দুটিই খুব সহজ। তবে গেমটি কঠিনও আছে অনেক। আপনাকে বিভিন্ন Object, Traps ইত্যাদিকে Dodge করে গেমটিতে এগিয়ে যেতে হবে।
আপনাকে Screen এর বিভিন্ন পাশে এই গেমের In game character টিকে Rotate করে চারপাশে Traps, Dangers থেকে বাচিয়ে রাখতে হবে। এভাবেই গেমটি নিজে নিজে এগিয়ে যাবে।
প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১৮ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।
গেমটিতে যে Cute Character গুলো আছে সেগুলোর নাম হচ্ছে Fluffy। এমন ৬০টিরও অধিক Fluffy নিয়ে আপনি খেলতে পারবেন গেমটিতে। তবে যেহেতু সেগুলো কিনতে হয় তাই আমি সাজেস্ট করবো অবশ্যই এর Mod version টি download করে খেলার জন্যে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
তো এই ছিল আমাদের ১০ টি Unique গেমস যেগুলো আশা করছি কেউ কেউ খেললেও সবাই খেলেননি। যারা খেলেছেন তাদেরকে Congratulations বলে বাকীদের সুযোগ করে দিতে চাচ্ছি।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী পোস্টের জন্যে কোনো সাজেশন দিতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…..
The post (Part-3) ৭ টি Unique ও মজাদার Android Games! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ