বিকাশে ২০২৩ টাকা কার্ড অথবা ব্যাংক থেকে বিকাশ একাউন্টে অ্যাড মানি করলেই পাচ্ছেন ২৩ টাকা ক্যাশব্যাক।
• অ্যাডমানি করার পরবর্তী কার্যদিবসের মধ্যে (শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন বাদে) ক্যাশব্যাক পাবেন।
• সকল গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য।
• অফার চলাকালীন সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন।
• যে গ্রাহক অ্যাড মানি করবেন তিনি ক্যাশব্যাক পাবেন।
অফারটি চলবে ১ জানুয়ারি, ২০২৩ থেকে ৩০ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।
বিকাশের Official Post Link: https://www.bkash.com/en/page/bank-to-bkash-23bdt#:~:text=bKash%20is%20bringing%20an%20amazing,and%20get%20BDT%2023%20cashback.
যেভাবে ২০২৩ টাকা কার্ড অথবা ব্যাংক থেকে বিকাশ একাউন্টে অ্যাড মানি করবেন
কার্ড টু বিকাশঃ
তো বড়লোক্সরা, কার্ড টু বিকাশে অ্যাড মানি আপনারা বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন।
যেভাবে কার্ড টু বিকাশে Add Money করবেন
1. কার্ড টু বিকাশে অ্যাড মানি করতে হলে প্রথমেই বিকাশের অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে
2. তারপর কার্ড টু বিকাশ করতে চাইলে ব্যাংক টু বিকাশ অপশনে ক্লিক করে পরবর্তী instruction গুলো ফলো করুন
ব্যাংক টু বিকাশঃ
ব্যাংক টু বিকাশে অ্যাড মানিও আপনারা বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন।
তবে আমার যেহেতু ব্যাংকের App ছিলো তাই আমি ব্যাংকের অ্যাপ থেকেই করেছি।
মোটকথা, হলো আপনাকে ব্যাংক থেকে বিকাশে Add Money করতে হবে আপনি বিকাশ অ্যাপ থেকে করছেন নাকি ব্যাংক অ্যাপ থেকে এগুলা Fact না
যেভাবে ব্যাংক টু বিকাশে Add Money করবেন
তারপর Add Beneficiary অপশনে ক্লিক করে আপনার Bkash Account Number এড করে নিতে হবে
3. তারপর আপনার Bkash Wallet Number সিলেক্ট করে Amout এ 2023 লিখে Proceed বাটনে ক্লিক করুন
তারপর OTP চাইবে, OTP দিলেই Bank to Bkash হয়ে যাবে
বিঃ দ্রঃ Bank Asia অ্যাপে একটা বাগ আছে Proceed বাটনে ক্লিক করার পর আর OTP আসেনা, সেক্ষেত্রে আপনি অ্যাপে Add Beneficiary অপশনে ক্লিক করে Bkash একাউন্ট নাম্বার অ্যাড করার সময় যে OTP পেয়েছিলেন ঐটা দিলেই কাজ হয়ে যায়
দেখলেন হ্যাক করে নিলাম Bank Asia OTP সিস্টেম
আমাকে এখন থেকে স্যার ডাকবেন
Cashback Proof
আমি আবার প্রুফ ছাড়া কিছু করে শান্তি পাইনা :3
Here you go:
The post কার্ড অথবা ব্যাংক থেকে বিকাশে ২০২৩ টাকা অ্যাড মানি (ব্যাংক টু বিকাশ) করলে ২৩ টাকা ক্যাশব্যাক! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ