আসসালামু আলাইকুম।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমার কাছে প্রায় 2000$+ OpenAi API Credits এবং 900$+ Azure Credits আছে , কিন্তু এসব কিভাবে Use করতে হয় তা জানা নাই। মেয়াদ চলে যাচ্ছে।
আমি Google Colab এ Python দিয়ে ChatGPT OpenAI API Use করে Just কিছু কাজ করেছিলাম, কিন্তু গভীরভাবে কিছু জানা নাই।
এ নিয়ে কাজ করেছেন, অভিজ্ঞ কেউ এ বিষয়ে আমাকে হেল্প করতে পারবেন কি?
নিচে Comment Box এ আমাকে দিক নির্দেশনা দিলে ভালো হয়।
অথবা Telegram, WhatsApp, FB-তে আমাকে জানাতে পারেন।
আমার Telegram ID: t.me/muftypro
WhatsApp: Mufty
FB: Mmh Mufty
(অনেকে হয়তো জানেন কিভাবে এই Credits গুলা পেতে হয়, তাই এসব এখানে আলোচনা করছি না, দরকার হলে অন্য পোস্টে বিস্তারিতে আলোচনা করা যাবে।)
জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।
The post [Help Post] ChatGPT OpenAI API Credits, Azure Credits সম্পর্কে জানার ছিলো। অভিজ্ঞগণ তথ্য দিয়ে সহায়তা করুণ appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ